
ইসরায়েলের সঙ্গে লেবাননভিত্তিক গেরিলা সংগঠন হিজবুল্লাহর প্রধান নসরুল্লাহ কি সর্বাত্মক যুদ্ধের ডাক দেবেন—এমন আলোচনা ছিল কয়েক দিন ধরে। এই আলোচনার মধ্যেই এবার নসরুল্লাহ ঘোষণা দিলেন, ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ এরই মধ্যে যুদ্ধে জড়িয়ে গেছে এবং এই যুদ্ধ চলছে গত ৮ অক্টোবর থেকে।
বাংলাদেশ সময় অনুযায়ী আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই খবর জানিয়েছে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল।
হিজবুল্লাহপ্রধান হাসান নসরুল্লাহ দাবি করেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান এই যুদ্ধে এরই মধ্যে ৫৭ জন লেবানিজ যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
নসরুল্লাহ বলেন, ‘আমাদের বাহিনীর অগ্রভাগে যা ঘটছে, তা অনেক গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক। কারণ, সমুদ্র থেকে শেবা ফার্ম উপত্যকা পর্যন্ত সব ইসরায়েলি অবস্থান আমাদের দৈনন্দিন আক্রমণের লক্ষ্যবস্তু।’
হিজবুল্লাহপ্রধান দাবি করেছেন, ইসরায়েলের ট্যাংক থেকে শুরু করে ড্রোন, সৈন্য এবং নজরদারি যন্ত্রগুলোর ওপর নিয়মিত হামলা পরিচালনা করছে তাঁর বাহিনী। এই অবস্থায় লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী তাদের এক-তৃতীয়াংশ সৈন্যকে জড়ো করতে বাধ্য হয়েছে। শুধু তা-ই নয়, উদ্ভূত পরিস্থিতির মধ্যে ভূমধ্যসাগরে ইসরায়েলি সক্ষমতার অর্ধেকই লেবাননের কাছাকাছি নিয়ে আসা হয়েছে এবং দেশটির বিমানবাহিনীর এক-চতুর্থাংশকে লেবাননের দিকে ঘুরিয়ে রাখা হয়েছে। এ ছাড়া মিসাইলবিধ্বংসী আয়রন ডোমসহ রকেট ডিফেন্স সিস্টেমের অর্ধেকই ইসরায়েল হিজবুল্লাহকে মোকাবিলা করার জন্য মোতায়েন করেছে।
নসরুল্লাহ ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে কোনো হামলা করে বসে, তবে তা হবে অভূতপূর্ব মূর্খতা।

ইসরায়েলের সঙ্গে লেবাননভিত্তিক গেরিলা সংগঠন হিজবুল্লাহর প্রধান নসরুল্লাহ কি সর্বাত্মক যুদ্ধের ডাক দেবেন—এমন আলোচনা ছিল কয়েক দিন ধরে। এই আলোচনার মধ্যেই এবার নসরুল্লাহ ঘোষণা দিলেন, ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ এরই মধ্যে যুদ্ধে জড়িয়ে গেছে এবং এই যুদ্ধ চলছে গত ৮ অক্টোবর থেকে।
বাংলাদেশ সময় অনুযায়ী আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই খবর জানিয়েছে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল।
হিজবুল্লাহপ্রধান হাসান নসরুল্লাহ দাবি করেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান এই যুদ্ধে এরই মধ্যে ৫৭ জন লেবানিজ যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
নসরুল্লাহ বলেন, ‘আমাদের বাহিনীর অগ্রভাগে যা ঘটছে, তা অনেক গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক। কারণ, সমুদ্র থেকে শেবা ফার্ম উপত্যকা পর্যন্ত সব ইসরায়েলি অবস্থান আমাদের দৈনন্দিন আক্রমণের লক্ষ্যবস্তু।’
হিজবুল্লাহপ্রধান দাবি করেছেন, ইসরায়েলের ট্যাংক থেকে শুরু করে ড্রোন, সৈন্য এবং নজরদারি যন্ত্রগুলোর ওপর নিয়মিত হামলা পরিচালনা করছে তাঁর বাহিনী। এই অবস্থায় লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী তাদের এক-তৃতীয়াংশ সৈন্যকে জড়ো করতে বাধ্য হয়েছে। শুধু তা-ই নয়, উদ্ভূত পরিস্থিতির মধ্যে ভূমধ্যসাগরে ইসরায়েলি সক্ষমতার অর্ধেকই লেবাননের কাছাকাছি নিয়ে আসা হয়েছে এবং দেশটির বিমানবাহিনীর এক-চতুর্থাংশকে লেবাননের দিকে ঘুরিয়ে রাখা হয়েছে। এ ছাড়া মিসাইলবিধ্বংসী আয়রন ডোমসহ রকেট ডিফেন্স সিস্টেমের অর্ধেকই ইসরায়েল হিজবুল্লাহকে মোকাবিলা করার জন্য মোতায়েন করেছে।
নসরুল্লাহ ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে কোনো হামলা করে বসে, তবে তা হবে অভূতপূর্ব মূর্খতা।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৩ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৬ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৭ ঘণ্টা আগে