আজকের পত্রিকা ডেস্ক

ইরানের রাজধানী তেহরানের আগামী শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে ইসরায়েলের হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের জানাজা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হবে জানাজার আয়োজন।
ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার লক্ষ্যে গত ১৩ জুন ইরানি ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েল। নাতানজ, ফোরদো, ইস্পাহানের মতো পারমাণবিক কেন্দ্রগুলোসহ ইরান সরকারের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চালানো হয় অভিযান। হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিলেন ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং পরমাণুবিজ্ঞানীর।
ইরানি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ১২ দিন ধরে চলমান এই সংঘাতে নিহত হয়েছেন দেশটির ১৪ পরমাণুবিজ্ঞানী।
ইসরায়েল দাবি করেছিল, ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। তাই তাদের থামাতে এই হামলা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছিল। যদিও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এবং মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে, এখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে বেশ সময় লাগবে তেহরানের।
ইসরায়েলের ওই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে তেহরানও। তাদের ভাষ্য—পারমাণবিক অস্ত্র তৈরি করছে না ইরান। তারা কেবলই বেসামরিক স্বার্থে পারমাণবিক কার্যক্রম চালায়। এবং এই শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে হামলাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে অভিহিত করে তারা। পরে ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান সরকার।
দুই দেশের সংঘাতের মাঝে গত ২২ জুন সক্রিয়ভাবে অংশ নেয় যুক্তরাষ্ট্রও। ইরানের তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বি-২ বোমারু বিমান এবং টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। কেন্দ্রগুলোতে বাঙ্কার বাস্টার বোমা ফেলে তারা। চুপ করে বসে ছিলা না ইরানও। জবাবে কাতার, ইরাক, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরানি প্রশাসন।
অবশেষে, নানা নাটকীয়তার পর গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান-ইসরায়েল।

ইরানের রাজধানী তেহরানের আগামী শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে ইসরায়েলের হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের জানাজা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হবে জানাজার আয়োজন।
ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার লক্ষ্যে গত ১৩ জুন ইরানি ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েল। নাতানজ, ফোরদো, ইস্পাহানের মতো পারমাণবিক কেন্দ্রগুলোসহ ইরান সরকারের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চালানো হয় অভিযান। হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিলেন ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং পরমাণুবিজ্ঞানীর।
ইরানি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ১২ দিন ধরে চলমান এই সংঘাতে নিহত হয়েছেন দেশটির ১৪ পরমাণুবিজ্ঞানী।
ইসরায়েল দাবি করেছিল, ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। তাই তাদের থামাতে এই হামলা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছিল। যদিও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এবং মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে, এখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে বেশ সময় লাগবে তেহরানের।
ইসরায়েলের ওই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে তেহরানও। তাদের ভাষ্য—পারমাণবিক অস্ত্র তৈরি করছে না ইরান। তারা কেবলই বেসামরিক স্বার্থে পারমাণবিক কার্যক্রম চালায়। এবং এই শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে হামলাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে অভিহিত করে তারা। পরে ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান সরকার।
দুই দেশের সংঘাতের মাঝে গত ২২ জুন সক্রিয়ভাবে অংশ নেয় যুক্তরাষ্ট্রও। ইরানের তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বি-২ বোমারু বিমান এবং টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। কেন্দ্রগুলোতে বাঙ্কার বাস্টার বোমা ফেলে তারা। চুপ করে বসে ছিলা না ইরানও। জবাবে কাতার, ইরাক, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরানি প্রশাসন।
অবশেষে, নানা নাটকীয়তার পর গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান-ইসরায়েল।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
১ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
১ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৩ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৪ ঘণ্টা আগে