
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানকে গত ৯ মে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তারের পর সারা দেশে সহিংস বিক্ষোভ হয়। প্রায় তিন দিনের বিক্ষোভ ও সহিংসতার সময় অন্তত চারজন প্রাণ হারান। আহত হন শত শত নেতা-কর্মী। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় এবং সেনা মোতায়েন করে। এরপর পাকিস্তান সরকার সহিংসতার সঙ্গে জড়িত সন্দেহে পিটিআই নেতা–কর্মীদের ব্যাপকভাবে গ্রেপ্তার করতে শুরু করে।
পরিবর্তিত পরিস্থিতিতে পিটিআইয়ের শীর্ষ নেতারা দল থেকে পদত্যাগ করতে শুরু করেন। কেউ কেউ সহিংসতার জন্য ইমরান খানের নীতিকে দায়ী করেছেন। বিভিন্ন প্রদেশ থেকে এখন পর্যন্ত যেসব নেতা পদত্যাগ করেছেন, তাদের একটি তালিকা দিয়েছে পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজ।
পাঞ্জাব থেকে
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি শিরীন মাজারী, সাবেক প্রাদেশিক মন্ত্রী ফায়াজুল হাসান চোহান, সাবেক এমপি আব্দুল রাজ্জাক খান নিয়াজী, সাবেক এমপি মখদুম ইফতিখারুল হাসান গিলানী, সাবেক এমপিএ মিয়া জলিল আহমেদ শরকপুরী, সাবেক এমএনএ খাজা কুতুব ফরিদ কোরেজা, প্রতিষ্ঠাতা সদস্য আমের মাহমুদ কিয়ানী, চৌধুরী ওয়াজাহাত হোসেন, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মালিক আমিন, আসলাম, পিটিআই পশ্চিম পাঞ্জাবের সভাপতি ফয়জুল্লাহ কামোকা, ইসলামাবাদের সাবেক পিটিআই কেন্দ্রীয় উপ-মহাসচিব ডক্টর মুহাম্মদ আমজাদ, সাবেক এমপি জলিল শরকপুরী, সাবেক এমপি সৈয়দ সাঈদুল হাসান, পিটিআই পশ্চিম পাঞ্জাবের সভাপতি ফয়জুল্লাহ কামুকা, সাবেক এমপি মখদুম সৈয়দ ইফতেখার হাসান গিলানী, সাবেক এমপি সেলিম আক্তার লাবার, এমএনএ চৌধুরী হোসেন এলাহী, চৌধুরী এহসানুল হক, ডা. মোহাম্মদ আফজাল, সাবেক এমপি জহিরউদ্দিন খান আলীজাই, সাবেক এমপি আউন ডোগর, সাবেক এমপিএ আব্দুল হাই দস্তি, সাবেক এমপি মালিক মুজতবা নিয়াজ গিশকোরী, সাবেক এমপিএ আলমদার হোসেন কোরেশী, সাবেক এমপি সাজ্জাদ হোসেন ছিনা, সাবেক এমপিএ সরদার কায়সার আব্বাস খান মাগসি ও সাবেক এমপি আশরাফ রিন্দ।
খাইবার পাখতুনখাওয়া থেকে
প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী ডা. হিশাম ইনামুল্লাহ মালিক, কেপি সরকারের সাবেক মুখপাত্র আজমল ওয়াজির, এমএনএ উসমান তারাকই, এমএনএ মালিক জাওয়াদ হোসেন, কেপির সাবেক মন্ত্রী মুহাম্মদ ইকবাল ওয়াজির সাবেক এমপিএ নাদিয়া শের ও জেলা নেতা মালিক কাইয়ুম হিসাম।
সিন্ধু থেকে
এমপিএ বিলাল গাফফার, এমএনএ জয় প্রকাশ, সিন্ধুর এমপিএ ওমর ওমারি, পিটিআই সিন্ধুর সহসভাপতি মেহমুদ মৌলভি, পিটিআই করাচির সভাপতি আফতাব সিদ্দিকী, এমপিএ সৈয়দ জুলফিকার আলী শাহ, এমপিএ সঞ্জয় গাংওয়ানি, এমপিএ ড. ইমরান শাহ, খয়েরপুর জেলা সভাপতি সৈয়দ গোলাম শাহ মোহাম্মদ।
বেলুচিস্তান থেকে
প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী মুবিন খিলজি।
আকস্মিক এসব পদত্যাগের ঘটনায় ইমরান খান বলেন, ধরপাকড় চালিয়ে তাঁর দলের (পিটিআই) জ্যেষ্ঠ নেতাদের দল থেকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে। গতকাল বুধবার লাহোরের নিজ বাসভবন থেকে দেওয়া ভিডিও বক্তব্যে এমন অভিযোগ করেন তিনি।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানকে গত ৯ মে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তারের পর সারা দেশে সহিংস বিক্ষোভ হয়। প্রায় তিন দিনের বিক্ষোভ ও সহিংসতার সময় অন্তত চারজন প্রাণ হারান। আহত হন শত শত নেতা-কর্মী। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় এবং সেনা মোতায়েন করে। এরপর পাকিস্তান সরকার সহিংসতার সঙ্গে জড়িত সন্দেহে পিটিআই নেতা–কর্মীদের ব্যাপকভাবে গ্রেপ্তার করতে শুরু করে।
