
এক সময় ক্ষমতাচ্যুত হওয়ার প্রসঙ্গ টেনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফ আজ বুধবার দেশটির বিচার বিভাগ এবং সামরিক সংস্থাকে লক্ষ্যবস্তু করে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন। কারাবন্দী নেতা ইমরান খানের দল পিটিআই-এর উত্থানের জন্যও এই দুটি রাষ্ট্রযন্ত্রের কর্তাব্যক্তিদের দায়ী করে ‘পাকিস্তানের অপরাধী’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
এ বিষয়ে ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার ইসলামাবাদে পিএমএল-এনের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের পর এক ভাষণে নওয়াজ সরাসরি তাদের লক্ষ্যবস্তু করে বক্তব্য দেন—যারা একসময় তাঁকে ক্ষমতাচ্যুত করেছিলেন বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, ‘যারা আমার বিরুদ্ধে রায় দিয়েছিল তারা আজ পদত্যাগ করছে। দেখুন, সাকিব নিসার আজ কোথায়।’
তিনি আরও বলেন, ‘এই (পিটিআই) লোকদের চাপিয়ে দিয়ে আপনি আমাকে নিপীড়ন করেননি, কিন্তু পাকিস্তানের জনগণকে নিপীড়ন করেছেন।’
পিটিআই নেতৃত্বের প্রতি ঘৃণা প্রকাশ করে নওয়াজ শরীফ বলেন, ‘আমরা এমন লোকদের মুখোমুখি হচ্ছি যারা যুক্তিতে বিশ্বাস করে না।’
পিএমএল-এনের সর্বোচ্চ নেতা এ সময় দাবি করেন, তাঁকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানের অগ্রগতির পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। তা না হলে দেশটি একটি বড় আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হতো।
ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিজের ভাই শেহবাজ শরীফের নেতৃত্বের প্রশংসা করেন নওয়াজ। তিনি বলেন, ‘আমি যদি শেহবাজের জায়গায় থাকতাম, তবে আমি বেঁচে থাকতাম না।’
এ সময় প্রধানমন্ত্রী এবং জাতীয় পরিষদের স্পিকার পদে শেহবাজ শরীফ ও সরদার আয়াজ সাদিককে পিএমএল-এন থেকে মনোনয়ন দেওয়ায় তাঁদের অভিনন্দন জানান নওয়াজ। দেশে মুদ্রাস্ফীতির চাপের বিষয়টি তুলে ধরে এর থেকে দ্রুত উত্তরণের আশা প্রকাশ করেন তিনি। নওয়াজ বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, পাকিস্তান আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে সংকট থেকে বেরিয়ে আসবে।’
ভাষণ দেন প্রধানমন্ত্রী মনোনীত শেহবাজ শরীফও। তিনি বড় ভাই নওয়াজ শরীফের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। নওয়াজের কৃতিত্বগুলো তুলে ধরে শেহবাজ উল্লেখ করেন—দেশের জন্য অসংখ্য অর্জনের পরও তাঁর ভাইয়ের সরকার উৎখাত হয়েছিল।

এক সময় ক্ষমতাচ্যুত হওয়ার প্রসঙ্গ টেনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফ আজ বুধবার দেশটির বিচার বিভাগ এবং সামরিক সংস্থাকে লক্ষ্যবস্তু করে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন। কারাবন্দী নেতা ইমরান খানের দল পিটিআই-এর উত্থানের জন্যও এই দুটি রাষ্ট্রযন্ত্রের কর্তাব্যক্তিদের দায়ী করে ‘পাকিস্তানের অপরাধী’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
এ বিষয়ে ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার ইসলামাবাদে পিএমএল-এনের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের পর এক ভাষণে নওয়াজ সরাসরি তাদের লক্ষ্যবস্তু করে বক্তব্য দেন—যারা একসময় তাঁকে ক্ষমতাচ্যুত করেছিলেন বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, ‘যারা আমার বিরুদ্ধে রায় দিয়েছিল তারা আজ পদত্যাগ করছে। দেখুন, সাকিব নিসার আজ কোথায়।’
তিনি আরও বলেন, ‘এই (পিটিআই) লোকদের চাপিয়ে দিয়ে আপনি আমাকে নিপীড়ন করেননি, কিন্তু পাকিস্তানের জনগণকে নিপীড়ন করেছেন।’
পিটিআই নেতৃত্বের প্রতি ঘৃণা প্রকাশ করে নওয়াজ শরীফ বলেন, ‘আমরা এমন লোকদের মুখোমুখি হচ্ছি যারা যুক্তিতে বিশ্বাস করে না।’
পিএমএল-এনের সর্বোচ্চ নেতা এ সময় দাবি করেন, তাঁকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানের অগ্রগতির পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। তা না হলে দেশটি একটি বড় আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হতো।
ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিজের ভাই শেহবাজ শরীফের নেতৃত্বের প্রশংসা করেন নওয়াজ। তিনি বলেন, ‘আমি যদি শেহবাজের জায়গায় থাকতাম, তবে আমি বেঁচে থাকতাম না।’
এ সময় প্রধানমন্ত্রী এবং জাতীয় পরিষদের স্পিকার পদে শেহবাজ শরীফ ও সরদার আয়াজ সাদিককে পিএমএল-এন থেকে মনোনয়ন দেওয়ায় তাঁদের অভিনন্দন জানান নওয়াজ। দেশে মুদ্রাস্ফীতির চাপের বিষয়টি তুলে ধরে এর থেকে দ্রুত উত্তরণের আশা প্রকাশ করেন তিনি। নওয়াজ বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, পাকিস্তান আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে সংকট থেকে বেরিয়ে আসবে।’
ভাষণ দেন প্রধানমন্ত্রী মনোনীত শেহবাজ শরীফও। তিনি বড় ভাই নওয়াজ শরীফের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। নওয়াজের কৃতিত্বগুলো তুলে ধরে শেহবাজ উল্লেখ করেন—দেশের জন্য অসংখ্য অর্জনের পরও তাঁর ভাইয়ের সরকার উৎখাত হয়েছিল।

প্রায় অর্ধশতাব্দী ধরে চলা ধর্মীয় শাসনের বিরুদ্ধে কখনোই এক হতে পারেনি ইরানের বিভক্ত বিরোধী রাজনীতি। তবে এবার দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সর্বশেষ শাহের ছেলে রেজা পাহলভি।
১ ঘণ্টা আগে
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দিয়ে কঠোর তিরস্কার করেছে ভারত। দিল্লিতে কারাবন্দী সাবেক ছাত্রনেতা উমর খালিদকে সংহতি জানিয়ে একটি ব্যক্তিগত চিরকুট পাঠানোয় মামদানির ওপর চটেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। এই কথিত পরিকল্পনাকে তিনি আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
চার বছর ধরে চলা যুদ্ধ ইউক্রেনীয়দের জীবনের প্রায় সব সিদ্ধান্তই পাল্টে দিয়েছে। সম্পর্ক, বিয়ে কিংবা সন্তান নেওয়ার মতো ব্যক্তিগত সিদ্ধান্তও এখন যুদ্ধের বাস্তবতায় আটকে যাচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের ভবিষ্যতের ওপর—ইউক্রেনে কমছে বিয়ে ও জন্মহার।
৩ ঘণ্টা আগে