
সৌদি আরবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি আলোচনায় অংশ নেবে চীন। গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাঁরা সৌদি আরবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় একটি প্রতিনিধিদল পাঠাবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীন সরকারের ইউরেশিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি ও রাশিয়ায় নিযুক্ত সাবেক চীনা রাষ্ট্রদূত লি হুই জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি সম্মেলনে যোগ দেবেন। বৈঠকে ৪০টিরও বেশি দেশের নেতা ও প্রতিনিধিরা ইউক্রেনে শান্তির আনয়নের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করতে বৈঠকে যোগ দেবেন। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউসহ কয়েক ডজন দেশ আলোচনায় উপস্থিতি নিশ্চিত করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেন সংকটের রাজনৈতিক নিষ্পত্তির জন্য গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত।’
তবে রাশিয়ার দীর্ঘদিনের মিত্র চীন চলতি বছরের শুরুতে কোপেনহেগেনে অনুষ্ঠিত একই ধরনের একটি শান্তি আলোচনা বয়কট করেছিল। পশ্চিমা কূটনীতিকেরা বলছেন, সৌদি আরব এই আলোচনার আয়োজন করেছে মূলত এই ভেবে যে চীনের সঙ্গে তাদের ও রাশিয়ার উভয় দেশের ভালো সম্পর্ক রয়েছে। সৌদির আশা, তারা হয়তো চীনকে এই সংকট মোকাবিলার বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের ওপর প্রভাব বিস্তারে রাজি করাতে পারবে।
বৈঠকের প্রস্তুতির সঙ্গে জড়িত এক জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘চীন কী করে সেটা গুরুত্বপূর্ণ। বেশির ভাগ অংশগ্রহণকারী গতবার আফসোস করেছিলেন যে চীন অংশগ্রহণ করেনি।’

সৌদি আরবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি আলোচনায় অংশ নেবে চীন। গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাঁরা সৌদি আরবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় একটি প্রতিনিধিদল পাঠাবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীন সরকারের ইউরেশিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি ও রাশিয়ায় নিযুক্ত সাবেক চীনা রাষ্ট্রদূত লি হুই জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি সম্মেলনে যোগ দেবেন। বৈঠকে ৪০টিরও বেশি দেশের নেতা ও প্রতিনিধিরা ইউক্রেনে শান্তির আনয়নের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করতে বৈঠকে যোগ দেবেন। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউসহ কয়েক ডজন দেশ আলোচনায় উপস্থিতি নিশ্চিত করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেন সংকটের রাজনৈতিক নিষ্পত্তির জন্য গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত।’
তবে রাশিয়ার দীর্ঘদিনের মিত্র চীন চলতি বছরের শুরুতে কোপেনহেগেনে অনুষ্ঠিত একই ধরনের একটি শান্তি আলোচনা বয়কট করেছিল। পশ্চিমা কূটনীতিকেরা বলছেন, সৌদি আরব এই আলোচনার আয়োজন করেছে মূলত এই ভেবে যে চীনের সঙ্গে তাদের ও রাশিয়ার উভয় দেশের ভালো সম্পর্ক রয়েছে। সৌদির আশা, তারা হয়তো চীনকে এই সংকট মোকাবিলার বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের ওপর প্রভাব বিস্তারে রাজি করাতে পারবে।
বৈঠকের প্রস্তুতির সঙ্গে জড়িত এক জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘চীন কী করে সেটা গুরুত্বপূর্ণ। বেশির ভাগ অংশগ্রহণকারী গতবার আফসোস করেছিলেন যে চীন অংশগ্রহণ করেনি।’

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৯ ঘণ্টা আগে