আজকের পত্রিকা ডেস্ক

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আজ শনিবার ইসরায়েলি বিমানবাহিনী ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গোপন ভূগর্ভস্থ অস্ত্রঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে।
আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক সংবাদ সম্মেলনে জানান, যে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, তা ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুতের জন্য ব্যবহৃত হতো। সেখানে শতাধিক ক্ষেপণাস্ত্র সংরক্ষিত ছিল এবং সেগুলো থেকে হামলার প্রস্তুতিও চলছিল বলে দাবি করা হয়েছে।
হামলার লক্ষ্যস্থলে থাকা লঞ্চার ও ভূগর্ভস্থ স্থাপনাগুলোও ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি। এই ঘাঁটির অস্তিত্ব ইরানি রাষ্ট্রীয় প্রচারণামূলক ভিডিওতে প্রকাশিত হয়েছিল, যেখানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং আইআরজিসির এয়ার ফোর্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হজিজাদেহকে ঘাঁটির ভেতরে দেখা যায়। উল্লেখ্য, এই দুই শীর্ষ জেনারেল শুক্রবারের ইসরায়েলি হামলায় নিহত হন।
এক সপ্তাহ ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা অভূতপূর্ব মাত্রায় পৌঁছায়। শুক্রবার ভোররাতে ইসরায়েল একাধিক আঘাতে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় সরাসরি হামলা চালায়। এতে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে অন্তত ৩০ জন সামরিক সদস্য নিহত হন এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণ ঘটে।
ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে তারা আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে। দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে হামলা এবং ইরানের রেড ক্রিসেন্ট কর্মী নিহত হওয়ার ঘটনার পর তেহরান আরও সংবেদনশীল অবস্থানে চলে যায়।
এদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাশিয়া ও তুরস্ক যুদ্ধের বিরুদ্ধে সরব হয়েছে। চীন প্রকাশ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘ইসরায়েলের শত্রু আমাদেরও শত্রু।’
ইসরায়েল বলছে, তারা আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালিয়েছে, যাতে দেখা যায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তা তাদের সন্ত্রাসী সহযোগীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বলেন, ‘আমরা আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করছি। এই বিজয় সারা বিশ্বের বিজয় হবে।’

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আজ শনিবার ইসরায়েলি বিমানবাহিনী ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গোপন ভূগর্ভস্থ অস্ত্রঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে।
আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক সংবাদ সম্মেলনে জানান, যে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, তা ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুতের জন্য ব্যবহৃত হতো। সেখানে শতাধিক ক্ষেপণাস্ত্র সংরক্ষিত ছিল এবং সেগুলো থেকে হামলার প্রস্তুতিও চলছিল বলে দাবি করা হয়েছে।
হামলার লক্ষ্যস্থলে থাকা লঞ্চার ও ভূগর্ভস্থ স্থাপনাগুলোও ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি। এই ঘাঁটির অস্তিত্ব ইরানি রাষ্ট্রীয় প্রচারণামূলক ভিডিওতে প্রকাশিত হয়েছিল, যেখানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং আইআরজিসির এয়ার ফোর্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হজিজাদেহকে ঘাঁটির ভেতরে দেখা যায়। উল্লেখ্য, এই দুই শীর্ষ জেনারেল শুক্রবারের ইসরায়েলি হামলায় নিহত হন।
এক সপ্তাহ ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা অভূতপূর্ব মাত্রায় পৌঁছায়। শুক্রবার ভোররাতে ইসরায়েল একাধিক আঘাতে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় সরাসরি হামলা চালায়। এতে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে অন্তত ৩০ জন সামরিক সদস্য নিহত হন এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণ ঘটে।
ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে তারা আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে। দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে হামলা এবং ইরানের রেড ক্রিসেন্ট কর্মী নিহত হওয়ার ঘটনার পর তেহরান আরও সংবেদনশীল অবস্থানে চলে যায়।
এদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাশিয়া ও তুরস্ক যুদ্ধের বিরুদ্ধে সরব হয়েছে। চীন প্রকাশ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘ইসরায়েলের শত্রু আমাদেরও শত্রু।’
ইসরায়েল বলছে, তারা আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালিয়েছে, যাতে দেখা যায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তা তাদের সন্ত্রাসী সহযোগীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বলেন, ‘আমরা আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করছি। এই বিজয় সারা বিশ্বের বিজয় হবে।’

সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
৫ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছেন, তা তিনি ‘শতভাগ’ বাস্তবায়ন করবেন। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে ইউরোপীয় মিত্ররা একযোগে অবস্থান নিয়েছে।
১৬ মিনিট আগে
কানাডা ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ সামরিক কমান্ড নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, শিগগির তাদের বিমান যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে পৌঁছাবে। গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এসব কার্যক্রম আগে থেকেই পরিকল্পিত ছিল।
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দৃঢ়ভাবে বলেছেন যে, তুরস্ক ও কাতারের কোনো সেনাকে তিনি গাজায় পা রাখতে দেবেন না। এর কয়েক দিন আগেই হোয়াইট হাউস ঘোষণা দেয়, গাজার যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা তদারকির জন্য গঠিত একটি গুরুত্বপূর্ণ কমিটিতে এই দুই দেশের কর্মকর্তারা থাকবেন।
৪ ঘণ্টা আগে