
দলীয় কর্মসূচি হাকিকি আজাদি লংমার্চে গুলিবিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান। এর থেকে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে সম্প্রতি সুস্থ হয়েই আবারও রাজনীতির ময়দানে ফিরে এসেছেন তিনি। স্থানীয় সময় আজ শনিবার রাওয়ালপিন্ডিতে দলীয় সমাবেশে ভাষণও দিয়েছেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাহোর থেকে হেলিকপ্টারে করে রাওয়ালপিন্ডিতে পৌঁছান তিনি। পরে সেখানে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান দলীয় সমাবেশে ভাষণ দেন।
এর আগে, আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হাকিকি আজাদি লংমার্চ নিয়ে যাওয়ার পথে দেশটির পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে গত ৩ নভেম্বর গুলিবিদ্ধ হন তিনি। এর পর থেকেই লাহোরের শওকত খানম মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে থেকেই অনলাইনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যুক্ত ছিলেন। এখন কিছুটা সুস্থ হওয়ায় আবারও সশরীরে যোগ দিয়েছেন তিনি।
এর আগে ইমরানের জনসমাবেশে সন্ত্রাসী হামলার আশঙ্কায় লংমার্চ স্থগিত রাখার আহ্বান জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। জবাবে ইমরান খান এক টুইটে, তাঁর রাওয়ালপিন্ডির সমাবেশে যোগ দেওয়ার বিষয়টি জানান। তিনি টুইটে লিখেন, ‘আমার জীবন শঙ্কার মধ্যে থাকা সত্ত্বেও দেশের মানুষের কথা চিন্তা করে রাওয়ালপিন্ডি যাব আমি।’ তিনি জানান, তাঁর বিশ্বাস দেশের মানুষ তাঁর জন্য রাওয়ালপিন্ডিতে আসবেন।
এদিকে, রাওয়ালপিন্ডির সমাবেশকে ঘিরে দেশটিতে উত্তেজনা তৈরি হয়েছে। মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী ইসলামাবাদে পিটিআই সমর্থকদের ঢুকে আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে সরকার। ইসলামাবাদের প্রবেশদ্বারে কনটেইনার দিয়ে রাখা হয়।

দলীয় কর্মসূচি হাকিকি আজাদি লংমার্চে গুলিবিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান। এর থেকে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে সম্প্রতি সুস্থ হয়েই আবারও রাজনীতির ময়দানে ফিরে এসেছেন তিনি। স্থানীয় সময় আজ শনিবার রাওয়ালপিন্ডিতে দলীয় সমাবেশে ভাষণও দিয়েছেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাহোর থেকে হেলিকপ্টারে করে রাওয়ালপিন্ডিতে পৌঁছান তিনি। পরে সেখানে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান দলীয় সমাবেশে ভাষণ দেন।
এর আগে, আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হাকিকি আজাদি লংমার্চ নিয়ে যাওয়ার পথে দেশটির পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে গত ৩ নভেম্বর গুলিবিদ্ধ হন তিনি। এর পর থেকেই লাহোরের শওকত খানম মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে থেকেই অনলাইনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যুক্ত ছিলেন। এখন কিছুটা সুস্থ হওয়ায় আবারও সশরীরে যোগ দিয়েছেন তিনি।
এর আগে ইমরানের জনসমাবেশে সন্ত্রাসী হামলার আশঙ্কায় লংমার্চ স্থগিত রাখার আহ্বান জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। জবাবে ইমরান খান এক টুইটে, তাঁর রাওয়ালপিন্ডির সমাবেশে যোগ দেওয়ার বিষয়টি জানান। তিনি টুইটে লিখেন, ‘আমার জীবন শঙ্কার মধ্যে থাকা সত্ত্বেও দেশের মানুষের কথা চিন্তা করে রাওয়ালপিন্ডি যাব আমি।’ তিনি জানান, তাঁর বিশ্বাস দেশের মানুষ তাঁর জন্য রাওয়ালপিন্ডিতে আসবেন।
এদিকে, রাওয়ালপিন্ডির সমাবেশকে ঘিরে দেশটিতে উত্তেজনা তৈরি হয়েছে। মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী ইসলামাবাদে পিটিআই সমর্থকদের ঢুকে আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে সরকার। ইসলামাবাদের প্রবেশদ্বারে কনটেইনার দিয়ে রাখা হয়।

ইরানে আন্দোলনকারীদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমানঘাঁটি ‘আল-উদেইদ’ থেকে কিছু...
১ ঘণ্টা আগে
ইরানে চলমান কঠোর দমন–পীড়নের মধ্যে দেশটি ছেড়ে তুরস্কে প্রবেশ করছেন বহু ইরানি নাগরিক। বুধবার ইরান–তুরস্ক সীমান্তের কাপিকয় সীমান্ত ফটক দিয়ে ডজনখানেক ইরানি পরিবার ও ব্যক্তি তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে প্রবেশ করেন।
১ ঘণ্টা আগে
মার্কিন দূতাবাসের এক পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ঢেউ তুলেছেন মালয়েশীয়রা। অনেকেই ঠাট্টা করে বলছেন, ‘আমাদের দেশে কোনো তেল নেই, ট্রাম্প প্রশাসন যেন মালয়েশিয়ায় কুনজর না দেয়।’
১ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার অপসারিত ও অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দাবি করেছেন দেশটির বিশেষ কৌঁসুলিরা। সিউলের একটি আদালতে তাঁরা এই শাস্তির আবেদন জানান। ২০২৪ সালের শেষ দিকে ব্যর্থ সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল চেষ্টার অভিযোগে
১ ঘণ্টা আগে