
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান বলেছেন, দেশের জনগণের এখন বুঝতে হবে সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে কী পরিমাণ নৃশংসতা চালিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, শনিবার (১৩ মে) ইউটিউবে প্রচারিত এক ভাষণে ইমরান এ কথা বলেন।
ইমরান বলেন, ‘আজ আমাদের বুঝতে পারা উচিত পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) কী ঘটেছিল এবং কী পরিমাণ সহিংসতা চালানো হয়েছিল। আমরা দেশের অর্ধেক হারিয়েছি। আমরা কল্পনাও করতে পারব না দেশের কী পরিমাণ ক্ষতি হয়েছে। একদল মানুষ নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছিল, অথচ তারা জানেই না দুনিয়া কীভাবে চলে এবং কীভাবে সিদ্ধান্ত নিতে হয়।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারা দেশের জনগণকে সে সময় তাদের নেওয়া সিদ্ধান্তের কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানার সুযোগ দেয়নি। আমি জনগণকে পূর্ব পাকিস্তানের বিষয়ে জানাতে চাই। পূর্ব পাকিস্তানে বিশেষ করে ১৯৭১ সালের মার্চে যা ঘটেছিল তা আমার দেখা।’
ইমরান সে সময়ের কথা মনে করে জানান, ‘আমি পূর্ব পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়েছিলাম। আমাদের ফ্লাইটই ছিল সর্বশেষ। পূর্ব পাকিস্তানের বিষয়ে তখন আমাদের জনগণের মনে ঘৃণা জমা হয়েছিল। কিন্তু আমরা পূর্ব পাকিস্তানে আদতে কী ঘটছে সে বিষয়ে অন্ধকারে ছিলাম। কারণ, আজকের মতো তখনো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো। তবে আজ এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম রয়েছে। কিন্তু তারা এটিও বন্ধ করে রেখেছে।’
পিটিআই প্রধান আরও বলেন, ‘আমরা যেন সত্যিকার ঘটনা জানতে না পারি সে জন্য সেনাবাহিনী চেয়েছিল তাদের নিজস্ব বয়ান পেশ করতে। তারা প্রচার করতে চেয়েছে, যারা প্রতিবাদ করে তারাই দাঙ্গাকারী। ক্ষমতাসীনরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটার বন্ধ করে দিয়েছে। আমরা কল্পনা করতে পারছি না, দেশের অর্থনীতির কী পরিমাণ ক্ষতি হয়েছে। ঠিক এমনটাই তখন ঘটেছিল পূর্ব পাকিস্তানের সঙ্গে।’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান বলেছেন, দেশের জনগণের এখন বুঝতে হবে সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে কী পরিমাণ নৃশংসতা চালিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, শনিবার (১৩ মে) ইউটিউবে প্রচারিত এক ভাষণে ইমরান এ কথা বলেন।
ইমরান বলেন, ‘আজ আমাদের বুঝতে পারা উচিত পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) কী ঘটেছিল এবং কী পরিমাণ সহিংসতা চালানো হয়েছিল। আমরা দেশের অর্ধেক হারিয়েছি। আমরা কল্পনাও করতে পারব না দেশের কী পরিমাণ ক্ষতি হয়েছে। একদল মানুষ নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছিল, অথচ তারা জানেই না দুনিয়া কীভাবে চলে এবং কীভাবে সিদ্ধান্ত নিতে হয়।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারা দেশের জনগণকে সে সময় তাদের নেওয়া সিদ্ধান্তের কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানার সুযোগ দেয়নি। আমি জনগণকে পূর্ব পাকিস্তানের বিষয়ে জানাতে চাই। পূর্ব পাকিস্তানে বিশেষ করে ১৯৭১ সালের মার্চে যা ঘটেছিল তা আমার দেখা।’
ইমরান সে সময়ের কথা মনে করে জানান, ‘আমি পূর্ব পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়েছিলাম। আমাদের ফ্লাইটই ছিল সর্বশেষ। পূর্ব পাকিস্তানের বিষয়ে তখন আমাদের জনগণের মনে ঘৃণা জমা হয়েছিল। কিন্তু আমরা পূর্ব পাকিস্তানে আদতে কী ঘটছে সে বিষয়ে অন্ধকারে ছিলাম। কারণ, আজকের মতো তখনো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো। তবে আজ এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম রয়েছে। কিন্তু তারা এটিও বন্ধ করে রেখেছে।’
পিটিআই প্রধান আরও বলেন, ‘আমরা যেন সত্যিকার ঘটনা জানতে না পারি সে জন্য সেনাবাহিনী চেয়েছিল তাদের নিজস্ব বয়ান পেশ করতে। তারা প্রচার করতে চেয়েছে, যারা প্রতিবাদ করে তারাই দাঙ্গাকারী। ক্ষমতাসীনরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটার বন্ধ করে দিয়েছে। আমরা কল্পনা করতে পারছি না, দেশের অর্থনীতির কী পরিমাণ ক্ষতি হয়েছে। ঠিক এমনটাই তখন ঘটেছিল পূর্ব পাকিস্তানের সঙ্গে।’

গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
১ ঘণ্টা আগে
জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের প্রথম মুসলিম এবং কয়েক প্রজন্মের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস গড়লেন। আজ বৃহস্পতিবার পবিত্র কোরআন ছুঁয়ে তিনি শপথ গ্রহণ করেন।
২ ঘণ্টা আগে
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তির লক্ষ্যমাত্রা থেকে তাঁর দেশ আর মাত্র ‘১০ শতাংশ’ দূরে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত এবং মস্কোকে পুরস্কৃত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে