
ইমরান খানের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিললে রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। লাহোরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে বন্দুক হামলা হয়। এতে দলীয় একজন কর্মী নিহত হন এবং আহত হন ইমরান খান ও পিটিআইয়ের ১৪ জন নেতা-কর্মী। ইমরান খান এই হামলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালকে দায়ী করেন।
পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শাহবাজ বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান যে দোষারোপ করছেন, তাতে তিনি বা অন্য দুজনের কেউই জড়িত নন।
শাহবাজ শরিফ বলেন, ‘আমি যদি এই হামলায় জড়িত থাকি, তাহলে আমার ক্ষমতায় থাকার অধিকার নেই। প্রমাণ দিতে পারলে চিরদিনের জন্য রাজনীতি ছেড়ে দেব।’
ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের প্রতি ‘ফুলকোর্ট’ কমিশন গঠন করার আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধান বিচারপতির প্রতি ফুলকোর্ট কমিশন গঠনের অনুরোধ জানাচ্ছি। ন্যায়বিচারের ভিত্তিতে অবিলম্বে এই সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করি।’
গত বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের গুজরানওয়ালায় ‘হাকিকি আজাদি’ লং মার্চে আততায়ীদের গুলিতে আহত হন ইমরান খান। এক পায়ে গুলিবিদ্ধ হন তিনি। এদিন বন্দুকধারীদের হামলায় পিটিআইয়ের এক কর্মীর মৃত্যুসহ আরও বেশ কয়েকজন আহত হন। ইমরান খান তাঁকে হত্যার প্রচেষ্টাকে ‘পরিকল্পিত প্লট’ বলে আখ্যা দেন।

ইমরান খানের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিললে রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। লাহোরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে বন্দুক হামলা হয়। এতে দলীয় একজন কর্মী নিহত হন এবং আহত হন ইমরান খান ও পিটিআইয়ের ১৪ জন নেতা-কর্মী। ইমরান খান এই হামলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালকে দায়ী করেন।
পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শাহবাজ বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান যে দোষারোপ করছেন, তাতে তিনি বা অন্য দুজনের কেউই জড়িত নন।
শাহবাজ শরিফ বলেন, ‘আমি যদি এই হামলায় জড়িত থাকি, তাহলে আমার ক্ষমতায় থাকার অধিকার নেই। প্রমাণ দিতে পারলে চিরদিনের জন্য রাজনীতি ছেড়ে দেব।’
ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের প্রতি ‘ফুলকোর্ট’ কমিশন গঠন করার আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধান বিচারপতির প্রতি ফুলকোর্ট কমিশন গঠনের অনুরোধ জানাচ্ছি। ন্যায়বিচারের ভিত্তিতে অবিলম্বে এই সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করি।’
গত বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের গুজরানওয়ালায় ‘হাকিকি আজাদি’ লং মার্চে আততায়ীদের গুলিতে আহত হন ইমরান খান। এক পায়ে গুলিবিদ্ধ হন তিনি। এদিন বন্দুকধারীদের হামলায় পিটিআইয়ের এক কর্মীর মৃত্যুসহ আরও বেশ কয়েকজন আহত হন। ইমরান খান তাঁকে হত্যার প্রচেষ্টাকে ‘পরিকল্পিত প্লট’ বলে আখ্যা দেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
২ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৩ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৪ ঘণ্টা আগে