
ঢাকা: গাজায় টানা ১১ দিনের মতো চলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত। চলমান এই সংঘাত থামাতে আগামীকাল শুক্রবার যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির জন্য মিশরের কর্মকর্তারা হামাসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়েছেন । এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও গোপনভাবে স্বীকার করা হয়েছে যে তারা তাদের উদ্দেশ্য পূরণ করার শেষ দিকে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, যুদ্ধবিরতির আলোচনা হয়েছে। তবে হামাস ছাড়া অন্যান্য সশস্ত্র গোষ্ঠী এটি মানবে কি–না, তা নিয়ে সংশয় রয়েছে।
এদিকে হামাসের শীর্ষ কর্মকর্তা মুসা আবু মারজুকও লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে জানিয়েছেন, গাজায় চলমান সংঘাত থামাতে আগামী দু-এক দিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে।
মুসা আবু মারজুক বলেন, ‘আমি আশা করছি, এক অথবা দুই দিনের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারব। পারস্পরিক চুক্তির ভিত্তিতে এই যুদ্ধবিরতি হবে।’
আজ বৃহস্পতিবার ভোরেও হামাসের অবস্থান লক্ষ্য করে ১০০টির বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসও রকেট ছুড়ে এই হামলার জবাব দিয়েছে।
অধিকৃত পূর্ব জেরুজালেমে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের উদ্যোগকে কেন্দ্র করে মসজিদ আল আকসায় সংঘর্ষে জড়িয়ে পড়েন ফিলিস্তিনি নাগরিক এবং ইসরায়েলের পুলিশ। আল আকসা থেকে পুলিশ প্রত্যাহারের আলটিমেটাম দেয় হামাস। তাতে সাড়া না দেওয়ায় হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া হলে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। ১১ দিন ধরে চলা এই সংঘাতে গাজায় এ পর্যন্ত ২২৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে শতাধিক নারী এবং পুরুষ রয়েছে।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের হামলায় গাজায় এ পর্যন্ত দেড় শতাধিক জঙ্গি নিহত হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলের এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে।

ঢাকা: গাজায় টানা ১১ দিনের মতো চলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত। চলমান এই সংঘাত থামাতে আগামীকাল শুক্রবার যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির জন্য মিশরের কর্মকর্তারা হামাসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়েছেন । এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও গোপনভাবে স্বীকার করা হয়েছে যে তারা তাদের উদ্দেশ্য পূরণ করার শেষ দিকে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, যুদ্ধবিরতির আলোচনা হয়েছে। তবে হামাস ছাড়া অন্যান্য সশস্ত্র গোষ্ঠী এটি মানবে কি–না, তা নিয়ে সংশয় রয়েছে।
এদিকে হামাসের শীর্ষ কর্মকর্তা মুসা আবু মারজুকও লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে জানিয়েছেন, গাজায় চলমান সংঘাত থামাতে আগামী দু-এক দিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে।
মুসা আবু মারজুক বলেন, ‘আমি আশা করছি, এক অথবা দুই দিনের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারব। পারস্পরিক চুক্তির ভিত্তিতে এই যুদ্ধবিরতি হবে।’
আজ বৃহস্পতিবার ভোরেও হামাসের অবস্থান লক্ষ্য করে ১০০টির বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসও রকেট ছুড়ে এই হামলার জবাব দিয়েছে।
অধিকৃত পূর্ব জেরুজালেমে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের উদ্যোগকে কেন্দ্র করে মসজিদ আল আকসায় সংঘর্ষে জড়িয়ে পড়েন ফিলিস্তিনি নাগরিক এবং ইসরায়েলের পুলিশ। আল আকসা থেকে পুলিশ প্রত্যাহারের আলটিমেটাম দেয় হামাস। তাতে সাড়া না দেওয়ায় হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া হলে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। ১১ দিন ধরে চলা এই সংঘাতে গাজায় এ পর্যন্ত ২২৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে শতাধিক নারী এবং পুরুষ রয়েছে।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের হামলায় গাজায় এ পর্যন্ত দেড় শতাধিক জঙ্গি নিহত হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলের এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে।

আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৩০ মিনিট আগে
এই ভাষণে প্রথমবারের মতো খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা ‘হাজার হাজার’ বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
৪৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। আজ শনিবার ভোরে পাঞ্জাবের সারগোধা জেলায় একটি ট্রাক খালে পড়ে গেলে ১৪ জন মারা যান। অন্যদিকে বেলুচিস্তানের ওরমারা মহকুমার কাছে একটি যাত্রীবাহী কোচ উল্টে ১০ জন নিহত হন।
২ ঘণ্টা আগে