
পাকিস্তানের লাহোরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশে পুলিশি অভিযানে এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) পিটিআইয়ের বিক্ষোভ সমাবেশ চলাকালে ব্যাপক ধরপাকড় চালায় পাঞ্জাব পুলিশ। নিহত পিটিআই কর্মীর নাম আলি বিলাল। পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় বিলালের।
দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা করায় বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন পিটিআই কর্মীরা। বুধবার প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে লাহোরে সমাবেশ করে পিটিআই। এর আগে জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তান সরকার। লাহোরে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। তবে তা অমান্য করেই সমাবেশে অংশ নেন হাজার হাজার পিটিআই নেতা-কর্মী।
পিটিআই বলছে, বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণ হলেও অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে পুলিশ ও পিটিআই কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়ে সমাবেশ ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এদিন পুলিশের অভিযানে অনেকেই আহত হয়েছেন। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।
পিটিআই নেতা-কর্মীদের একটাই কথা, ইমরান খানকে কোনোভাবেই গ্রেপ্তার করতে দেওয়া হবে না। তাঁকে গ্রেপ্তার করতে হলে আগে নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে হবে।
এদিকে আলি বিলাল নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইমরান খান। এক টুইটে তিনি বলেন, ‘বিলাল পিটিআইয়ের নিরস্ত্র, নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। পাঞ্জাব পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। সমাবেশে যোগ দিতে আসা নিরস্ত্র পিটিআই কর্মীদের ওপর পুলিশের এই বর্বরতা অন্তত লজ্জাজনক।’
উল্লেখ্য, তোষাখানা মামলায় গ্রেপ্তার হতে পারেন ইমরান খান। গত রোববারই লাহোরে এমন গুঞ্জন শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত শূন্য হাতেই ফিরতে হয়েছিল পুলিশকে। ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ, ১৩ মার্চ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না। তবে ওই দিন সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে আদালতের সামনে হাজির হতে হবে।

পাকিস্তানের লাহোরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশে পুলিশি অভিযানে এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) পিটিআইয়ের বিক্ষোভ সমাবেশ চলাকালে ব্যাপক ধরপাকড় চালায় পাঞ্জাব পুলিশ। নিহত পিটিআই কর্মীর নাম আলি বিলাল। পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় বিলালের।
দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা করায় বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন পিটিআই কর্মীরা। বুধবার প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে লাহোরে সমাবেশ করে পিটিআই। এর আগে জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তান সরকার। লাহোরে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। তবে তা অমান্য করেই সমাবেশে অংশ নেন হাজার হাজার পিটিআই নেতা-কর্মী।
পিটিআই বলছে, বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণ হলেও অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে পুলিশ ও পিটিআই কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়ে সমাবেশ ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এদিন পুলিশের অভিযানে অনেকেই আহত হয়েছেন। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।
পিটিআই নেতা-কর্মীদের একটাই কথা, ইমরান খানকে কোনোভাবেই গ্রেপ্তার করতে দেওয়া হবে না। তাঁকে গ্রেপ্তার করতে হলে আগে নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে হবে।
এদিকে আলি বিলাল নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইমরান খান। এক টুইটে তিনি বলেন, ‘বিলাল পিটিআইয়ের নিরস্ত্র, নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। পাঞ্জাব পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। সমাবেশে যোগ দিতে আসা নিরস্ত্র পিটিআই কর্মীদের ওপর পুলিশের এই বর্বরতা অন্তত লজ্জাজনক।’
উল্লেখ্য, তোষাখানা মামলায় গ্রেপ্তার হতে পারেন ইমরান খান। গত রোববারই লাহোরে এমন গুঞ্জন শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত শূন্য হাতেই ফিরতে হয়েছিল পুলিশকে। ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ, ১৩ মার্চ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না। তবে ওই দিন সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে আদালতের সামনে হাজির হতে হবে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
১৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩০ মিনিট আগে
ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৭ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৯ ঘণ্টা আগে