
তোষাখানা মামলায় আগামী পাঁচ বছরের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ ঘোষিত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যেসব আসনে জিতেছিলেন সেগুলোতে উপনির্বাচন হওয়ার কথা। পাকিস্তান জাতীয় পরিষদের এমনই একটি আসন মিয়ানওয়ালী। সম্প্রতি সেই আসনে উপনির্বাচনে নির্বাচন কমিশনকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার ইসলামাবাদ হাইকোর্ট এই নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশনা অনুসারে পাকিস্তান জাতীয় পরিষদের ৯৫ নম্বর আসন মিয়ানওয়ালীতে এখনই উপনির্বাচন করা যাবে না। পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের প্রধান (পিটিআই) ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিষয়ে শুনানি করতে গিয়ে আদালত এই নির্দেশ দেন।
তোষাখানা মামলায় ইমরানকে অযোগ্য ঘোষণার পর পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটির সংবিধানের অনুচ্ছেদ ৬৩ (১) অনুসারে গত ২৪ অক্টোবর ইমরানকে জাতীয় পরিষদের ৯৫ নম্বর আসন মিয়ানওয়ালীকে শূন্য ঘোষণা করে। পরে সেই নোটিশের পরপরই ইমরান খানের পক্ষ থেকে ইসলামাবাদ হাইকোর্টে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জকে আবেদন করা হয়।
এর আগে, গত ২১ অক্টোবর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ইমরান খানকে অযোগ্য ঘোষণা করে। সে সময় ইসিপি জানিয়েছিল—পিটিআইয়ের চেয়ারম্যান এখন থেকে আর জাতীয় পরিষদের সদস্য নন। পরদিন ২২ অক্টোবর ইমরান খান ইসিপির সিদ্ধান্তে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন করেন। পরে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জানায়, ইমরান খানের উপনির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।
উল্লেখ্য, সরকারি তোষাখানায় থাকা উপহার সামগ্রী এবং বিক্রয় থেকে আয়ের বিশদ বিবরণ প্রকাশ না করার অভিযোগে ক্ষমতাসীন জোট সরকার গত আগস্টে ইমরান খানের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ দেয়। তিনি পরে সেটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার কাছে পাঠান। সেই অভিযোগের ভিত্তিতেই কমিশন ইমরান খানকে ৫ বছরের জন্য নির্বাচনের অযোগ্য বলে ঘোষণা করে।

তোষাখানা মামলায় আগামী পাঁচ বছরের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ ঘোষিত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যেসব আসনে জিতেছিলেন সেগুলোতে উপনির্বাচন হওয়ার কথা। পাকিস্তান জাতীয় পরিষদের এমনই একটি আসন মিয়ানওয়ালী। সম্প্রতি সেই আসনে উপনির্বাচনে নির্বাচন কমিশনকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার ইসলামাবাদ হাইকোর্ট এই নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশনা অনুসারে পাকিস্তান জাতীয় পরিষদের ৯৫ নম্বর আসন মিয়ানওয়ালীতে এখনই উপনির্বাচন করা যাবে না। পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের প্রধান (পিটিআই) ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিষয়ে শুনানি করতে গিয়ে আদালত এই নির্দেশ দেন।
তোষাখানা মামলায় ইমরানকে অযোগ্য ঘোষণার পর পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটির সংবিধানের অনুচ্ছেদ ৬৩ (১) অনুসারে গত ২৪ অক্টোবর ইমরানকে জাতীয় পরিষদের ৯৫ নম্বর আসন মিয়ানওয়ালীকে শূন্য ঘোষণা করে। পরে সেই নোটিশের পরপরই ইমরান খানের পক্ষ থেকে ইসলামাবাদ হাইকোর্টে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জকে আবেদন করা হয়।
এর আগে, গত ২১ অক্টোবর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ইমরান খানকে অযোগ্য ঘোষণা করে। সে সময় ইসিপি জানিয়েছিল—পিটিআইয়ের চেয়ারম্যান এখন থেকে আর জাতীয় পরিষদের সদস্য নন। পরদিন ২২ অক্টোবর ইমরান খান ইসিপির সিদ্ধান্তে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন করেন। পরে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জানায়, ইমরান খানের উপনির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।
উল্লেখ্য, সরকারি তোষাখানায় থাকা উপহার সামগ্রী এবং বিক্রয় থেকে আয়ের বিশদ বিবরণ প্রকাশ না করার অভিযোগে ক্ষমতাসীন জোট সরকার গত আগস্টে ইমরান খানের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ দেয়। তিনি পরে সেটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার কাছে পাঠান। সেই অভিযোগের ভিত্তিতেই কমিশন ইমরান খানকে ৫ বছরের জন্য নির্বাচনের অযোগ্য বলে ঘোষণা করে।

ইরানে আন্দোলনকারীদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমানঘাঁটি ‘আল-উদেইদ’ থেকে কিছু...
১৩ মিনিট আগে
ইরানে চলমান কঠোর দমন–পীড়নের মধ্যে দেশটি ছেড়ে তুরস্কে প্রবেশ করছেন বহু ইরানি নাগরিক। বুধবার ইরান–তুরস্ক সীমান্তের কাপিকয় সীমান্ত ফটক দিয়ে ডজনখানেক ইরানি পরিবার ও ব্যক্তি তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে প্রবেশ করেন।
২৬ মিনিট আগে
মার্কিন দূতাবাসের এক পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ঢেউ তুলেছেন মালয়েশীয়রা। অনেকেই ঠাট্টা করে বলছেন, ‘আমাদের দেশে কোনো তেল নেই, ট্রাম্প প্রশাসন যেন মালয়েশিয়ায় কুনজর না দেয়।’
৩৮ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার অপসারিত ও অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দাবি করেছেন দেশটির বিশেষ কৌঁসুলিরা। সিউলের একটি আদালতে তাঁরা এই শাস্তির আবেদন জানান। ২০২৪ সালের শেষ দিকে ব্যর্থ সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল চেষ্টার অভিযোগে
১ ঘণ্টা আগে