
নিজ পদ থেকে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী শুক্রবার ইমরান খানকে নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে ‘অনাস্থা প্রস্তাব’ উত্থাপিত হবে। এর আগেই ইমরান খান এমনটি জানালেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হবে না।
কিন্তু কেন অনাস্থা ভোট সফল হবে না, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি ইমরান খান। তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলব এবং এক দিন আগে আমি তাদের চমকে দেব, কারণ তারা এখনও চাপে রয়েছে।’
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার অনাস্থা প্রস্তাবের জন্য ২৫ মার্চ অধিবেশন আহ্বান করেছেন। প্রস্তাব আনার পর তিন থেকে সাত দিনের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘আমি ঘরে বসে থাকব এমন মিথ্যা ধারণা কেউ যেন না নেয়। আমি পদত্যাগ করব কেন? চোরদের চাপে আমার পদত্যাগ করা উচিত?’
জিও নিউজকে ইমরান খান আরও জানান, সেনাবাহিনীর সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে।
ইমরান খানের মতে, পাকিস্তানের জন্য একটি শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির সেনাবাহিনীর সমালোচনা করা ভুল ছিল। সেনাবাহিনী না থাকলে দেশ তিন ভাগে বিভক্ত হয়ে যেত।
অনাস্থা ভোটের কারণে পদ হারালে নীরব থাকবেন না জানিয়ে হুঁশিয়ারি দিয়ে ইমরান খান বলেন, ‘আমার সরকার ক্ষমতাচ্যুত হলেও আমি আমার নীতির সঙ্গে আপস করব না। আমি মানুষ এবং আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না।’
ইমরান খান দাবি করেন, তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জনপ্রিয়তা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
এ প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘জনগণ আমার সঙ্গে আছে, ৬০-৬৫ শতাংশ সম্মানিত মানুষ আমার পাশে দাঁড়িয়েছে।’

নিজ পদ থেকে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী শুক্রবার ইমরান খানকে নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে ‘অনাস্থা প্রস্তাব’ উত্থাপিত হবে। এর আগেই ইমরান খান এমনটি জানালেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হবে না।
কিন্তু কেন অনাস্থা ভোট সফল হবে না, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি ইমরান খান। তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলব এবং এক দিন আগে আমি তাদের চমকে দেব, কারণ তারা এখনও চাপে রয়েছে।’
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার অনাস্থা প্রস্তাবের জন্য ২৫ মার্চ অধিবেশন আহ্বান করেছেন। প্রস্তাব আনার পর তিন থেকে সাত দিনের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘আমি ঘরে বসে থাকব এমন মিথ্যা ধারণা কেউ যেন না নেয়। আমি পদত্যাগ করব কেন? চোরদের চাপে আমার পদত্যাগ করা উচিত?’
জিও নিউজকে ইমরান খান আরও জানান, সেনাবাহিনীর সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে।
ইমরান খানের মতে, পাকিস্তানের জন্য একটি শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির সেনাবাহিনীর সমালোচনা করা ভুল ছিল। সেনাবাহিনী না থাকলে দেশ তিন ভাগে বিভক্ত হয়ে যেত।
অনাস্থা ভোটের কারণে পদ হারালে নীরব থাকবেন না জানিয়ে হুঁশিয়ারি দিয়ে ইমরান খান বলেন, ‘আমার সরকার ক্ষমতাচ্যুত হলেও আমি আমার নীতির সঙ্গে আপস করব না। আমি মানুষ এবং আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না।’
ইমরান খান দাবি করেন, তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জনপ্রিয়তা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
এ প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘জনগণ আমার সঙ্গে আছে, ৬০-৬৫ শতাংশ সম্মানিত মানুষ আমার পাশে দাঁড়িয়েছে।’

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে