
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের পুরোনো একটি মসজিদে মুসল্লিদের স্বাগত জানানো হচ্ছে সুগন্ধী ও কাপড় দিয়ে। কেবল তাই নয়, মসজিদের বর্ধিত অংশে পাখিপ্রেমীদের জন্য রয়েছে বিশাল ঘের, যেখানে আছে বিপুলসংখ্যক পাখি। সৌদি আরবের সম্প্রচারমাধ্যম আল-এখবারিয়া টিভির বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
মসজিদটির নাম আমর বিন আল-জামুহ। মসজিদটির তত্ত্বাবধায়ক ইব্রাহিম আল-হুকাইল বলেন, ‘প্রথম দেখায় মসজিদটিকে বেশ নতুন মনে হয়। কিন্তু এটি ৪০ বছরের পুরোনো এবং একাধিকবার এটি সংস্কারের মধ্য দিয়ে গেছে।’ তিনি আরও বলেন, আগে মসজিদটিতে বেশ কিছু সমস্যা ছিল। আমরা তার অনেকগুলোই সমাধান করেছি। যেমন আগে অজু করার জায়গা ও টয়লেট একই জায়গায় ছিল, আমরা সেটি আলাদা করেছি।
মসজিদের বর্ধিত অংশে পাখিদের জন্য একটি ঘের রয়েছে উল্লেখ করে ইব্রাহিম আল-হুকাইল বলেন, ‘জায়গাটি অব্যবহৃত ছিল, পরে সেটি পাখিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়।’ তিনি জানান, পরে মুসল্লিদের পাখি দেখার বিষয়টি নিশ্চিত করতে মসজিদের জানালা করা হয়। এর ফলে মসজিদের ভেতরে একটি দারুণ পরিস্থিতি তৈরি হয়েছে।
এসবের বাইরেও মসজিদটি মুসল্লিদের কাপড় ও সুগন্ধী দিচ্ছে। এ বিষয়ে আল-হুকাইল বলেন, আমরা মুসল্লিদের কাপড়ও দিচ্ছি। কারণ অনেক সময় অনেক মুসল্লি ঘর্মাক্ত কলেবরে মসজিদে আসেন। তাদের যেন নামাজ পড়তে অস্বস্তি না হয়, তাই তাদের কাপড় দেওয়া হয় অস্থায়ী ভিত্তিতে। হুকাইল বলেন, এসব কাপড় সব সময়ই পরিষ্কার রাখা হয় এবং জীবাণুমুক্ত রাখা হয়। এটি মসজিদ পরিষ্কার রাখারও একটি উপায়।
কেবল কাপড়ই নয়, মসজিদটিতে ধূপও জ্বালানো হয়। পাশাপাশি নামাজিদের আতরও দেওয়া হয়।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের পুরোনো একটি মসজিদে মুসল্লিদের স্বাগত জানানো হচ্ছে সুগন্ধী ও কাপড় দিয়ে। কেবল তাই নয়, মসজিদের বর্ধিত অংশে পাখিপ্রেমীদের জন্য রয়েছে বিশাল ঘের, যেখানে আছে বিপুলসংখ্যক পাখি। সৌদি আরবের সম্প্রচারমাধ্যম আল-এখবারিয়া টিভির বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
মসজিদটির নাম আমর বিন আল-জামুহ। মসজিদটির তত্ত্বাবধায়ক ইব্রাহিম আল-হুকাইল বলেন, ‘প্রথম দেখায় মসজিদটিকে বেশ নতুন মনে হয়। কিন্তু এটি ৪০ বছরের পুরোনো এবং একাধিকবার এটি সংস্কারের মধ্য দিয়ে গেছে।’ তিনি আরও বলেন, আগে মসজিদটিতে বেশ কিছু সমস্যা ছিল। আমরা তার অনেকগুলোই সমাধান করেছি। যেমন আগে অজু করার জায়গা ও টয়লেট একই জায়গায় ছিল, আমরা সেটি আলাদা করেছি।
মসজিদের বর্ধিত অংশে পাখিদের জন্য একটি ঘের রয়েছে উল্লেখ করে ইব্রাহিম আল-হুকাইল বলেন, ‘জায়গাটি অব্যবহৃত ছিল, পরে সেটি পাখিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়।’ তিনি জানান, পরে মুসল্লিদের পাখি দেখার বিষয়টি নিশ্চিত করতে মসজিদের জানালা করা হয়। এর ফলে মসজিদের ভেতরে একটি দারুণ পরিস্থিতি তৈরি হয়েছে।
এসবের বাইরেও মসজিদটি মুসল্লিদের কাপড় ও সুগন্ধী দিচ্ছে। এ বিষয়ে আল-হুকাইল বলেন, আমরা মুসল্লিদের কাপড়ও দিচ্ছি। কারণ অনেক সময় অনেক মুসল্লি ঘর্মাক্ত কলেবরে মসজিদে আসেন। তাদের যেন নামাজ পড়তে অস্বস্তি না হয়, তাই তাদের কাপড় দেওয়া হয় অস্থায়ী ভিত্তিতে। হুকাইল বলেন, এসব কাপড় সব সময়ই পরিষ্কার রাখা হয় এবং জীবাণুমুক্ত রাখা হয়। এটি মসজিদ পরিষ্কার রাখারও একটি উপায়।
কেবল কাপড়ই নয়, মসজিদটিতে ধূপও জ্বালানো হয়। পাশাপাশি নামাজিদের আতরও দেওয়া হয়।

তাঁর এই মন্তব্য শুধু সংবেদনশীল সময়ে বিজয়ের পাশে দাঁড়ানোই নয়, একই সঙ্গে জল্পনা আরও জোরদার করেছে যে, রাজ্যে ক্ষমতাসীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও কংগ্রেস হয়তো বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গম বা টিভিকের সঙ্গেও রাজনৈতিক সমঝোতার পথ খোলা রাখছে।
১৩ মিনিট আগে
অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শিক্ষার্থী ভিসা রয়েছে প্রায় ৮ হাজারের বেশি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়...
৩ ঘণ্টা আগে
কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের খবরে বলা হয়েছে, ইরানের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের ‘ভার্চুয়াল অ্যাম্বাসি’ ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এখনই ইরান ত্যাগ করুন।’ এতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ছাড়ার জন্য নিজস্ব পরিকল্পনা রাখুন।’
৪ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। চাইলে ওয়াশিংটন ‘যাচাই’ করে দেখতে পারে। তবে ইরান আলোচনার জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভ দমনের জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার...
৪ ঘণ্টা আগে