
নিজ পদ থেকে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী শুক্রবার ইমরান খানকে নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে ‘অনাস্থা প্রস্তাব’ উত্থাপিত হবে। এর আগেই ইমরান খান এমনটি জানালেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হবে না।
কিন্তু কেন অনাস্থা ভোট সফল হবে না, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি ইমরান খান। তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলব এবং এক দিন আগে আমি তাদের চমকে দেব, কারণ তারা এখনও চাপে রয়েছে।’
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার অনাস্থা প্রস্তাবের জন্য ২৫ মার্চ অধিবেশন আহ্বান করেছেন। প্রস্তাব আনার পর তিন থেকে সাত দিনের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘আমি ঘরে বসে থাকব এমন মিথ্যা ধারণা কেউ যেন না নেয়। আমি পদত্যাগ করব কেন? চোরদের চাপে আমার পদত্যাগ করা উচিত?’
জিও নিউজকে ইমরান খান আরও জানান, সেনাবাহিনীর সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে।
ইমরান খানের মতে, পাকিস্তানের জন্য একটি শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির সেনাবাহিনীর সমালোচনা করা ভুল ছিল। সেনাবাহিনী না থাকলে দেশ তিন ভাগে বিভক্ত হয়ে যেত।
অনাস্থা ভোটের কারণে পদ হারালে নীরব থাকবেন না জানিয়ে হুঁশিয়ারি দিয়ে ইমরান খান বলেন, ‘আমার সরকার ক্ষমতাচ্যুত হলেও আমি আমার নীতির সঙ্গে আপস করব না। আমি মানুষ এবং আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না।’
ইমরান খান দাবি করেন, তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জনপ্রিয়তা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
এ প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘জনগণ আমার সঙ্গে আছে, ৬০-৬৫ শতাংশ সম্মানিত মানুষ আমার পাশে দাঁড়িয়েছে।’

নিজ পদ থেকে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী শুক্রবার ইমরান খানকে নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে ‘অনাস্থা প্রস্তাব’ উত্থাপিত হবে। এর আগেই ইমরান খান এমনটি জানালেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হবে না।
কিন্তু কেন অনাস্থা ভোট সফল হবে না, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি ইমরান খান। তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলব এবং এক দিন আগে আমি তাদের চমকে দেব, কারণ তারা এখনও চাপে রয়েছে।’
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার অনাস্থা প্রস্তাবের জন্য ২৫ মার্চ অধিবেশন আহ্বান করেছেন। প্রস্তাব আনার পর তিন থেকে সাত দিনের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘আমি ঘরে বসে থাকব এমন মিথ্যা ধারণা কেউ যেন না নেয়। আমি পদত্যাগ করব কেন? চোরদের চাপে আমার পদত্যাগ করা উচিত?’
জিও নিউজকে ইমরান খান আরও জানান, সেনাবাহিনীর সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে।
ইমরান খানের মতে, পাকিস্তানের জন্য একটি শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির সেনাবাহিনীর সমালোচনা করা ভুল ছিল। সেনাবাহিনী না থাকলে দেশ তিন ভাগে বিভক্ত হয়ে যেত।
অনাস্থা ভোটের কারণে পদ হারালে নীরব থাকবেন না জানিয়ে হুঁশিয়ারি দিয়ে ইমরান খান বলেন, ‘আমার সরকার ক্ষমতাচ্যুত হলেও আমি আমার নীতির সঙ্গে আপস করব না। আমি মানুষ এবং আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না।’
ইমরান খান দাবি করেন, তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জনপ্রিয়তা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
এ প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘জনগণ আমার সঙ্গে আছে, ৬০-৬৫ শতাংশ সম্মানিত মানুষ আমার পাশে দাঁড়িয়েছে।’

ইরানে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের সময় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। সর্বশেষ, গত শনিবার বিক্ষোভ দমনে অভিযানের সময় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।
১০ মিনিট আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে। কিন্তু তাঁর এ কথার পুরো উল্টো পথে হাঁটলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
৩১ মিনিট আগে
ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। এখানে শুধু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতই অনুষ্ঠিত হয় না, পাশাপাশি আধুনিক স্বাস্থ্য সচেতনতার এক বৈশ্বিক কেন্দ্র হিসেবে আলোচনায় উঠে এসেছে এই মসজিদ।
২ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সন্দেহভাজন তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্ত করতে তাদের পিঠে একটি যন্ত্র রাখার দৃশ্য সামনে এসেছে। পুলিশ সদস্যরাই যন্ত্রটি ব্যবহার করছেন। সেই যন্ত্রের তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ দাবি করছে যে, ওই ব্যক্তি ভারতীয় নন, বরং বাংলাদেশি।
২ ঘণ্টা আগে