
বড় বিপদ থেকে বেঁচে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। বর্তমানে রয়েছেন শঙ্কামুক্ত। ইমরান খান প্রাণে বেঁচে যাওয়ায় তাঁর প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ইমরানকে বাঁচাতে এগিয়ে আসা যুবকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আজ শুক্রবার টুইটারে ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ লেখেন, আমাদের সন্তানদের পক্ষ থেকে ওই সাহসী যুবককে ধন্যবাদ জানাই, যিনি ভিড়ের মাঝে অস্ত্রধারীদের সামনে থেকে ইমরানকে বাঁচিয়েছেন।
এর আগে লাহোরের শওকত খানম হাসপাতালের বাইরে ডা. ফায়সাল সুলতান সাংবাদিকদের বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে শঙ্কামুক্ত আছেন। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। এক্স-রে এবং স্ক্যানে দেখা গেছে, ইমরানের গুলিবিদ্ধ পায়ে বুলেটের টুকরা রয়ে গেছে। বুলেটের টুকরা বের করার জন্য তাঁকে অপারেশনের থিয়েটারে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ইমরান খানের ওপর সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী রওফ হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দ্বিতীয় আরেকজন হামলাকারীকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।’ তবে, মূল হামলাকারী কে সে বিষয়ে রওফ কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।
প্রসঙ্গত, জেমিমা গোল্ডস্মিথ হলেন ইমরান খানের প্রথম স্ত্রী। ১৯৯৫ সালে যুক্তরাজ্যের নাগরিক জেমিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান খান। পরে অবশ্য ২০০৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। জেমিমা গোল্ডস্মিথ বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করেন।
আরও পড়ুন:

বড় বিপদ থেকে বেঁচে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। বর্তমানে রয়েছেন শঙ্কামুক্ত। ইমরান খান প্রাণে বেঁচে যাওয়ায় তাঁর প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ইমরানকে বাঁচাতে এগিয়ে আসা যুবকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আজ শুক্রবার টুইটারে ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ লেখেন, আমাদের সন্তানদের পক্ষ থেকে ওই সাহসী যুবককে ধন্যবাদ জানাই, যিনি ভিড়ের মাঝে অস্ত্রধারীদের সামনে থেকে ইমরানকে বাঁচিয়েছেন।
এর আগে লাহোরের শওকত খানম হাসপাতালের বাইরে ডা. ফায়সাল সুলতান সাংবাদিকদের বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে শঙ্কামুক্ত আছেন। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। এক্স-রে এবং স্ক্যানে দেখা গেছে, ইমরানের গুলিবিদ্ধ পায়ে বুলেটের টুকরা রয়ে গেছে। বুলেটের টুকরা বের করার জন্য তাঁকে অপারেশনের থিয়েটারে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ইমরান খানের ওপর সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী রওফ হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দ্বিতীয় আরেকজন হামলাকারীকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।’ তবে, মূল হামলাকারী কে সে বিষয়ে রওফ কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।
প্রসঙ্গত, জেমিমা গোল্ডস্মিথ হলেন ইমরান খানের প্রথম স্ত্রী। ১৯৯৫ সালে যুক্তরাজ্যের নাগরিক জেমিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান খান। পরে অবশ্য ২০০৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। জেমিমা গোল্ডস্মিথ বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করেন।
আরও পড়ুন:

লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
২ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৩ ঘণ্টা আগে
লাতিন আমেরিকায় দেশ ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক হস্তক্ষেপের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার প্রেসিডেন্ট করার একটি প্রস্তাবের জবাবে ট্রাম্প বলেছেন, বিষয়টি তাঁর কাছে বেশ পছন্দ হয়েছে। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল
৩ ঘণ্টা আগে