
পাঞ্জাবের লাহোরে অবস্থিত পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন জামান পার্ক থেকে খালি হাতেই ফিরেছে পুলিশ বাহিনী।
আজ শুক্রবার সন্ধ্যায় ইমরানের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির ডন পত্রিকা।
পুলিশ চলে যাওয়ার পর বাসভবনের বাইরে এসে ইমরান খানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতিখার ঘুমান সাংবাদিকদের কাছে বলেন, ‘আমার ধারণা, তারা বুঝতে পেরেছে যে এখানে সন্দেহজনক কিছু নেই। পানি আর বিস্কুট ছাড়া তারা এখানে আর কিছুই খুঁজে পায়নি।’
ইফতিখার আরও বলেন, ‘আমরা আপনাদের সামনেই বাড়ির দরজা খুলে দিয়েছি। এখন তাদের জিজ্ঞেস করে দেখুন—কী খুঁজে পেয়েছে।’
দিনভর নাটকীয়তার পর আজ বিকেলে ইমরানের বাড়িতে তল্লাশি চালায় পাকিস্তানের পুলিশ বাহিনী।
এর আগে দুপুরে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, শহরের পুলিশ কমিশনারের নেতৃত্বে কয়েক শ পুলিশ ইমরান খানের বাসভবনে তল্লাশি অভিযান চালাবে।
আমির বলেন, ‘আমরা খবর পেয়েছি ওই বাড়িতে অন্তত ৪০ জন সন্ত্রাসী আত্মগোপন করে আছে। তাই বাড়িটিতে তল্লাশি চালাতে আমরা ৪০০ পুলিশ সদস্যকে পাঠানোর চিন্তা করছি।’
৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে বিশৃঙ্খলা ও সহিংসতা শুরু করেন তাঁর সমর্থকেরা। ১২ মে আদালতের নির্দেশে ইমরানকে ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত এই বিশৃঙ্খলা অব্যাহত থাকে।
বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে গত এক সপ্তাহ ধরে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পাঞ্জাবের লাহোরে অবস্থিত পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন জামান পার্ক থেকে খালি হাতেই ফিরেছে পুলিশ বাহিনী।
আজ শুক্রবার সন্ধ্যায় ইমরানের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির ডন পত্রিকা।
পুলিশ চলে যাওয়ার পর বাসভবনের বাইরে এসে ইমরান খানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতিখার ঘুমান সাংবাদিকদের কাছে বলেন, ‘আমার ধারণা, তারা বুঝতে পেরেছে যে এখানে সন্দেহজনক কিছু নেই। পানি আর বিস্কুট ছাড়া তারা এখানে আর কিছুই খুঁজে পায়নি।’
ইফতিখার আরও বলেন, ‘আমরা আপনাদের সামনেই বাড়ির দরজা খুলে দিয়েছি। এখন তাদের জিজ্ঞেস করে দেখুন—কী খুঁজে পেয়েছে।’
দিনভর নাটকীয়তার পর আজ বিকেলে ইমরানের বাড়িতে তল্লাশি চালায় পাকিস্তানের পুলিশ বাহিনী।
এর আগে দুপুরে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, শহরের পুলিশ কমিশনারের নেতৃত্বে কয়েক শ পুলিশ ইমরান খানের বাসভবনে তল্লাশি অভিযান চালাবে।
আমির বলেন, ‘আমরা খবর পেয়েছি ওই বাড়িতে অন্তত ৪০ জন সন্ত্রাসী আত্মগোপন করে আছে। তাই বাড়িটিতে তল্লাশি চালাতে আমরা ৪০০ পুলিশ সদস্যকে পাঠানোর চিন্তা করছি।’
৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে বিশৃঙ্খলা ও সহিংসতা শুরু করেন তাঁর সমর্থকেরা। ১২ মে আদালতের নির্দেশে ইমরানকে ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত এই বিশৃঙ্খলা অব্যাহত থাকে।
বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে গত এক সপ্তাহ ধরে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৩৩ মিনিট আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছেন, তা তিনি ‘শতভাগ’ বাস্তবায়ন করবেন। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে ইউরোপীয় মিত্ররা একযোগে অবস্থান নিয়েছে।
১ ঘণ্টা আগে