
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরে গত শুক্রবার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ধর্মীয় পণ্ডিত মুফতি শাহ মীর। খবর অনুযায়ী, মসজিদ থেকে বের হওয়ার সময় সশস্ত্র দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি করে তাঁকে হত্যা করেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম পিটিআই-এর তথ্যমতে, ফজলুর রহমানের নেতৃত্বাধীন দেশটির ধর্ম-ভিত্তিক রাজনৈতিক সংগঠন ‘জামিয়াত উলেমা-ই-ইসলাম’ (জেইউআই-এফ) এর ঘনিষ্ঠ ছিলেন শাহ মীর। বেলুচিস্তানেরই খুজদার শহরে জেইউআই-এফ এর দুই নেতাকে হত্যার কয়েক দিনের মধ্যেই শাহ মীরকে হত্যার ঘটনাটি ঘটেছে।
এদিকে আজ রোববার ভারতীয় একাধিক গণমাধ্যম দাবি করেছে, ইরান-পাকিস্তান সীমান্ত থেকে ভারতের সাবেক নৌসেনা কুলভূষণ যাদবকে অপহরণে পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে সাহায্য করেছিলেন মীর। কিন্তু তাঁর মৃত্যুর পর জল্পনা শুরু হয়েছে—এই হত্যার নেপথ্যেও আইএসআই-এর হাত রয়েছে।
পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মীরের হত্যাকাণ্ডে আইএসআই-এর সংযোগ থাকার সন্দেহ খোদ পাকিস্তানেই জোরালো হতে শুরু করেছে। স্থানীয় বেশ কয়েকটি সূত্র দাবি করেছে, আইএসআই-এর ঘনিষ্ঠ হলেও সম্প্রতি মীরের সঙ্গে পাক গুপ্তচর সংস্থাটির দূরত্ব বাড়ছিল। একটা অন্তর্দ্বন্দ্বও চলছিল। ঘটনাচক্রে গত সপ্তাহেই মীরের রাজনৈতিক দল জেইউআই-এফ এর অপর দুই সদস্য রহস্যজনকভাবে খুন হন। সে ক্ষেত্রেও হামলাকারীরা বাইকে করেই এসেছিল এবং খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পুলিশ এই তিনটি ঘটনাকে সুপরিকল্পিত হত্যা বলে দাবি করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, এর আগেও দুবার প্রাণঘাতী হামলা হয়েছিল মীরের ওপর। তবে দুবারই ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবারের হামলায় শেষ রক্ষা হয়নি। পুলিশ মনে করছে, খুন করার আগে আততায়ীরা মীরের গতিবিধির বেশ ভালো করেই নজরদারি চালিয়েছে।
বেলুচিস্তানে মীরের উত্থান একজন ধর্মীয় নেতা হিসাবে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, মীর একজন ধর্মীয় নেতা হলেও আড়ালে নানা রকম বেআইনি কাজ পরিচালনা করতেন বলে অভিযোগ আছে। ধর্মপ্রচারের আড়ালে তিনি অস্ত্র, মাদক এবং মানবপাচারের সঙ্গেও জড়িত ছিলেন।
মীরের বিরুদ্ধে আরও অভিযোগ—বেলুচিস্তানের তরুণ প্রজন্মকে তিনি জঙ্গি দলে যোগ দিতে উৎসাহ দিতেন। শুধু তা-ই নয়, আত্মঘাতী হামলাকারী নির্বাচন করা, অপহরণ এবং বেলুচিস্তানের বহু হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে সন্দেহ করা হয়। এমনকি বেলুচিস্তানের বিদ্রোহীদের সম্পর্কে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে খবরাখবর আদানপ্রদান করতেন এই ধর্মীয় নেতা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, ২০১৬ সালে ইরান-পাকিস্তান সীমান্ত থেকে ভারতীয় সাবেক নৌসেনা কুলভূষণ যাদবকে অপহরণ করেছিলেন জইশ-অল-আদল গোষ্ঠীর প্রধান মোল্লা ওমর ইরানি। পরে ইরানির কাছ থেকে আইএসআই-এর হাতে কুলভূষণকে তুলে দিতে সাহায্য করেছিলেন মীর। ঘটনাচক্রে ২০২০ সালে বেলুচিস্তানের তুরবাতে জইশ-অল-আদল-এর প্রধান ইরানি এবং তাঁর দুই পুত্র খুন হয়েছিলেন। সেই হত্যাকাণ্ডেও আইএসআই-এর হাত ছিল বলে সন্দেহ করা হয়। এবার মীরের খুনের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি ইরানির মতোই আইএসআই-এর শিকার হলেন তিনিও?

