
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির গুজরাটের সন্ত্রাসবিরোধী আদালত। বিচার বিভাগ ও সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার মামলায় তাঁর বিরুদ্ধে গতকাল শুক্রবার এই পরোয়ানা জারি করা হয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক রানা জাহিদ এ পরোয়ানা জারি করেছেন।
গত বছরের আগস্টে সানাউল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দায়ের করা হয়েছিল। প্রথম তথ্য প্রতিবেদনে (এফআইআর) বলা হয়েছে, ২০২১ সালের ১৫ এপ্রিল এবং ২০২২ সালের ২৯ জানুয়ারি রানা সানাউল্লাহ জনসভায় বক্তৃতা দেওয়ার সময় পাঞ্জাবের পুলিশ কর্মকর্তাদের সন্তানদের হত্যার হুমকি দিয়েছেন। শুক্রবার গুজরাটের সন্ত্রাসবিরোধী আদালত মামলাটি গ্রহণ করেছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শুনানির শুরুতে মন্ত্রীর নাম বাদ দিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করে পুলিশ। বিচারক প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন এবং গুজরাটের এসপি (তদন্ত), পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং তদন্তকারী কর্মকর্তাকে নোটিশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৭ মার্চ মন্ত্রীকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।
মামলার একটি অনুলিপি ডনের হাতে এসেছে। ডন জানিয়েছে, শেখ শেকাজ আসলাম নামের এক ব্যক্তি সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারা, ৩৫৩ ধারা, ১৮৯ ধারা ও ৫০৬ ধারায় মন্ত্রীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।
মামলায় বলা হয়েছে, ‘সানাউল্লাহর বক্তব্যের উদ্দেশ্য ছিল বিচার বিভাগ, পাঞ্জাবের মুখ্য সচিব, কমিশনার এবং দেশের জনগণকে আতঙ্কিত করা। তাঁর উদ্দেশ্য ছিল কর্মকর্তাদের কাজ থেকে বিরত রাখা এবং তাদের আইনগত দায়িত্ব পালনে বাধা দেওয়া।’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির গুজরাটের সন্ত্রাসবিরোধী আদালত। বিচার বিভাগ ও সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার মামলায় তাঁর বিরুদ্ধে গতকাল শুক্রবার এই পরোয়ানা জারি করা হয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক রানা জাহিদ এ পরোয়ানা জারি করেছেন।
গত বছরের আগস্টে সানাউল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দায়ের করা হয়েছিল। প্রথম তথ্য প্রতিবেদনে (এফআইআর) বলা হয়েছে, ২০২১ সালের ১৫ এপ্রিল এবং ২০২২ সালের ২৯ জানুয়ারি রানা সানাউল্লাহ জনসভায় বক্তৃতা দেওয়ার সময় পাঞ্জাবের পুলিশ কর্মকর্তাদের সন্তানদের হত্যার হুমকি দিয়েছেন। শুক্রবার গুজরাটের সন্ত্রাসবিরোধী আদালত মামলাটি গ্রহণ করেছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শুনানির শুরুতে মন্ত্রীর নাম বাদ দিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করে পুলিশ। বিচারক প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন এবং গুজরাটের এসপি (তদন্ত), পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং তদন্তকারী কর্মকর্তাকে নোটিশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৭ মার্চ মন্ত্রীকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।
মামলার একটি অনুলিপি ডনের হাতে এসেছে। ডন জানিয়েছে, শেখ শেকাজ আসলাম নামের এক ব্যক্তি সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারা, ৩৫৩ ধারা, ১৮৯ ধারা ও ৫০৬ ধারায় মন্ত্রীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।
মামলায় বলা হয়েছে, ‘সানাউল্লাহর বক্তব্যের উদ্দেশ্য ছিল বিচার বিভাগ, পাঞ্জাবের মুখ্য সচিব, কমিশনার এবং দেশের জনগণকে আতঙ্কিত করা। তাঁর উদ্দেশ্য ছিল কর্মকর্তাদের কাজ থেকে বিরত রাখা এবং তাদের আইনগত দায়িত্ব পালনে বাধা দেওয়া।’

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৩ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৪ ঘণ্টা আগে