
পাকিস্তানে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা এবং নতুন নতুন এলাকা বন্যার পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু প্রদেশের দাদু জেলা। গতকাল বুধবার পর্যন্ত বন্যায় মোট মারা গেছেন ১ হাজার ১৬২ জন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
দেশটির জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বলছে, ১৪ জুন থেকে বানের জলে আহতের সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছ, দেশটিতে বন্যায় আহত হয়েছেন ১ হাজার ৬ শ জনেরও বেশি। এ ছাড়া বন্যায় দেশটির ৩ লাখ ২৫ হাজার ঘর ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ঘর।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্যায় দেশটির ৭ লাখ ৩৫ হাজার গবাদিপশু হয় প্রাণ হারিয়েছে নয়তো ভেসে গেছে।
গতকাল বন্যার আপডেটে জানানো হয়, ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৬ জন, আহত ১ হাজার ৯৪১। সিন্ধু প্রদেশের দাদু জেলার সহকারী কমিশনার সৈয়দ মুর্তাজা আলী জানান, এ জেলায় বন্যার কারণে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখ মানুষ। এখনো পানি কমার নাম নেই।
এদিকে, বন্যা পরিস্থিতি দেখতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশটিতে গেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্তদের সাহায্যে সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন রাতদিন কাজ করছে।
ইতিহাস বলছে, এই বন্যা যেন দেশটিতে ২০১০ সালে হয়ে যাওয়া বন্যারই প্রতিচ্ছবি। দেশটির ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বন্যা ছিল সেই বারের বন্যা। সেই বন্যায় ২ হাজারের বেশি পাকিস্তানি মারা গিয়েছিলেন।

পাকিস্তানে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা এবং নতুন নতুন এলাকা বন্যার পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু প্রদেশের দাদু জেলা। গতকাল বুধবার পর্যন্ত বন্যায় মোট মারা গেছেন ১ হাজার ১৬২ জন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
দেশটির জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বলছে, ১৪ জুন থেকে বানের জলে আহতের সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছ, দেশটিতে বন্যায় আহত হয়েছেন ১ হাজার ৬ শ জনেরও বেশি। এ ছাড়া বন্যায় দেশটির ৩ লাখ ২৫ হাজার ঘর ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ঘর।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্যায় দেশটির ৭ লাখ ৩৫ হাজার গবাদিপশু হয় প্রাণ হারিয়েছে নয়তো ভেসে গেছে।
গতকাল বন্যার আপডেটে জানানো হয়, ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৬ জন, আহত ১ হাজার ৯৪১। সিন্ধু প্রদেশের দাদু জেলার সহকারী কমিশনার সৈয়দ মুর্তাজা আলী জানান, এ জেলায় বন্যার কারণে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখ মানুষ। এখনো পানি কমার নাম নেই।
এদিকে, বন্যা পরিস্থিতি দেখতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশটিতে গেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্তদের সাহায্যে সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন রাতদিন কাজ করছে।
ইতিহাস বলছে, এই বন্যা যেন দেশটিতে ২০১০ সালে হয়ে যাওয়া বন্যারই প্রতিচ্ছবি। দেশটির ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বন্যা ছিল সেই বারের বন্যা। সেই বন্যায় ২ হাজারের বেশি পাকিস্তানি মারা গিয়েছিলেন।

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
৩ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
৪ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৫ ঘণ্টা আগে