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরে গত শুক্রবার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ধর্মীয় পণ্ডিত মুফতি শাহ মীর। খবর অনুযায়ী, মসজিদ থেকে বের হওয়ার সময় সশস্ত্র দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি করে তাঁকে হত্যা করেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম পিটিআই-এর তথ্যমতে, ফজলুর রহমানের নেতৃত্বাধীন দেশটির ধর্ম-ভিত্তিক রাজনৈতিক সংগঠন ‘জামিয়াত উলেমা-ই-ইসলাম’ (জেইউআই-এফ) এর ঘনিষ্ঠ ছিলেন শাহ মীর। বেলুচিস্তানেরই খুজদার শহরে জেইউআই-এফ এর দুই নেতাকে হত্যার কয়েক দিনের মধ্যেই শাহ মীরকে হত্যার ঘটনাটি ঘটেছে।
এদিকে আজ রোববার ভারতীয় একাধিক গণমাধ্যম দাবি করেছে, ইরান-পাকিস্তান সীমান্ত থেকে ভারতের সাবেক নৌসেনা কুলভূষণ যাদবকে অপহরণে পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে সাহায্য করেছিলেন মীর। কিন্তু তাঁর মৃত্যুর পর জল্পনা শুরু হয়েছে—এই হত্যার নেপথ্যেও আইএসআই-এর হাত রয়েছে।
পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মীরের হত্যাকাণ্ডে আইএসআই-এর সংযোগ থাকার সন্দেহ খোদ পাকিস্তানেই জোরালো হতে শুরু করেছে। স্থানীয় বেশ কয়েকটি সূত্র দাবি করেছে, আইএসআই-এর ঘনিষ্ঠ হলেও সম্প্রতি মীরের সঙ্গে পাক গুপ্তচর সংস্থাটির দূরত্ব বাড়ছিল। একটা অন্তর্দ্বন্দ্বও চলছিল। ঘটনাচক্রে গত সপ্তাহেই মীরের রাজনৈতিক দল জেইউআই-এফ এর অপর দুই সদস্য রহস্যজনকভাবে খুন হন। সে ক্ষেত্রেও হামলাকারীরা বাইকে করেই এসেছিল এবং খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পুলিশ এই তিনটি ঘটনাকে সুপরিকল্পিত হত্যা বলে দাবি করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, এর আগেও দুবার প্রাণঘাতী হামলা হয়েছিল মীরের ওপর। তবে দুবারই ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবারের হামলায় শেষ রক্ষা হয়নি। পুলিশ মনে করছে, খুন করার আগে আততায়ীরা মীরের গতিবিধির বেশ ভালো করেই নজরদারি চালিয়েছে।
বেলুচিস্তানে মীরের উত্থান একজন ধর্মীয় নেতা হিসাবে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, মীর একজন ধর্মীয় নেতা হলেও আড়ালে নানা রকম বেআইনি কাজ পরিচালনা করতেন বলে অভিযোগ আছে। ধর্মপ্রচারের আড়ালে তিনি অস্ত্র, মাদক এবং মানবপাচারের সঙ্গেও জড়িত ছিলেন।
মীরের বিরুদ্ধে আরও অভিযোগ—বেলুচিস্তানের তরুণ প্রজন্মকে তিনি জঙ্গি দলে যোগ দিতে উৎসাহ দিতেন। শুধু তা-ই নয়, আত্মঘাতী হামলাকারী নির্বাচন করা, অপহরণ এবং বেলুচিস্তানের বহু হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে সন্দেহ করা হয়। এমনকি বেলুচিস্তানের বিদ্রোহীদের সম্পর্কে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে খবরাখবর আদানপ্রদান করতেন এই ধর্মীয় নেতা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, ২০১৬ সালে ইরান-পাকিস্তান সীমান্ত থেকে ভারতীয় সাবেক নৌসেনা কুলভূষণ যাদবকে অপহরণ করেছিলেন জইশ-অল-আদল গোষ্ঠীর প্রধান মোল্লা ওমর ইরানি। পরে ইরানির কাছ থেকে আইএসআই-এর হাতে কুলভূষণকে তুলে দিতে সাহায্য করেছিলেন মীর। ঘটনাচক্রে ২০২০ সালে বেলুচিস্তানের তুরবাতে জইশ-অল-আদল-এর প্রধান ইরানি এবং তাঁর দুই পুত্র খুন হয়েছিলেন। সেই হত্যাকাণ্ডেও আইএসআই-এর হাত ছিল বলে সন্দেহ করা হয়। এবার মীরের খুনের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি ইরানির মতোই আইএসআই-এর শিকার হলেন তিনিও?

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
৩ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
৪ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৫ ঘণ্টা আগে