
ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির তৃতীয় দিনে গত রোববার ১৩ ইসরায়েলিসহ মোট ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৯ ফিলিস্তিনি বন্দী।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে, জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন হলেন ইসরায়েলি। আর বাকি চারজন বিদেশি নাগরিক। এর মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে। আবিগালি ইদান নামের সেই শিশুটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর দ্বৈত নাগরিক।
হামাসের মুক্তি দেওয়া ইসরায়েলি জিম্মির সংখ্যা নিয়ে অসংগতি দেখা গেছে। বিবিসির মতে, ১৩ ইসরায়েলি, তিন থাই এবং এক রাশিয়ানকে মুক্তি দেওয়া নিশ্চিত করেছে হামাস। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, যে রুশ নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে তিনি ইসরায়েলের দ্বৈত নাগরিক। ওই ইসরায়েলি-রুশকেও ইসরায়েলি হিসেবে ধরে আইডিএফ জানিয়েছে, বিরতির তৃতীয় দিন ১৪ ইসরায়েলিকে মুক্তি দেওয়ার খবর।
গত দুই দফার মতো এবার আর গাজা উপত্যকার দক্ষিণ অংশে জিম্মিদের মুক্তি দেয়নি হামাস। বরং উত্তর গাজার নিকটবর্তী ইসরায়েলি সীমান্তে রেডক্রসের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।
অন্যদিকে, যুদ্ধবিরতির চুক্তির আওতায় তৃতীয় দিনে ইসরায়েলের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার রাতে পশ্চিম তীরের রামাল্লায় বিশালসংখ্যক ফিলিস্তিনি জনতা রাস্তায় নেমে আসেন। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের আলিঙ্গনে জড়িয়ে নেন তাদের পরিবারের সদস্যরা। এ যুদ্ধবিরতির তিন দিনে মোট ১১৭ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তাদের অধিকাংশের বয়সই ১৮-এর কম।
মূলত কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তি অনুসারে গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সেই যুদ্ধবিরতি শুরু হয়। গাজায় চার দিনের যুদ্ধবিরতি এবং ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তির শর্ত অনুযায়ী প্রথম দফায় ২৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলও ৩৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। দ্বিতীয় দফায় ১৩ ইসরায়েলিসহ মোট ১৭ জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিপরীতে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির তৃতীয় দিনে গত রোববার ১৩ ইসরায়েলিসহ মোট ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৯ ফিলিস্তিনি বন্দী।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে, জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন হলেন ইসরায়েলি। আর বাকি চারজন বিদেশি নাগরিক। এর মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে। আবিগালি ইদান নামের সেই শিশুটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর দ্বৈত নাগরিক।
হামাসের মুক্তি দেওয়া ইসরায়েলি জিম্মির সংখ্যা নিয়ে অসংগতি দেখা গেছে। বিবিসির মতে, ১৩ ইসরায়েলি, তিন থাই এবং এক রাশিয়ানকে মুক্তি দেওয়া নিশ্চিত করেছে হামাস। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, যে রুশ নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে তিনি ইসরায়েলের দ্বৈত নাগরিক। ওই ইসরায়েলি-রুশকেও ইসরায়েলি হিসেবে ধরে আইডিএফ জানিয়েছে, বিরতির তৃতীয় দিন ১৪ ইসরায়েলিকে মুক্তি দেওয়ার খবর।
গত দুই দফার মতো এবার আর গাজা উপত্যকার দক্ষিণ অংশে জিম্মিদের মুক্তি দেয়নি হামাস। বরং উত্তর গাজার নিকটবর্তী ইসরায়েলি সীমান্তে রেডক্রসের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।
অন্যদিকে, যুদ্ধবিরতির চুক্তির আওতায় তৃতীয় দিনে ইসরায়েলের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার রাতে পশ্চিম তীরের রামাল্লায় বিশালসংখ্যক ফিলিস্তিনি জনতা রাস্তায় নেমে আসেন। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের আলিঙ্গনে জড়িয়ে নেন তাদের পরিবারের সদস্যরা। এ যুদ্ধবিরতির তিন দিনে মোট ১১৭ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তাদের অধিকাংশের বয়সই ১৮-এর কম।
মূলত কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তি অনুসারে গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সেই যুদ্ধবিরতি শুরু হয়। গাজায় চার দিনের যুদ্ধবিরতি এবং ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তির শর্ত অনুযায়ী প্রথম দফায় ২৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলও ৩৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। দ্বিতীয় দফায় ১৩ ইসরায়েলিসহ মোট ১৭ জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিপরীতে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৪৩ মিনিট আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
২ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৩ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৪ ঘণ্টা আগে