
সন্ত্রাসবাদবিরোধী আইনে করা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। স্থানীয় সময় আজ সোমবার ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইমরান খানের জামিনের মেয়াদ আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, জামিন আবেদনের শুনানি বিষয়ে সশরীরে আদালতে হাজির হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অনেকটা মজার ছলেই বলে ওঠেন ‘আমি খুব বিপজ্জনক।’
এদিকে, অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়লেও বিপদ কাটছে ইমরানের। তাঁকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। গত সপ্তাহের বৃহস্পতিবার হাইকোর্ট তেহরিক–ই–ইনসাফের চেয়ারম্যানকে অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
ইসলামাবাদ হাইকোর্টের পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনার সিদ্ধান্ত জানায়। ওই বেঞ্চের নেতৃত্ব দেন বিচারপতি আতহার মিনাল্লাহ। অন্যান্য সদস্যরা হলেন—বিচারপতি মহসিন আখতার কায়ানি, বিচারপতি মিঞা গুল হাসান আওরঙ্গজেব, বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গিরি এবং বিচারপতি বাবর সাত্তার।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি জেবা চৌধুরীর বিরুদ্ধে ‘অসন্তোষজনক’ মন্তব্য করায় আগামী ২২ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। আদালতের রায়ে বলা হয়, ‘মামলার বাদী কর্তৃক উপস্থাপিত নথিতে বিজ্ঞ বিচারকমণ্ডলী আদালত অবমাননার সঙ্গে বিবাদীর সংযোগ দেখতে পেয়েছেন এবং তারই ভিত্তিতে আদালতের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে।’
গত ২০ আগস্ট ইসলামাবাদে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের সমাবেশ ছিল। সেখানে তিনি অ্য়াডিশনাল সেশন জজ জেবা চৌধুরী ও পুলিশকে নিয়ে বিতর্কমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। ১৪৪ ধারা ভেঙে সমাবেশ করায় ইমরান খানের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। ওই মামলাতেও গত বুধবার তাঁর জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।

সন্ত্রাসবাদবিরোধী আইনে করা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। স্থানীয় সময় আজ সোমবার ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইমরান খানের জামিনের মেয়াদ আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, জামিন আবেদনের শুনানি বিষয়ে সশরীরে আদালতে হাজির হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অনেকটা মজার ছলেই বলে ওঠেন ‘আমি খুব বিপজ্জনক।’
এদিকে, অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়লেও বিপদ কাটছে ইমরানের। তাঁকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। গত সপ্তাহের বৃহস্পতিবার হাইকোর্ট তেহরিক–ই–ইনসাফের চেয়ারম্যানকে অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
ইসলামাবাদ হাইকোর্টের পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনার সিদ্ধান্ত জানায়। ওই বেঞ্চের নেতৃত্ব দেন বিচারপতি আতহার মিনাল্লাহ। অন্যান্য সদস্যরা হলেন—বিচারপতি মহসিন আখতার কায়ানি, বিচারপতি মিঞা গুল হাসান আওরঙ্গজেব, বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গিরি এবং বিচারপতি বাবর সাত্তার।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি জেবা চৌধুরীর বিরুদ্ধে ‘অসন্তোষজনক’ মন্তব্য করায় আগামী ২২ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। আদালতের রায়ে বলা হয়, ‘মামলার বাদী কর্তৃক উপস্থাপিত নথিতে বিজ্ঞ বিচারকমণ্ডলী আদালত অবমাননার সঙ্গে বিবাদীর সংযোগ দেখতে পেয়েছেন এবং তারই ভিত্তিতে আদালতের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে।’
গত ২০ আগস্ট ইসলামাবাদে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের সমাবেশ ছিল। সেখানে তিনি অ্য়াডিশনাল সেশন জজ জেবা চৌধুরী ও পুলিশকে নিয়ে বিতর্কমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। ১৪৪ ধারা ভেঙে সমাবেশ করায় ইমরান খানের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। ওই মামলাতেও গত বুধবার তাঁর জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৬ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৭ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৮ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৯ ঘণ্টা আগে