
আফগানিস্তানে সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। দেশটিতে একের পর এক অঞ্চল দখলে নিচ্ছে তালেবান সদস্যরা। এমন সংকটময় পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, আশরাফ গনি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত তালেবান আফগান সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না।
ইসলামাবাদে নিজ বাড়িতে বিদেশি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে এমনটি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। সেনা সরানোর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আফগানিস্তানের একের পর একে এলাকা দখল শুরু করে বিদ্রোহীগোষ্ঠী তালেবান।
মার্কিন গোয়েন্দারা আশঙ্কা করছেন, আগামী ৩০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিচ্ছিন্ন করে দিতে পারে তালেবান। যদি সরকারি বাহিনী প্রতিরোধ গড়ে তুলতে না পারে তাহলে ৯০ দিনের মধ্যে অঞ্চলটির পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেবে তারা। আশরাফ গনির নেতৃত্বাধীন আফগান সরকার ও বেশ কয়েকটি পশ্চিমা সরকার মনে করে, পাকিস্তানের সমর্থনের কারণেই যুদ্ধের আবহাওয়া সৃষ্টি করছে তালেবান। তবে ইমরান খানের সরকার দাবি করছে, আফগানিস্তানের কোনো পক্ষকেই সমর্থন করছে না পাকিস্তান সরকার।
ইমরান খান বলেন, যখন তাঁরা তিন চার মাস আগে আমার কাছে এসেছিল আমি তাঁদেরকে বুঝানোর চেষ্টা করেছিলাম। তখন তাঁরা শর্ত দেয় যে আশরাফ গনি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত তাঁরা আলোচনায় বসবে না।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে আফগানিস্তানের ১০ প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান।
উল্লেখ্য, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের বিরুদ্ধে আফগান নেতাদের লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন।

আফগানিস্তানে সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। দেশটিতে একের পর এক অঞ্চল দখলে নিচ্ছে তালেবান সদস্যরা। এমন সংকটময় পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, আশরাফ গনি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত তালেবান আফগান সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না।
ইসলামাবাদে নিজ বাড়িতে বিদেশি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে এমনটি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। সেনা সরানোর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আফগানিস্তানের একের পর একে এলাকা দখল শুরু করে বিদ্রোহীগোষ্ঠী তালেবান।
মার্কিন গোয়েন্দারা আশঙ্কা করছেন, আগামী ৩০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিচ্ছিন্ন করে দিতে পারে তালেবান। যদি সরকারি বাহিনী প্রতিরোধ গড়ে তুলতে না পারে তাহলে ৯০ দিনের মধ্যে অঞ্চলটির পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেবে তারা। আশরাফ গনির নেতৃত্বাধীন আফগান সরকার ও বেশ কয়েকটি পশ্চিমা সরকার মনে করে, পাকিস্তানের সমর্থনের কারণেই যুদ্ধের আবহাওয়া সৃষ্টি করছে তালেবান। তবে ইমরান খানের সরকার দাবি করছে, আফগানিস্তানের কোনো পক্ষকেই সমর্থন করছে না পাকিস্তান সরকার।
ইমরান খান বলেন, যখন তাঁরা তিন চার মাস আগে আমার কাছে এসেছিল আমি তাঁদেরকে বুঝানোর চেষ্টা করেছিলাম। তখন তাঁরা শর্ত দেয় যে আশরাফ গনি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত তাঁরা আলোচনায় বসবে না।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে আফগানিস্তানের ১০ প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান।
উল্লেখ্য, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের বিরুদ্ধে আফগান নেতাদের লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৩ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৩ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৬ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৭ ঘণ্টা আগে