
ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার আগে তাঁর সঙ্গে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও থেকে এই তথ্য জানা গেছে। ইসরায়েলি সৈন্যরা গুলি চালানোর আগে সেখানে সাংবাদিকেরা কাজে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। এর ফলে, ইসরায়েলি বাহিনীর দাবি করা সংঘর্ষের বিষয়টি ভিত্তিহীন বলে প্রমাণাতি হতে পারে।
ব্রিটিশ সাংবাদিক টম ব্যাটেম্যান তাঁর টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন। তিনি ব্রিটিশ সংবাদামধ্যম বিবিসির মধ্যপ্রাচ্য প্রতিনিধি। ভিডিও থেকে দেখা যায়, ইসরায়েলি বাহিনী গুলি চালানোর আগে ঘটনাস্থলে শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। কোনো ধরনের সংঘর্ষের প্রমাণ পাওয়া যায়নি। বরং সাংবাদিকদের দলটি সেখানে নিজেদের মধ্যে গল্প করছিলেন।
টম ব্যাটেমান তাঁর টুইটে ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যার মুহূর্তের নতুন ভিডিও প্রকাশিত হয়েছে। লক্ষণীয় যে, সেসময় সাংবাদিকদের দলটি আরাম করছিলেন। কিন্তু হঠাৎ পরপর দুটি গুলি তাদের দিকে ছুটে যায়।’
৫১ বছর বয়সী সাংবাদিক শিরিন আবু আকলেহ গত সপ্তাহের বুধবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সৈন্যদের হাতে মারা যান। সে সময়, আবু আকলেহ সেখানে ইসরায়েলি বাহিনীর রেইড কভার করছিলেন।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত ফিলিস্তিনি বংশোদ্ভূত সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের তদন্তের কোনো ইচ্ছা নেই দেশটির। তবে, শিরিন আবু আকলেহের পরিবার তাঁর হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেছে। ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজে গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি মিলিটারি পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ বিশ্বাস করে—যে তদন্তে ইসরায়েলি সৈন্যদের সন্দেহভাজন বলে ধারণা করা হয় সেই বিষয়ে তদন্ত করাটা ইসরায়েলি সমাজের বিরুদ্ধে যাবে। এর আগেও, ইসরায়েলি বাহিনীর এক সদস্যের হাতে এক ফিলিস্তিনি হত্যার তদন্তে ইসরায়েলি সৈন্য দোষী প্রমাণিত হন। সে সময় ইসরায়েলের সাধারণ জনগণের অনেকেই মনে করতেন যে, ইসরায়েলি সৈন্যকে শাস্তি দেওয়া ঠিক হয়নি।

ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার আগে তাঁর সঙ্গে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও থেকে এই তথ্য জানা গেছে। ইসরায়েলি সৈন্যরা গুলি চালানোর আগে সেখানে সাংবাদিকেরা কাজে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। এর ফলে, ইসরায়েলি বাহিনীর দাবি করা সংঘর্ষের বিষয়টি ভিত্তিহীন বলে প্রমাণাতি হতে পারে।
ব্রিটিশ সাংবাদিক টম ব্যাটেম্যান তাঁর টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন। তিনি ব্রিটিশ সংবাদামধ্যম বিবিসির মধ্যপ্রাচ্য প্রতিনিধি। ভিডিও থেকে দেখা যায়, ইসরায়েলি বাহিনী গুলি চালানোর আগে ঘটনাস্থলে শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। কোনো ধরনের সংঘর্ষের প্রমাণ পাওয়া যায়নি। বরং সাংবাদিকদের দলটি সেখানে নিজেদের মধ্যে গল্প করছিলেন।
টম ব্যাটেমান তাঁর টুইটে ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যার মুহূর্তের নতুন ভিডিও প্রকাশিত হয়েছে। লক্ষণীয় যে, সেসময় সাংবাদিকদের দলটি আরাম করছিলেন। কিন্তু হঠাৎ পরপর দুটি গুলি তাদের দিকে ছুটে যায়।’
৫১ বছর বয়সী সাংবাদিক শিরিন আবু আকলেহ গত সপ্তাহের বুধবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সৈন্যদের হাতে মারা যান। সে সময়, আবু আকলেহ সেখানে ইসরায়েলি বাহিনীর রেইড কভার করছিলেন।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত ফিলিস্তিনি বংশোদ্ভূত সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের তদন্তের কোনো ইচ্ছা নেই দেশটির। তবে, শিরিন আবু আকলেহের পরিবার তাঁর হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেছে। ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজে গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি মিলিটারি পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ বিশ্বাস করে—যে তদন্তে ইসরায়েলি সৈন্যদের সন্দেহভাজন বলে ধারণা করা হয় সেই বিষয়ে তদন্ত করাটা ইসরায়েলি সমাজের বিরুদ্ধে যাবে। এর আগেও, ইসরায়েলি বাহিনীর এক সদস্যের হাতে এক ফিলিস্তিনি হত্যার তদন্তে ইসরায়েলি সৈন্য দোষী প্রমাণিত হন। সে সময় ইসরায়েলের সাধারণ জনগণের অনেকেই মনে করতেন যে, ইসরায়েলি সৈন্যকে শাস্তি দেওয়া ঠিক হয়নি।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
১০ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
১১ ঘণ্টা আগে