
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির জেরুসালেমে অবস্থিত আল-আকসা মসজিদের জায়গায় ইহুদি উপাসনালয় তৈরির আহ্বান জানিয়েছেন। আর এই প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের আহ্বান এই অঞ্চলে আবারও একটি ধর্মযুদ্ধ শুরু করে দিতে পারে, যা পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেবে।
আজ সোমবার ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি আল-আকসা মসজিদ কমপ্লেক্সের পশ্চিম দেওয়ালের কাছে একটি সিনাগগ তৈরির পক্ষে কি না? এ সময় তিনি জবাব দেন, হ্যাঁ, হ্যাঁ এবং হ্যাঁ। তাঁর এই মন্তব্য ফিলিস্তিন তো বটেই ইসরায়েলি মন্ত্রিসভায়ও ক্ষোভের জন্ম দিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেনেহ সরকারি বার্তা সংস্থা ওয়াফায় প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণ আল-আকসা মসজিদের কোনো ক্ষতি মেনে নেবে না। এটি একটি বিপৎসীমা যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না।’ তিনি আরও বলেন, ‘আল-আকসা মসজিদের মর্যাদা পরিবর্তন করার লক্ষ্যে এ ধরনের আহ্বান এই অঞ্চলটিকে একটি ধর্মযুদ্ধের দিকে টেনে আনার চেষ্টা যা সব জ্বালিয়ে দেবে।’
আবু রুদেইনেহ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেছেন। যেন দেশটি ইসরায়েলের চরম ডানপন্থী সরকারকে নিয়ন্ত্রণ করে এবং পবিত্র স্থানটির বিদ্যমান আইনি ও ঐতিহাসিক মর্যাদা মেনে চলতে বাধ্য করে।
এদিকে, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ এই অবস্থানে উপাসনালয় নির্মাণে বেন গভিরের আহ্বানের গুরুতর পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। এক বিবৃতিতে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই আহ্বান আল-আকসাকে ভেঙে ফেলে তার জায়গায় কথিত উপাসনালয় নির্মাণের জন্য একটি সুস্পষ্ট ও জনসমক্ষে আহ্বান।’

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির জেরুসালেমে অবস্থিত আল-আকসা মসজিদের জায়গায় ইহুদি উপাসনালয় তৈরির আহ্বান জানিয়েছেন। আর এই প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের আহ্বান এই অঞ্চলে আবারও একটি ধর্মযুদ্ধ শুরু করে দিতে পারে, যা পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেবে।
আজ সোমবার ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি আল-আকসা মসজিদ কমপ্লেক্সের পশ্চিম দেওয়ালের কাছে একটি সিনাগগ তৈরির পক্ষে কি না? এ সময় তিনি জবাব দেন, হ্যাঁ, হ্যাঁ এবং হ্যাঁ। তাঁর এই মন্তব্য ফিলিস্তিন তো বটেই ইসরায়েলি মন্ত্রিসভায়ও ক্ষোভের জন্ম দিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেনেহ সরকারি বার্তা সংস্থা ওয়াফায় প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণ আল-আকসা মসজিদের কোনো ক্ষতি মেনে নেবে না। এটি একটি বিপৎসীমা যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না।’ তিনি আরও বলেন, ‘আল-আকসা মসজিদের মর্যাদা পরিবর্তন করার লক্ষ্যে এ ধরনের আহ্বান এই অঞ্চলটিকে একটি ধর্মযুদ্ধের দিকে টেনে আনার চেষ্টা যা সব জ্বালিয়ে দেবে।’
আবু রুদেইনেহ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেছেন। যেন দেশটি ইসরায়েলের চরম ডানপন্থী সরকারকে নিয়ন্ত্রণ করে এবং পবিত্র স্থানটির বিদ্যমান আইনি ও ঐতিহাসিক মর্যাদা মেনে চলতে বাধ্য করে।
এদিকে, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ এই অবস্থানে উপাসনালয় নির্মাণে বেন গভিরের আহ্বানের গুরুতর পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। এক বিবৃতিতে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই আহ্বান আল-আকসাকে ভেঙে ফেলে তার জায়গায় কথিত উপাসনালয় নির্মাণের জন্য একটি সুস্পষ্ট ও জনসমক্ষে আহ্বান।’

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
৩ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
৪ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৫ ঘণ্টা আগে