
পাকিস্তানের উত্তরের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত আরও ২১ জন হাসপাতালে ভর্তি আছেন। আজ শুক্রবার ভোরে গিলগিত-বালতিস্তান প্রদেশের কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি রাওয়ালপিন্ডি থেকে উত্তরের পাহাড়ি অঞ্চল গিলগিত-বালতিস্তানে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে দিয়ামার জেলার কারাকোরাম হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে।
দিয়ামার জেলার উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তা বলেন, বেসরকারি মালিকানাধীন বাসটি গিলগিত-বালতিস্তানের দিয়াম জেলার ওপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেটি গুনার ফার্মের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদের তীরে গিয়ে পড়ে।
গিলগিত-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারুকি জানান, বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। নিহত ২০ জনের মধ্যে তিনজন নারী রয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন থেকে উদ্ধার অভিযান শুরু হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে ৩৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর কয়েকজন মারা গেছেন বলে জানান একজন উদ্ধারকর্মী। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ হয়েছে।
এখনো যে ২১ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এই দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পৃথক বিবৃতিতে শোক প্রোশ করেছেন। তাঁরা হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের উত্তরের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত আরও ২১ জন হাসপাতালে ভর্তি আছেন। আজ শুক্রবার ভোরে গিলগিত-বালতিস্তান প্রদেশের কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি রাওয়ালপিন্ডি থেকে উত্তরের পাহাড়ি অঞ্চল গিলগিত-বালতিস্তানে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে দিয়ামার জেলার কারাকোরাম হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে।
দিয়ামার জেলার উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তা বলেন, বেসরকারি মালিকানাধীন বাসটি গিলগিত-বালতিস্তানের দিয়াম জেলার ওপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেটি গুনার ফার্মের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদের তীরে গিয়ে পড়ে।
গিলগিত-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারুকি জানান, বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। নিহত ২০ জনের মধ্যে তিনজন নারী রয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন থেকে উদ্ধার অভিযান শুরু হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে ৩৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর কয়েকজন মারা গেছেন বলে জানান একজন উদ্ধারকর্মী। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ হয়েছে।
এখনো যে ২১ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এই দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পৃথক বিবৃতিতে শোক প্রোশ করেছেন। তাঁরা হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

এমিরেটলিকস নামের এক অনুসন্ধানী প্ল্যাটফর্মের হাতে আসা ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধের পুরো সময়জুড়ে ইসরায়েলকে সরাসরি সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগর এলাকায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক
৩৪ মিনিট আগে
তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে কিছু চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের ওপর নানাবিধ বিধিনিষেধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। গত শুক্রবার হার্ভার্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাণিজ্য
১ ঘণ্টা আগে
গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে