Ajker Patrika

ইসরায়েলি হামলার মুখে প্রত্নসম্পদ লুকিয়ে ফেলেছে ইরান

আজকের পত্রিকা ডেস্ক­
ছবি: দ্য ন্যাশনাল
ছবি: দ্য ন্যাশনাল

ইসরায়েলি হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ জাদুঘরসমূহ থেকে ঐতিহাসিক প্রত্নসম্পদ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ারের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

রোববার প্রকাশিত এক বার্তায় বলা হয়, ‘সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে প্রধান জাদুঘরসমূহের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনসমূহ দেশজুড়ে বিভিন্ন নিরাপদ ভান্ডারে স্থানান্তর করেছে।’

তবে এখন পর্যন্ত এসব প্রত্নসম্পদ কী কী, কোথায় সংরক্ষিত হচ্ছে এবং স্থানান্তরের সময়সূচি কী—এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের সংস্কৃতি, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। ফলে ভবিষ্যতে আরও কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, তা-ও অনিশ্চিত।

ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। বিশেষ করে, তেহরানে অবস্থিত ইরানের জাতীয় জাদুঘর ও রেজা আব্বাসি জাদুঘরে সংরক্ষিত রয়েছে আকাশেমেনিদ ও সাসানীয় যুগের পুরাকীর্তি, সেই সঙ্গে ইসলামি যুগের টেক্সটাইল, মৃৎশিল্প ও অলংকৃত পাণ্ডুলিপি।

সম্প্রতি ইসরায়েল একাধিক দিক থেকে ইরানে হামলা চালিয়েছে, যা অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র করেছে। রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে চালানো এই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ জেনারেল ও বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে।

রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বৈঠকে বলেছেন, ‘আমাদের এই প্রতিরক্ষা সম্পূর্ণ বৈধ। ইসরায়েল যদি হামলা বন্ধ করে, তাহলে আমরাও প্রতিক্রিয়া বন্ধ করব।’ তিনি আরও বলেন, ‘আমরা আত্মরক্ষা করছি, এটি কোনো আগ্রাসন নয়।’

সামগ্রিকভাবে, ঐতিহ্য রক্ষায় নেওয়া এই পদক্ষেপ ইরানের সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি এক দৃঢ় প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত