
লেবানন থেকে ইসরায়েলে ১০টির বেশি রকেট নিক্ষেপ করেছে দেশটির জেহাদি সংগঠন হিজবুল্লাহ। আজ শুক্রবার ইসরায়েলের বিতর্কিত শেবা ফার্মস জেলায় এই হামলা চালানো হয়।
২০১৯ সালের পর এই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলে হামলার দায় স্বীকার করে নিল। এক সপ্তাহ ধরেই ইসরায়েল–লেবানন সীমান্তে উত্তেজনা চলছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার জবাবে আজ শুক্রবার রকেট হামলা চালানো হয়েছে।
দক্ষিণ লেবানন থেকে বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি জানিয়েছেন, তিনি শেবা ফার্মস এলাকায় বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া দেখেছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, লেবাননের যে উৎস থেকে হামলা চালানো হয়েছে, সেখানেই হামলা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সাত বছরের মধ্যে প্রথমবারের মতো লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে রকেট হামলার জবাবে দেশটির দক্ষিণাঞ্চলের রকেট ছোড়ার স্থানগুলোতে বৃহস্পতিবার ভোররাতে বিমান হামলা চালায় তারা।
প্রসঙ্গত, গত বুধবার লেবানন থেকে ছোড়া দুটি রকেট ইসরায়েলে গিয়ে পড়ার পর গোলাবর্ষণ করে তার জবাব দিয়েছিল ইসরায়েল। পরে বিমান হামলাও চালাল তারা।
শেবা ফার্মস একটি জেলাটি হিজবুল্লাহ এবং লেবানন তাদের বলে দাবি করে। তবে জাতিসংঘের শান্তিচুক্তি অনুযায়ী, শেবা ফার্ম সিরিয়ান গোলান মালভূমির অংশ। এটি ১৯৬৭ সাল থেকে দখল করে রেখেছে ইসরায়েল। এটি ১৯৮১ সালে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হয়।

লেবানন থেকে ইসরায়েলে ১০টির বেশি রকেট নিক্ষেপ করেছে দেশটির জেহাদি সংগঠন হিজবুল্লাহ। আজ শুক্রবার ইসরায়েলের বিতর্কিত শেবা ফার্মস জেলায় এই হামলা চালানো হয়।
২০১৯ সালের পর এই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলে হামলার দায় স্বীকার করে নিল। এক সপ্তাহ ধরেই ইসরায়েল–লেবানন সীমান্তে উত্তেজনা চলছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার জবাবে আজ শুক্রবার রকেট হামলা চালানো হয়েছে।
দক্ষিণ লেবানন থেকে বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি জানিয়েছেন, তিনি শেবা ফার্মস এলাকায় বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া দেখেছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, লেবাননের যে উৎস থেকে হামলা চালানো হয়েছে, সেখানেই হামলা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সাত বছরের মধ্যে প্রথমবারের মতো লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে রকেট হামলার জবাবে দেশটির দক্ষিণাঞ্চলের রকেট ছোড়ার স্থানগুলোতে বৃহস্পতিবার ভোররাতে বিমান হামলা চালায় তারা।
প্রসঙ্গত, গত বুধবার লেবানন থেকে ছোড়া দুটি রকেট ইসরায়েলে গিয়ে পড়ার পর গোলাবর্ষণ করে তার জবাব দিয়েছিল ইসরায়েল। পরে বিমান হামলাও চালাল তারা।
শেবা ফার্মস একটি জেলাটি হিজবুল্লাহ এবং লেবানন তাদের বলে দাবি করে। তবে জাতিসংঘের শান্তিচুক্তি অনুযায়ী, শেবা ফার্ম সিরিয়ান গোলান মালভূমির অংশ। এটি ১৯৬৭ সাল থেকে দখল করে রেখেছে ইসরায়েল। এটি ১৯৮১ সালে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হয়।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের নীতিনির্ধারকেরা গ্যাবার্ডের পূর্বতন রাজনৈতিক অবস্থান নিয়ে সন্দিহান ছিলেন। তাই তাঁকে এই অভিযানের পরিকল্পনায় সম্পৃক্ত করা হয়নি।
১ ঘণ্টা আগে
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘সে (মাচাদো) আগামী সপ্তাহে আমার সঙ্গে দেখা করতে আসছে। আমি তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। আমি নোবেলের বিষয়টি শুনেছি। যদি সে এমন কিছু করে, তবে এটি বড় সম্মানের বিষয় হবে।’
২ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ডস (আইআরজিসি)। শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে তারা বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেডলাইন ঘোষণা করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কিউবার বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিকে অত্যন্ত ‘শোচনীয়’ হিসেবে বর্ণনা করলেও, দেশটির কমিউনিস্ট সরকারের পতন এখন সময়ের ব্যাপার—এমন কোনো প্রমাণ পায়নি। গত সপ্তাহে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কারাকাসের সমর্থন...
৪ ঘণ্টা আগে