
ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির তৃতীয় দিনে গত রোববার ১৩ ইসরায়েলিসহ মোট ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৯ ফিলিস্তিনি বন্দী।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে, জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন হলেন ইসরায়েলি। আর বাকি চারজন বিদেশি নাগরিক। এর মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে। আবিগালি ইদান নামের সেই শিশুটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর দ্বৈত নাগরিক।
হামাসের মুক্তি দেওয়া ইসরায়েলি জিম্মির সংখ্যা নিয়ে অসংগতি দেখা গেছে। বিবিসির মতে, ১৩ ইসরায়েলি, তিন থাই এবং এক রাশিয়ানকে মুক্তি দেওয়া নিশ্চিত করেছে হামাস। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, যে রুশ নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে তিনি ইসরায়েলের দ্বৈত নাগরিক। ওই ইসরায়েলি-রুশকেও ইসরায়েলি হিসেবে ধরে আইডিএফ জানিয়েছে, বিরতির তৃতীয় দিন ১৪ ইসরায়েলিকে মুক্তি দেওয়ার খবর।
গত দুই দফার মতো এবার আর গাজা উপত্যকার দক্ষিণ অংশে জিম্মিদের মুক্তি দেয়নি হামাস। বরং উত্তর গাজার নিকটবর্তী ইসরায়েলি সীমান্তে রেডক্রসের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।
অন্যদিকে, যুদ্ধবিরতির চুক্তির আওতায় তৃতীয় দিনে ইসরায়েলের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার রাতে পশ্চিম তীরের রামাল্লায় বিশালসংখ্যক ফিলিস্তিনি জনতা রাস্তায় নেমে আসেন। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের আলিঙ্গনে জড়িয়ে নেন তাদের পরিবারের সদস্যরা। এ যুদ্ধবিরতির তিন দিনে মোট ১১৭ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তাদের অধিকাংশের বয়সই ১৮-এর কম।
মূলত কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তি অনুসারে গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সেই যুদ্ধবিরতি শুরু হয়। গাজায় চার দিনের যুদ্ধবিরতি এবং ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তির শর্ত অনুযায়ী প্রথম দফায় ২৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলও ৩৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। দ্বিতীয় দফায় ১৩ ইসরায়েলিসহ মোট ১৭ জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিপরীতে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির তৃতীয় দিনে গত রোববার ১৩ ইসরায়েলিসহ মোট ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৯ ফিলিস্তিনি বন্দী।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে, জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন হলেন ইসরায়েলি। আর বাকি চারজন বিদেশি নাগরিক। এর মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে। আবিগালি ইদান নামের সেই শিশুটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর দ্বৈত নাগরিক।
হামাসের মুক্তি দেওয়া ইসরায়েলি জিম্মির সংখ্যা নিয়ে অসংগতি দেখা গেছে। বিবিসির মতে, ১৩ ইসরায়েলি, তিন থাই এবং এক রাশিয়ানকে মুক্তি দেওয়া নিশ্চিত করেছে হামাস। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, যে রুশ নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে তিনি ইসরায়েলের দ্বৈত নাগরিক। ওই ইসরায়েলি-রুশকেও ইসরায়েলি হিসেবে ধরে আইডিএফ জানিয়েছে, বিরতির তৃতীয় দিন ১৪ ইসরায়েলিকে মুক্তি দেওয়ার খবর।
গত দুই দফার মতো এবার আর গাজা উপত্যকার দক্ষিণ অংশে জিম্মিদের মুক্তি দেয়নি হামাস। বরং উত্তর গাজার নিকটবর্তী ইসরায়েলি সীমান্তে রেডক্রসের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।
অন্যদিকে, যুদ্ধবিরতির চুক্তির আওতায় তৃতীয় দিনে ইসরায়েলের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার রাতে পশ্চিম তীরের রামাল্লায় বিশালসংখ্যক ফিলিস্তিনি জনতা রাস্তায় নেমে আসেন। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের আলিঙ্গনে জড়িয়ে নেন তাদের পরিবারের সদস্যরা। এ যুদ্ধবিরতির তিন দিনে মোট ১১৭ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তাদের অধিকাংশের বয়সই ১৮-এর কম।
মূলত কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তি অনুসারে গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সেই যুদ্ধবিরতি শুরু হয়। গাজায় চার দিনের যুদ্ধবিরতি এবং ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তির শর্ত অনুযায়ী প্রথম দফায় ২৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলও ৩৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। দ্বিতীয় দফায় ১৩ ইসরায়েলিসহ মোট ১৭ জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিপরীতে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শিক্ষার্থী ভিসা রয়েছে প্রায় ৮ হাজারের বেশি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়...
২ ঘণ্টা আগে
কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের খবরে বলা হয়েছে, ইরানের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের ‘ভার্চুয়াল অ্যাম্বাসি’ ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এখনই ইরান ত্যাগ করুন।’ এতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ছাড়ার জন্য নিজস্ব পরিকল্পনা রাখুন।’
৩ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। চাইলে ওয়াশিংটন ‘যাচাই’ করে দেখতে পারে। তবে ইরান আলোচনার জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভ দমনের জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার...
৩ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে