
আসছে ২৬ নভেম্বর সবাই চমক দেখতে পাবেন বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। পাকিস্তানি গণমাধ্যমের খবরে জানা যায়, হামলার ঝুঁকি সত্ত্বেও ২৬ তারিখ লং মার্চে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট।
সম্প্রতি আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ‘হাকিকি আজাদ’ নামে লং মার্চ শুরু করে ইমরানের দল পিটিআই। দেশটির ওয়াজিরাবাদ শহরে লং মার্চ চলাকালে গুলিবিদ্ধ হন ইমরান। এরপর কর্মসূচি স্থগিত রাখা হয়। তবে ২৬ নভেম্বর থেকে আবারও শুরু হতে যাচ্ছে লং মার্চ। আর সেদিনই সবাইকে চমকে দিতে চান ইমরান।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় বলেন, ‘আমি জানি আমার জীবন হুমকির মুখে রয়েছে। আবারও হামলা হতে পারে। তবে আমি রাওয়ালপিন্ডি যাব।’ পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে পিটিআই প্রধান বলেন, ‘এ সম্পর্কিত কর্মপরিকল্পনা দ্রুত প্রকাশ করা হবে। তবে ২৬ তারিখ চমক রয়েছে সবার জন্য।’
গত ৩ নভেম্বর পাকিস্তানের পূর্বাঞ্চলে চলমান লংমার্চে ইমরান খানের গাড়িবহরে গুলি চালানো হয়। এ সময় ইমরানসহ আরও বেশ কয়েকজন নেতা কর্মী আহত হন।
এদিকে ইমরান খানের ওপর ফের হামলার হুমকি রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। এর আগে হাইকোর্টের বিচারপতি আমির ফারুক গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বলেন ইমরান খানের ওপর আবারও হামলা হতে পারে। পিটিআইকে ইসলামাবাদে সমাবেশ করার অনুমতি চেয়ে একটি নতুন আবেদনও জমা দিতে বলেন বিচারপতি। এ ছাড়া ইমরানের লং মার্চে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

আসছে ২৬ নভেম্বর সবাই চমক দেখতে পাবেন বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। পাকিস্তানি গণমাধ্যমের খবরে জানা যায়, হামলার ঝুঁকি সত্ত্বেও ২৬ তারিখ লং মার্চে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট।
সম্প্রতি আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ‘হাকিকি আজাদ’ নামে লং মার্চ শুরু করে ইমরানের দল পিটিআই। দেশটির ওয়াজিরাবাদ শহরে লং মার্চ চলাকালে গুলিবিদ্ধ হন ইমরান। এরপর কর্মসূচি স্থগিত রাখা হয়। তবে ২৬ নভেম্বর থেকে আবারও শুরু হতে যাচ্ছে লং মার্চ। আর সেদিনই সবাইকে চমকে দিতে চান ইমরান।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় বলেন, ‘আমি জানি আমার জীবন হুমকির মুখে রয়েছে। আবারও হামলা হতে পারে। তবে আমি রাওয়ালপিন্ডি যাব।’ পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে পিটিআই প্রধান বলেন, ‘এ সম্পর্কিত কর্মপরিকল্পনা দ্রুত প্রকাশ করা হবে। তবে ২৬ তারিখ চমক রয়েছে সবার জন্য।’
গত ৩ নভেম্বর পাকিস্তানের পূর্বাঞ্চলে চলমান লংমার্চে ইমরান খানের গাড়িবহরে গুলি চালানো হয়। এ সময় ইমরানসহ আরও বেশ কয়েকজন নেতা কর্মী আহত হন।
এদিকে ইমরান খানের ওপর ফের হামলার হুমকি রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। এর আগে হাইকোর্টের বিচারপতি আমির ফারুক গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বলেন ইমরান খানের ওপর আবারও হামলা হতে পারে। পিটিআইকে ইসলামাবাদে সমাবেশ করার অনুমতি চেয়ে একটি নতুন আবেদনও জমা দিতে বলেন বিচারপতি। এ ছাড়া ইমরানের লং মার্চে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৫ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৫ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৬ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৮ ঘণ্টা আগে