
গাজার উত্তরাঞ্চল থেকে সাধারণ ফিলিস্তিনিদের সরানোর কার্যক্রম শুরু করেছে ইসরায়েল। প্রাথমিকভাবে সেখান থেকে অন্তত ১ লাখ ফিলিস্তিনিকে মধ্য গাজায় সরিয়ে নেওয়া হবে। বর্তমানে অঞ্চলটিতে প্রায় ১২ থেকে ১৪ লাখ ফিলিস্তিনি অবস্থান করছে। মূলত, রাফাহে স্থল অভিযান শুরুর পরিকল্পনার অংশ হিসেবে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তবে অভিযান কবে শুরু হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েল।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পূর্ব রাফাহ থেকে বেসামরিক লোকদের একটি নতুন সম্প্রসারিত মানবিক সহায়তা অঞ্চলে সরিয়ে নেওয়া শুরু করেছে। এসব অঞ্চল হলো আল-মাওয়াসি, খান ইউনিসের কিছু অংশ ও মধ্য কেন্দ্রীয় গাজা। নতুন মানবিক অঞ্চলের মধ্যে ফিল্ড হাসপাতাল, তাঁবু, খাদ্য, পানি ও ওষুধসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে।
আইডিএফ আরও জানিয়েছে, রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ছাড়া গাজা উপত্যকায় আরও মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতেও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে তারা।
রাফাহবাসীকে সেখান থেকে গাজার মধ্যাঞ্চলে সরে যেতে আহ্বান জানিয়ে আজ সোমবার সকাল থেকেই বিভিন্ন পোস্টার বিতরণ করেছে। স্থানীয়দের ফোন কল, টেক্সট, গণমাধ্যমে ঘোষণা দেওয়াসহ নানাভাবে রাফাহ থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আজ সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা পূর্ব রাফাহ থেকে প্রায় ১ লাখ মানুষকে সরিয়ে নিচ্ছে। আইডিএফের মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, আনুমানিক প্রায় ১ লাখ লোককে প্রাথমিকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে।
আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ‘হামাসকে ধ্বংস করার জন্য আমাদের পরিকল্পনার অংশ হিসেবে এটি করা হচ্ছে...আমরা গতকাল রাফাহে তাদের উপস্থিতি ও তাদের অপারেশনাল সক্ষমতার একটি হিংসাত্মক নমুনা দেখতে পেয়েছি।’ উল্লেখ্য, রাফাহ থেকে হামাসের হামলায় ইসরায়েলের অভ্যন্তরে অন্তত ৩ সেনা নিহত ও ১১ জন আহত হয়েছে।

গাজার উত্তরাঞ্চল থেকে সাধারণ ফিলিস্তিনিদের সরানোর কার্যক্রম শুরু করেছে ইসরায়েল। প্রাথমিকভাবে সেখান থেকে অন্তত ১ লাখ ফিলিস্তিনিকে মধ্য গাজায় সরিয়ে নেওয়া হবে। বর্তমানে অঞ্চলটিতে প্রায় ১২ থেকে ১৪ লাখ ফিলিস্তিনি অবস্থান করছে। মূলত, রাফাহে স্থল অভিযান শুরুর পরিকল্পনার অংশ হিসেবে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তবে অভিযান কবে শুরু হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েল।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পূর্ব রাফাহ থেকে বেসামরিক লোকদের একটি নতুন সম্প্রসারিত মানবিক সহায়তা অঞ্চলে সরিয়ে নেওয়া শুরু করেছে। এসব অঞ্চল হলো আল-মাওয়াসি, খান ইউনিসের কিছু অংশ ও মধ্য কেন্দ্রীয় গাজা। নতুন মানবিক অঞ্চলের মধ্যে ফিল্ড হাসপাতাল, তাঁবু, খাদ্য, পানি ও ওষুধসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে।
আইডিএফ আরও জানিয়েছে, রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ছাড়া গাজা উপত্যকায় আরও মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতেও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে তারা।
রাফাহবাসীকে সেখান থেকে গাজার মধ্যাঞ্চলে সরে যেতে আহ্বান জানিয়ে আজ সোমবার সকাল থেকেই বিভিন্ন পোস্টার বিতরণ করেছে। স্থানীয়দের ফোন কল, টেক্সট, গণমাধ্যমে ঘোষণা দেওয়াসহ নানাভাবে রাফাহ থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আজ সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা পূর্ব রাফাহ থেকে প্রায় ১ লাখ মানুষকে সরিয়ে নিচ্ছে। আইডিএফের মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, আনুমানিক প্রায় ১ লাখ লোককে প্রাথমিকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে।
আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ‘হামাসকে ধ্বংস করার জন্য আমাদের পরিকল্পনার অংশ হিসেবে এটি করা হচ্ছে...আমরা গতকাল রাফাহে তাদের উপস্থিতি ও তাদের অপারেশনাল সক্ষমতার একটি হিংসাত্মক নমুনা দেখতে পেয়েছি।’ উল্লেখ্য, রাফাহ থেকে হামাসের হামলায় ইসরায়েলের অভ্যন্তরে অন্তত ৩ সেনা নিহত ও ১১ জন আহত হয়েছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৬ ঘণ্টা আগে