Ajker Patrika

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৬২, নতুন এলাকায় ঢুকছে পানি

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৬২, নতুন এলাকায় ঢুকছে পানি

পাকিস্তানে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা এবং নতুন নতুন এলাকা বন্যার পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু প্রদেশের দাদু জেলা। গতকাল বুধবার পর্যন্ত বন্যায় মোট মারা গেছেন ১ হাজার ১৬২ জন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

দেশটির জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বলছে, ১৪ জুন থেকে বানের জলে আহতের সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছ, দেশটিতে বন্যায় আহত হয়েছেন ১ হাজার ৬ শ জনেরও বেশি। এ ছাড়া বন্যায় দেশটির ৩ লাখ ২৫ হাজার ঘর ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ঘর।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্যায় দেশটির ৭ লাখ ৩৫ হাজার গবাদিপশু হয় প্রাণ হারিয়েছে নয়তো ভেসে গেছে।

গতকাল বন্যার আপডেটে জানানো হয়, ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৬ জন, আহত ১ হাজার ৯৪১। সিন্ধু প্রদেশের দাদু জেলার সহকারী কমিশনার সৈয়দ মুর্তাজা আলী জানান, এ জেলায় বন্যার কারণে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখ মানুষ। এখনো পানি কমার নাম নেই।

এদিকে, বন্যা পরিস্থিতি দেখতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশটিতে গেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্তদের সাহায্যে সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন রাতদিন কাজ করছে।

ইতিহাস বলছে, এই বন্যা যেন দেশটিতে ২০১০ সালে হয়ে যাওয়া বন্যারই প্রতিচ্ছবি। দেশটির ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বন্যা ছিল সেই বারের বন্যা। সেই বন্যায় ২ হাজারের বেশি পাকিস্তানি মারা গিয়েছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত