
এই প্রথম সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন কোনো ইসরায়েলি প্রেসিডেন্ট। রোববার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ সস্ত্রীক আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। রয়টার্সের এক প্রতিবেদনে ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশ্বশক্তিগুলো ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনা হ্রাসে আবারও আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে তখনই উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক দৃঢ়করণের উদ্দেশ্যে ওই সফর বলে ধারণা বিশ্লেষকদের।
এর আগে, ২০২০ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উপসাগরীয় অঞ্চলের দেশ আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইতিহাসে যা আব্রাহাম অ্যাকর্ড নামে পরিচিত। উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এবং ইসরায়েলের প্রতিপক্ষ ইরান এবং এর মিত্রশক্তি মোকাবিলায় এই চুক্তির উদ্যোগ নেওয়া হয়।
আরব আমিরাত সফর প্রসঙ্গে হেরজগ জানান, আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদের আমন্ত্রণে আসা এই সফরে তিনি দেশটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবেন। তিনি আরও বলেন, ‘এই সফরের মধ্য দিয়ে ইসরায়েল বার্তা দিতে চায়, সমগ্র উপসাগরীয় অঞ্চলের জনগণের একমাত্র কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু হল শান্তি।’
রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি প্রেসিডেন্টকে বহনকারী বিমান যখন সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করছিল তখন প্রেসিডেন্ট হেরজগ বলেন, ‘এটি সত্যিই খুব চমৎকার একটি মুহূর্ত। রিয়াদ এবং তেল আবিবের মধ্যে যদিও কোনো কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু ইসরায়েল ইসলাম ধর্মের পবিত্র দুই শহরের মালিক দেশটির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়।’
এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গত ডিসেম্বরে আরব আমিরাত সফর করেন।

এই প্রথম সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন কোনো ইসরায়েলি প্রেসিডেন্ট। রোববার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ সস্ত্রীক আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। রয়টার্সের এক প্রতিবেদনে ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশ্বশক্তিগুলো ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনা হ্রাসে আবারও আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে তখনই উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক দৃঢ়করণের উদ্দেশ্যে ওই সফর বলে ধারণা বিশ্লেষকদের।
এর আগে, ২০২০ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উপসাগরীয় অঞ্চলের দেশ আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইতিহাসে যা আব্রাহাম অ্যাকর্ড নামে পরিচিত। উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এবং ইসরায়েলের প্রতিপক্ষ ইরান এবং এর মিত্রশক্তি মোকাবিলায় এই চুক্তির উদ্যোগ নেওয়া হয়।
আরব আমিরাত সফর প্রসঙ্গে হেরজগ জানান, আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদের আমন্ত্রণে আসা এই সফরে তিনি দেশটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবেন। তিনি আরও বলেন, ‘এই সফরের মধ্য দিয়ে ইসরায়েল বার্তা দিতে চায়, সমগ্র উপসাগরীয় অঞ্চলের জনগণের একমাত্র কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু হল শান্তি।’
রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি প্রেসিডেন্টকে বহনকারী বিমান যখন সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করছিল তখন প্রেসিডেন্ট হেরজগ বলেন, ‘এটি সত্যিই খুব চমৎকার একটি মুহূর্ত। রিয়াদ এবং তেল আবিবের মধ্যে যদিও কোনো কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু ইসরায়েল ইসলাম ধর্মের পবিত্র দুই শহরের মালিক দেশটির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়।’
এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গত ডিসেম্বরে আরব আমিরাত সফর করেন।

অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শিক্ষার্থী ভিসা রয়েছে প্রায় ৮ হাজারের বেশি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়...
১ ঘণ্টা আগে
কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের খবরে বলা হয়েছে, ইরানের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের ‘ভার্চুয়াল অ্যাম্বাসি’ ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এখনই ইরান ত্যাগ করুন।’ এতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ছাড়ার জন্য নিজস্ব পরিকল্পনা রাখুন।’
২ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। চাইলে ওয়াশিংটন ‘যাচাই’ করে দেখতে পারে। তবে ইরান আলোচনার জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভ দমনের জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার...
২ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
৩ ঘণ্টা আগে