
সন্ত্রাসবাদবিরোধী আইনে করা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। স্থানীয় সময় আজ সোমবার ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইমরান খানের জামিনের মেয়াদ আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, জামিন আবেদনের শুনানি বিষয়ে সশরীরে আদালতে হাজির হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অনেকটা মজার ছলেই বলে ওঠেন ‘আমি খুব বিপজ্জনক।’
এদিকে, অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়লেও বিপদ কাটছে ইমরানের। তাঁকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। গত সপ্তাহের বৃহস্পতিবার হাইকোর্ট তেহরিক–ই–ইনসাফের চেয়ারম্যানকে অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
ইসলামাবাদ হাইকোর্টের পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনার সিদ্ধান্ত জানায়। ওই বেঞ্চের নেতৃত্ব দেন বিচারপতি আতহার মিনাল্লাহ। অন্যান্য সদস্যরা হলেন—বিচারপতি মহসিন আখতার কায়ানি, বিচারপতি মিঞা গুল হাসান আওরঙ্গজেব, বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গিরি এবং বিচারপতি বাবর সাত্তার।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি জেবা চৌধুরীর বিরুদ্ধে ‘অসন্তোষজনক’ মন্তব্য করায় আগামী ২২ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। আদালতের রায়ে বলা হয়, ‘মামলার বাদী কর্তৃক উপস্থাপিত নথিতে বিজ্ঞ বিচারকমণ্ডলী আদালত অবমাননার সঙ্গে বিবাদীর সংযোগ দেখতে পেয়েছেন এবং তারই ভিত্তিতে আদালতের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে।’
গত ২০ আগস্ট ইসলামাবাদে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের সমাবেশ ছিল। সেখানে তিনি অ্য়াডিশনাল সেশন জজ জেবা চৌধুরী ও পুলিশকে নিয়ে বিতর্কমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। ১৪৪ ধারা ভেঙে সমাবেশ করায় ইমরান খানের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। ওই মামলাতেও গত বুধবার তাঁর জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।

সন্ত্রাসবাদবিরোধী আইনে করা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। স্থানীয় সময় আজ সোমবার ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইমরান খানের জামিনের মেয়াদ আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, জামিন আবেদনের শুনানি বিষয়ে সশরীরে আদালতে হাজির হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অনেকটা মজার ছলেই বলে ওঠেন ‘আমি খুব বিপজ্জনক।’
এদিকে, অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়লেও বিপদ কাটছে ইমরানের। তাঁকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। গত সপ্তাহের বৃহস্পতিবার হাইকোর্ট তেহরিক–ই–ইনসাফের চেয়ারম্যানকে অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
ইসলামাবাদ হাইকোর্টের পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনার সিদ্ধান্ত জানায়। ওই বেঞ্চের নেতৃত্ব দেন বিচারপতি আতহার মিনাল্লাহ। অন্যান্য সদস্যরা হলেন—বিচারপতি মহসিন আখতার কায়ানি, বিচারপতি মিঞা গুল হাসান আওরঙ্গজেব, বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গিরি এবং বিচারপতি বাবর সাত্তার।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি জেবা চৌধুরীর বিরুদ্ধে ‘অসন্তোষজনক’ মন্তব্য করায় আগামী ২২ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। আদালতের রায়ে বলা হয়, ‘মামলার বাদী কর্তৃক উপস্থাপিত নথিতে বিজ্ঞ বিচারকমণ্ডলী আদালত অবমাননার সঙ্গে বিবাদীর সংযোগ দেখতে পেয়েছেন এবং তারই ভিত্তিতে আদালতের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে।’
গত ২০ আগস্ট ইসলামাবাদে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের সমাবেশ ছিল। সেখানে তিনি অ্য়াডিশনাল সেশন জজ জেবা চৌধুরী ও পুলিশকে নিয়ে বিতর্কমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। ১৪৪ ধারা ভেঙে সমাবেশ করায় ইমরান খানের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। ওই মামলাতেও গত বুধবার তাঁর জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৪ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৫ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৬ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৭ ঘণ্টা আগে