Ajker Patrika

আসাদ সরকারের পতনের পর দামেস্কে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু

অনলাইন ডেস্ক
সিরিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের শারজার উদ্দেশে উড্ডয়ন করে। ছবি: এএফপি
সিরিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের শারজার উদ্দেশে উড্ডয়ন করে। ছবি: এএফপি

বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্কের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল এক মাস বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় দামেস্কের প্রধান বিমানবন্দর থেকে আমিরাতের শারজার উদ্দেশে প্রথম ফ্লাইট উড্ডয়ন করে। আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

সদ্য বিদায়ী বছরের ৮ ডিসেম্বর ইসলামপন্থী বিদ্রোহীদের নেতৃত্বে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক ত্রাণবাহী উড়োজাহাজ এবং অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ হলেও বেশ আগেই আবার চালু হয়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে দামেস্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ১৪৫ জন যাত্রী নিয়ে সিরিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট শারজার উদ্দেশে উড্ডয়ন করে।

বিদেশি কূটনীতিকেরা এরই মধ্যে দেশটিতে ঘুরে গেছেন। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে প্রায় ১৩ বছর পর দামেস্কে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। দামেস্ক থেকে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে তারা।

গত রোববার ফ্লাইট চালুর বিষয়টি জানিয়ে সিরিয়ার বেসামরিক বিমান চলাচল ও পরিবহন কর্তৃপক্ষের প্রধান আশহাদ আল-সালিবি জানান, রাজধানী দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে ফ্লাইট চালুর কাজ শুরু হয়েছে। এ দুটির বন্দর আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার জন্য প্রস্তুত হয়েছে।

এদিকে তুরস্ক ও কাতার সিরিয়াকে বিদ্যুৎ উৎপাদনকারী দুটি জাহাজ দেওয়ার ঘোষণা দিয়েছে। আসাদের শাসনামলে অবকাঠামোগত ক্ষতির কারণে বিদ্যুৎ-সংকট মোকাবিলায় সহায়তা হিসেবে দুটি জাহাজ দেওয়া হচ্ছে। তবে কখন সিরিয়া এই দুটি জাহাজ গ্রহণ করবে, তা উল্লেখ করা হয়নি।

এদিকে গতকাল সোমবার সিরিয়ায় শাসন কাঠামোর সঙ্গে লেনদেনের ওপর নিষেধাজ্ঞা ৬ মাসের জন্য অব্যাহতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মানবিক সহায়তার প্রবাহ বৃদ্ধি করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটি। এই অব্যাহতি বলবৎ থাকবে আগামী ৭ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে জ্বালানি লেনদেন এবং ব্যক্তিগত রেমিট্যান্সের মাধ্যমে সিরিয়ায় অর্থ পাঠানো যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা, মারধরে আহত ১৫

বেনজীর আহমেদের বক্তব্যে সব পুলিশ সদস্য ক্ষুব্ধ: পুলিশ অ্যাসোসিয়েশন

গাজীপুরে রাতে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা: আরও যা যা জানা গেল

হাসিনার বক্তব্যে ‘ভারতের দায় নেই’, বাংলাদেশের দূতকে পাল্টা তলব

উত্তরায় বাড়ির গ্যারেজে রক্তের ছোপ, নিখোঁজ কেয়ারটেকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত