Ajker Patrika

খামেনি কোথায় জানি, এখনই হত্যা করব না: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৭ জুন ২০২৫, ২৩: ২৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক বার্তায় জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন, তা যুক্তরাষ্ট্র জানে, তবে আপাতত তাঁকে হত্যার পরিকল্পনা নেই।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা জানি, তথাকথিত “সুপ্রিম লিডার” কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, তবে সেখানে নিরাপদে আছেন। আমরা তাঁকে এখনই হত্যা করছি না, অন্তত এই মুহূর্তে না।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা চাই না যে বেসামরিক জনগণের ওপর বা আমাদের সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্য শেষের দিকে। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’

এর আগে ট্রাম্প আরেকটি পোস্টে দাবি করেন, ‘আমাদের এখন ইরানের আকাশের পূর্ণ এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ইরানের ভালো স্কাই ট্র্যাকার এবং প্রতিরক্ষা সরঞ্জাম আছে, অনেক পরিমাণেও, কিন্তু তা আমেরিকান প্রযুক্তির তুলনায় কিছুই না। কেউই পুরোনো দিনের সেই আমেরিকার চেয়ে ভালো করতে পারে না।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে বলেছে, তারা ইরানে ইসরায়েলি হামলায় জড়িত নয়, যদিও ইসরায়েল দীর্ঘদিন ধরে আমেরিকার কাছ থেকে সামরিক সহায়তা ও প্রযুক্তি পেয়ে আসছে।

ইরানে চলমান উত্তেজনা ও ক্রমবর্ধমান সংঘাতের পরিপ্রেক্ষিতে এই বার্তাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকেরা মনে করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...