
ধর্ম অবমাননার (ব্লাসফেমি) অভিযোগে এক স্কুল শিক্ষিকাকে হত্যার খবর পাওয়া গেছে। দেশটির একটি ধর্মীয় নারী বিদ্যালয়ের এক শিক্ষককে তাঁরই নারী সহকর্মী ও দুই শিক্ষার্থী হত্যা করেছে। দেশটিতে খুবই স্পর্শকাতর ‘ব্লাসফেমি’র অভিযোগে এটিই সর্বশেষ হত্যাকাণ্ড। গত মঙ্গলবার আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই নারী বিদ্যালয়ের দুই ছাত্রী ও তাঁদের শিক্ষিকা নিহত সফুরা বিবির ওপর স্কুলের মূল ফটকে ছুরি ও লাঠি নিয়ে অতর্কিত হামলা করে।
পুলিশ কর্মকর্তা সাগির আহমেদ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘গলা কাটার পর তাঁর মৃত্যু হয়েছে।’
পুলিশ আরও জানিয়েছে, হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন নিহত সফুরার সহকর্মী। তাঁরা দুজনই ডেরা ইসমাইল খানের অন্তর্গত জামিয়া ইসলামিয়া ফালাহুল বিনাত নাম এক নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করতেন। ওই শিক্ষিকা ওই শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত তাঁর দুই ভাগ্নির সঙ্গে মিলে এই অপরাধের পরিকল্পনা করেছিল।
হত্যাকাণ্ডে জড়িত দুই শিক্ষার্থী পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাঁদের এক আত্মীয় স্বপ্নে দেখেছেন—তাঁদের ওই শিক্ষিকা (সফুরা) নবী মুহাম্মদ সা.-এর বিরুদ্ধে ‘নিন্দা করেছেন’। তাই তাঁরা তাকে হত্যা করেছে।
তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, তাঁরা ঘটনার মূল সন্দেহভাজন ওমরা আমানের সঙ্গে নিহতের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, গত বছর পাকিস্তানে কর্মরত এক শ্রীলঙ্কান নাগরিককে ধর্ম অবমাননার অভিযোগে সাধারণ জনতা পিটিয়ে হত্যা করে আগুনে পুড়িয়ে দেয়।

ধর্ম অবমাননার (ব্লাসফেমি) অভিযোগে এক স্কুল শিক্ষিকাকে হত্যার খবর পাওয়া গেছে। দেশটির একটি ধর্মীয় নারী বিদ্যালয়ের এক শিক্ষককে তাঁরই নারী সহকর্মী ও দুই শিক্ষার্থী হত্যা করেছে। দেশটিতে খুবই স্পর্শকাতর ‘ব্লাসফেমি’র অভিযোগে এটিই সর্বশেষ হত্যাকাণ্ড। গত মঙ্গলবার আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই নারী বিদ্যালয়ের দুই ছাত্রী ও তাঁদের শিক্ষিকা নিহত সফুরা বিবির ওপর স্কুলের মূল ফটকে ছুরি ও লাঠি নিয়ে অতর্কিত হামলা করে।
পুলিশ কর্মকর্তা সাগির আহমেদ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘গলা কাটার পর তাঁর মৃত্যু হয়েছে।’
পুলিশ আরও জানিয়েছে, হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন নিহত সফুরার সহকর্মী। তাঁরা দুজনই ডেরা ইসমাইল খানের অন্তর্গত জামিয়া ইসলামিয়া ফালাহুল বিনাত নাম এক নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করতেন। ওই শিক্ষিকা ওই শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত তাঁর দুই ভাগ্নির সঙ্গে মিলে এই অপরাধের পরিকল্পনা করেছিল।
হত্যাকাণ্ডে জড়িত দুই শিক্ষার্থী পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাঁদের এক আত্মীয় স্বপ্নে দেখেছেন—তাঁদের ওই শিক্ষিকা (সফুরা) নবী মুহাম্মদ সা.-এর বিরুদ্ধে ‘নিন্দা করেছেন’। তাই তাঁরা তাকে হত্যা করেছে।
তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, তাঁরা ঘটনার মূল সন্দেহভাজন ওমরা আমানের সঙ্গে নিহতের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, গত বছর পাকিস্তানে কর্মরত এক শ্রীলঙ্কান নাগরিককে ধর্ম অবমাননার অভিযোগে সাধারণ জনতা পিটিয়ে হত্যা করে আগুনে পুড়িয়ে দেয়।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সমর্থকদের কাছে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর বিপুল বিজয় ৪০ বছরের শাসনেরই এক ধরনের স্বীকৃতি। নির্বাচনে তিনি পেয়েছেন ৭২ শতাংশ ভোট। এটি তাঁর সর্বোচ্চ প্রাপ্ত ভোটের কাছাকাছি। ১৯৯৬ সালে উগান্ডার প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৪ শতাংশ ভোট।
১১ মিনিট আগে
ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৪ ঘণ্টা আগে