
কারাগারের ভেতরে মানবেতর পরিস্থিতির মধ্যে রয়েছেন বলে আইনজীবীকে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিন বছরের কারাদণ্ড হওয়ার পর পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত অ্যাটক কারাগারে বন্দী আছেন তিনি।
সোমবার ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর আইনবিষয়ক মুখপাত্র নায়েম হায়দার পাঞ্জুথা। দেখা করার পর সাংবাদিকদের নায়েম জানান, কারাগারে যাওয়ার পর এখন পর্যন্ত তিনিই একমাত্র ব্যক্তি, যিনি ইমরান খানের সঙ্গে দেখা করেছেন। দেখা করার সময় ইমরান তাঁকে বলেছেন, ‘আমার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে, যেন আমি কোনো সন্ত্রাসী।’
ইমরান খানকে খুব ছোট ও অন্ধকারাচ্ছন্ন এমন একটি জেল কুঠুরিতে রাখা হয়েছে, যেখানে তাঁকে খোলা টয়লেট ব্যবহার করতে হচ্ছে। একটি ফ্যান ছাড়া ওই কুঠুরিতে আর কোনো সুবিধা নেই বলেও দাবি করেন নায়েম।
তিনি বলেন, ‘তাঁর (ইমরান খান) মনোবল এখনো অনেক শক্ত এবং যেকোনো মূল্যে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাবেন।’
নায়েম জানান, কথাবার্তার একপর্যায়ে ইমরান খান তাঁকে বলেছেন, ‘জনগণকে বলে দাও, আমি আমার নীতির সঙ্গে কখনোই আপস করব না।’
নায়েম জানান, মঙ্গলবার আদালতের রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।
এদিকে ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার আবেদন জানিয়েছে তাঁর দল পিটিআই। সোমবার ইসলামাবাদ হাইকোর্টে এই আবেদন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এবং শিক্ষাগত যোগ্যতা, সামাজিক ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় তাঁকে কারাগারে প্রথম শ্রেণির সুবিধা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া ইমরান খানের সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও আইনজীবীদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দিতে আলাদা আরেকটি আবেদন করা হয়েছে।

কারাগারের ভেতরে মানবেতর পরিস্থিতির মধ্যে রয়েছেন বলে আইনজীবীকে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিন বছরের কারাদণ্ড হওয়ার পর পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত অ্যাটক কারাগারে বন্দী আছেন তিনি।
সোমবার ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর আইনবিষয়ক মুখপাত্র নায়েম হায়দার পাঞ্জুথা। দেখা করার পর সাংবাদিকদের নায়েম জানান, কারাগারে যাওয়ার পর এখন পর্যন্ত তিনিই একমাত্র ব্যক্তি, যিনি ইমরান খানের সঙ্গে দেখা করেছেন। দেখা করার সময় ইমরান তাঁকে বলেছেন, ‘আমার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে, যেন আমি কোনো সন্ত্রাসী।’
ইমরান খানকে খুব ছোট ও অন্ধকারাচ্ছন্ন এমন একটি জেল কুঠুরিতে রাখা হয়েছে, যেখানে তাঁকে খোলা টয়লেট ব্যবহার করতে হচ্ছে। একটি ফ্যান ছাড়া ওই কুঠুরিতে আর কোনো সুবিধা নেই বলেও দাবি করেন নায়েম।
তিনি বলেন, ‘তাঁর (ইমরান খান) মনোবল এখনো অনেক শক্ত এবং যেকোনো মূল্যে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাবেন।’
নায়েম জানান, কথাবার্তার একপর্যায়ে ইমরান খান তাঁকে বলেছেন, ‘জনগণকে বলে দাও, আমি আমার নীতির সঙ্গে কখনোই আপস করব না।’
নায়েম জানান, মঙ্গলবার আদালতের রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।
এদিকে ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার আবেদন জানিয়েছে তাঁর দল পিটিআই। সোমবার ইসলামাবাদ হাইকোর্টে এই আবেদন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এবং শিক্ষাগত যোগ্যতা, সামাজিক ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় তাঁকে কারাগারে প্রথম শ্রেণির সুবিধা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া ইমরান খানের সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও আইনজীবীদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দিতে আলাদা আরেকটি আবেদন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
২ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৩ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৪ ঘণ্টা আগে