আজকের পত্রিকা ডেস্ক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, নিজেদের ক্ষমতা নিয়ে ভারতের যে দম্ভ ছিল, রাফাল জেটের সঙ্গে সেটাও ভূপাতিত হয়ে গেছে। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ভারতের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৬-৭ মে রাতের ঘটনায় ভারতের বহু রাফাল জেট ভূপাতিত হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বেশ কিছু অংশে হামলা চালিয়েছে ভারত। এই হামলায় এখন পর্যন্ত ভারতের ১৫ জন ও পাকিস্তানের ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পাকিস্তান কর্তৃক ভারতের রাফাল জেট ভূপাতিত হওয়ার বিষয়টি চাউর হলে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা শুরু হয়। অনেকে মজা করে বলেন, এই রাফাল জেটেই হয়তো সমস্যা ছিল।
সংসদ অধিবেশনে এ বিষয়ে কথা বলতে গিয়ে ইসহাক দার বলেন, সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী ফরাসিরা বলেছেন, সমস্যা রাফাল জেটে ছিল না, বরং ভারতীয় পাইলটদেরই সমস্যা ছিল।
দার জানান, ভারত যদি আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান কঠোর জবাব দেবে। তিনি বলেন, ‘আমাদের যুদ্ধ শুরু না করার সিদ্ধান্ত ছিল। জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তান কেবল ভারতের হামলারই জবাব দেবে। এ ছাড়া কিছু করবে না।’
ইসহাক দার বলেন, ‘আমরা ভারতকে স্পষ্ট করে দিয়েছি, যদি তারা তাদের আগ্রাসী মনোভাব ত্যাগ করে, তবেই সংলাপ করা যেতে পারে।’
দার আরও বলেন, ‘আমরা পেহেলগাম হামলার বিষয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের কথা বলেছি। এই প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের প্রশংসা করেছে। আমরা ৪০টির বেশি দেশকে পাকিস্তানের অবস্থান সম্পর্কে ব্রিফিং করেছি।’ বর্তমান উত্তেজনার পেছনে ভারতের বিদ্বেষপূর্ণ অবস্থানকে দায়ী করেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, নিজেদের ক্ষমতা নিয়ে ভারতের যে দম্ভ ছিল, রাফাল জেটের সঙ্গে সেটাও ভূপাতিত হয়ে গেছে। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ভারতের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৬-৭ মে রাতের ঘটনায় ভারতের বহু রাফাল জেট ভূপাতিত হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বেশ কিছু অংশে হামলা চালিয়েছে ভারত। এই হামলায় এখন পর্যন্ত ভারতের ১৫ জন ও পাকিস্তানের ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পাকিস্তান কর্তৃক ভারতের রাফাল জেট ভূপাতিত হওয়ার বিষয়টি চাউর হলে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা শুরু হয়। অনেকে মজা করে বলেন, এই রাফাল জেটেই হয়তো সমস্যা ছিল।
সংসদ অধিবেশনে এ বিষয়ে কথা বলতে গিয়ে ইসহাক দার বলেন, সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী ফরাসিরা বলেছেন, সমস্যা রাফাল জেটে ছিল না, বরং ভারতীয় পাইলটদেরই সমস্যা ছিল।
দার জানান, ভারত যদি আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান কঠোর জবাব দেবে। তিনি বলেন, ‘আমাদের যুদ্ধ শুরু না করার সিদ্ধান্ত ছিল। জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তান কেবল ভারতের হামলারই জবাব দেবে। এ ছাড়া কিছু করবে না।’
ইসহাক দার বলেন, ‘আমরা ভারতকে স্পষ্ট করে দিয়েছি, যদি তারা তাদের আগ্রাসী মনোভাব ত্যাগ করে, তবেই সংলাপ করা যেতে পারে।’
দার আরও বলেন, ‘আমরা পেহেলগাম হামলার বিষয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের কথা বলেছি। এই প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের প্রশংসা করেছে। আমরা ৪০টির বেশি দেশকে পাকিস্তানের অবস্থান সম্পর্কে ব্রিফিং করেছি।’ বর্তমান উত্তেজনার পেছনে ভারতের বিদ্বেষপূর্ণ অবস্থানকে দায়ী করেন তিনি।

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
২৪ মিনিট আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৬ ঘণ্টা আগে