পরিবর্তিত পরিস্থিতিতে পিটিআইয়ের শীর্ষ নেতারা দল থেকে পদত্যাগ করতে শুরু করেন। কেউ কেউ সহিংসতার জন্য ইমরান খানের নীতিকে দায়ী করেছেন। বিভিন্ন প্রদেশ থেকে এখন পর্যন্ত যেসব নেতা পদত্যাগ করেছেন, তাদের একটি তালিকা দিয়েছে পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজ।
পাঞ্জাব থেকে
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি শিরীন মাজারী, সাবেক প্রাদেশিক মন্ত্রী ফায়াজুল হাসান চোহান, সাবেক এমপি আব্দুল রাজ্জাক খান নিয়াজী, সাবেক এমপি মখদুম ইফতিখারুল হাসান গিলানী, সাবেক এমপিএ মিয়া জলিল আহমেদ শরকপুরী, সাবেক এমএনএ খাজা কুতুব ফরিদ কোরেজা, প্রতিষ্ঠাতা সদস্য আমের মাহমুদ কিয়ানী, চৌধুরী ওয়াজাহাত হোসেন, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মালিক আমিন, আসলাম, পিটিআই পশ্চিম পাঞ্জাবের সভাপতি ফয়জুল্লাহ কামোকা, ইসলামাবাদের সাবেক পিটিআই কেন্দ্রীয় উপ-মহাসচিব ডক্টর মুহাম্মদ আমজাদ, সাবেক এমপি জলিল শরকপুরী, সাবেক এমপি সৈয়দ সাঈদুল হাসান, পিটিআই পশ্চিম পাঞ্জাবের সভাপতি ফয়জুল্লাহ কামুকা, সাবেক এমপি মখদুম সৈয়দ ইফতেখার হাসান গিলানী, সাবেক এমপি সেলিম আক্তার লাবার, এমএনএ চৌধুরী হোসেন এলাহী, চৌধুরী এহসানুল হক, ডা. মোহাম্মদ আফজাল, সাবেক এমপি জহিরউদ্দিন খান আলীজাই, সাবেক এমপি আউন ডোগর, সাবেক এমপিএ আব্দুল হাই দস্তি, সাবেক এমপি মালিক মুজতবা নিয়াজ গিশকোরী, সাবেক এমপিএ আলমদার হোসেন কোরেশী, সাবেক এমপি সাজ্জাদ হোসেন ছিনা, সাবেক এমপিএ সরদার কায়সার আব্বাস খান মাগসি ও সাবেক এমপি আশরাফ রিন্দ।
খাইবার পাখতুনখাওয়া থেকে
প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী ডা. হিশাম ইনামুল্লাহ মালিক, কেপি সরকারের সাবেক মুখপাত্র আজমল ওয়াজির, এমএনএ উসমান তারাকই, এমএনএ মালিক জাওয়াদ হোসেন, কেপির সাবেক মন্ত্রী মুহাম্মদ ইকবাল ওয়াজির সাবেক এমপিএ নাদিয়া শের ও জেলা নেতা মালিক কাইয়ুম হিসাম।
সিন্ধু থেকে
এমপিএ বিলাল গাফফার, এমএনএ জয় প্রকাশ, সিন্ধুর এমপিএ ওমর ওমারি, পিটিআই সিন্ধুর সহসভাপতি মেহমুদ মৌলভি, পিটিআই করাচির সভাপতি আফতাব সিদ্দিকী, এমপিএ সৈয়দ জুলফিকার আলী শাহ, এমপিএ সঞ্জয় গাংওয়ানি, এমপিএ ড. ইমরান শাহ, খয়েরপুর জেলা সভাপতি সৈয়দ গোলাম শাহ মোহাম্মদ।
বেলুচিস্তান থেকে
প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী মুবিন খিলজি।
আকস্মিক এসব পদত্যাগের ঘটনায় ইমরান খান বলেন, ধরপাকড় চালিয়ে তাঁর দলের (পিটিআই) জ্যেষ্ঠ নেতাদের দল থেকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে। গতকাল বুধবার লাহোরের নিজ বাসভবন থেকে দেওয়া ভিডিও বক্তব্যে এমন অভিযোগ করেন তিনি।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৫ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৬ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৭ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৯ ঘণ্টা আগে