ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য দোয়া করছেন ইরানিরা। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা (আ.) এর মাজারে প্রার্থনা শুরু করেছেন সেখানকার তীর্থযাত্রীরা।
শিয়াদের অষ্টম ইমাম রেজা (আ.) জন্মবার্ষিকীর উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় তাঁর পবিত্র মাজারে তীর্থযাত্রীরা জড়ো হন।
পূর্ব আজারবাইজান প্রদেশে রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তারা প্রেসিডেন্ট রাইসির সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন।
রাইসি আজারবাইজান প্রজাতন্ত্রের সীমান্তে একটি যৌথ বাঁধসহ বিভিন্ন বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলো উদ্বোধনের জন্য সেখানে গিয়েছিলেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা বলেছে, উদ্ধার ও ত্রাণদলকে এরই মধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে অভিযান ব্যাহত হচ্ছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং দুর্গম হওয়ায় ওই এলাকায় অনুসন্ধান অভিযান চালানো কঠিন।
স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনুসন্ধান ও উদ্ধারকারী দলের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগতে পারে।
এদিকে প্রেসিডেন্ট রাইসিকে খুঁজে বের করার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি দেশটির সেনাবাহিনী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সহ আইন প্রয়োগকারী অন্যান্য সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য দোয়া করছেন ইরানিরা। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা (আ.) এর মাজারে প্রার্থনা শুরু করেছেন সেখানকার তীর্থযাত্রীরা।
শিয়াদের অষ্টম ইমাম রেজা (আ.) জন্মবার্ষিকীর উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় তাঁর পবিত্র মাজারে তীর্থযাত্রীরা জড়ো হন।
পূর্ব আজারবাইজান প্রদেশে রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তারা প্রেসিডেন্ট রাইসির সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন।
রাইসি আজারবাইজান প্রজাতন্ত্রের সীমান্তে একটি যৌথ বাঁধসহ বিভিন্ন বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলো উদ্বোধনের জন্য সেখানে গিয়েছিলেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা বলেছে, উদ্ধার ও ত্রাণদলকে এরই মধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে অভিযান ব্যাহত হচ্ছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং দুর্গম হওয়ায় ওই এলাকায় অনুসন্ধান অভিযান চালানো কঠিন।
স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনুসন্ধান ও উদ্ধারকারী দলের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগতে পারে।
এদিকে প্রেসিডেন্ট রাইসিকে খুঁজে বের করার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি দেশটির সেনাবাহিনী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সহ আইন প্রয়োগকারী অন্যান্য সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
ইসরায়েলে ধেয়ে আসা মিসাইলের আশঙ্কায় সাইরেন বাজলে নাগরিকদের জন্য একটি বিস্তৃত আশ্রয়কেন্দ্র নেটওয়ার্ক রয়েছে। কিন্তু এই নেটওয়ার্ক দেশের সব অঞ্চলে সমানভাবে কার্যকর নয়। বিশেষ করে, ইসরায়েলের ভেতরে থাকা কিছু ফিলিস্তিনি শহরে আশ্রয়কেন্দ্রের ঘাটতি উন্মোচিত করেছে সাম্প্রতিক হামলাগুলো।
১ ঘণ্টা আগেগত শুক্রবার থেকে ইরানে ইসরায়েলি হামলা শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৪৫২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানে মানবাধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরান।
১ ঘণ্টা আগেআজ মঙ্গলবার এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, ‘ফ্লাইট ছাড়ার আগে বাধ্যতামূলক কিছু পরীক্ষায় সমস্যা ধরা পড়ায় দিল্লি থেকে প্যারিসগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এর ফলে প্যারিস থেকে দিল্লিগামী ফিরতি ফ্লাইট, যা আগামীকাল বুধবার ছাড়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।’
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকেরা এই বিক্ষোভের আয়োজন করেন, যাঁরা দীর্ঘদিন ধরে দেশটির বর্তমান ক্ষমতাসীন কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরোধিতা করে আসছেন।
২ ঘণ্টা আগে