
এবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) ভোরে কুরেশিকে গিলগিট বালতিস্তানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদ পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ।
এর আগে বুধবার গভীর রাতে পিটিআইয়ের মহাসচিব আসাদ উমরকে গ্রেপ্তার করা হয়। পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে জামশেদ ইকবাল চিমা, ফালাকনাজ চিত্রালি, মুসাররাত জামশেদ চিমা ও মালেকা বোখারিকে।
এক টুইটার পোস্টে ইসলামাবাদ পুলিশ জানায়, সহিংস বিক্ষোভ উসকে দেওয়ার অভিযোগে পিটিআই নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গুজব ছড়ালে এবং সহিংসতা উসকে দিলে ভবিষ্যতে আরও অনেককে গ্রেপ্তার করা হতে পারে বলে সতর্ক করে পুলিশ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকেই বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইমরান সমর্থকদের সংঘর্ষে এখন পর্যন্ত বেশ কয়েকজনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ৩০০ জন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২ হাজার বিক্ষোভকারীকে।
এর আগে গত মঙ্গলবার পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধাসামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনএবি। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একটি বিশেষ আদালত। গতকাল বুধবার তাঁকে ওই আদালতে নেওয়া হয়।

এবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) ভোরে কুরেশিকে গিলগিট বালতিস্তানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদ পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ।
এর আগে বুধবার গভীর রাতে পিটিআইয়ের মহাসচিব আসাদ উমরকে গ্রেপ্তার করা হয়। পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে জামশেদ ইকবাল চিমা, ফালাকনাজ চিত্রালি, মুসাররাত জামশেদ চিমা ও মালেকা বোখারিকে।
এক টুইটার পোস্টে ইসলামাবাদ পুলিশ জানায়, সহিংস বিক্ষোভ উসকে দেওয়ার অভিযোগে পিটিআই নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গুজব ছড়ালে এবং সহিংসতা উসকে দিলে ভবিষ্যতে আরও অনেককে গ্রেপ্তার করা হতে পারে বলে সতর্ক করে পুলিশ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকেই বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইমরান সমর্থকদের সংঘর্ষে এখন পর্যন্ত বেশ কয়েকজনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ৩০০ জন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২ হাজার বিক্ষোভকারীকে।
এর আগে গত মঙ্গলবার পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধাসামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনএবি। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একটি বিশেষ আদালত। গতকাল বুধবার তাঁকে ওই আদালতে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
২ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৪ ঘণ্টা আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
৪ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
৪ ঘণ্টা আগে