
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে বের হওয়ার একমাত্র পথ গাজা ক্রসিং বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তিনটি রকেট ছোড়ার অভিযোগে এনে গাজা ক্রসিং বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র রমজান মাসজুড়ে আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ফিলিস্তিনি মুসলমান ও ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার জের ধরে অবরুদ্ধ গাজা থেকে শুক্রবার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়েছে বলে অভিযোগ আনে ইসরায়েল। এই অভিযোগের জেরেই গাজা উপত্যকা থেকে মূল ভূখণ্ডে আগত ফিলিস্তিনি শ্রমিকদের জন্য একমাত্র ক্রসিংটি বন্ধ করে দেবে ইসরায়েল।
শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা উপত্যকা শাসনকারী সশস্ত্র গোষ্ঠী হামাস শুক্রবার গভীর রাতে ইসরায়েলে তিনটি রকেট নিক্ষেপ করেছে। এসব রকেটের একটি ইসরায়েলের অভ্যন্তরে একটি খোলা মাঠে, অন্যটি ফিলিস্তিনি ভূখণ্ডের ভেতরেই পড়েছিল। তবে ইসরায়েলি সেনাবাহিনী তৃতীয়টি রকেটটির বিস্তারিত জানাতে পারেনি।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফিলিস্তিনের বেসামরিক বিষয়ক এক ইউনিটের বিবৃতিতে বলা হয়েছে, ‘গত শুক্রবার রাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ছোড়ার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে—এরেজ ক্রসিং দিয়ে গাজার ব্যবসায়ী ও শ্রমিকদের ইসরায়েলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই নিষেধাজ্ঞা আগামী রোববার থেকে কার্যকর হবে।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে চলতি সপ্তাহের শুরুতে, গাজা থেকে ইসরায়েলের দিকে চারটি রকেট ছোড়া হয়েছিল কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আকাশেই ধ্বংস করে দিয়েছে। এ ছাড়া, ইসরায়েল গত সপ্তাহে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অন্তত দুইবার বিমান হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের যুদ্ধবিমান কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে বের হওয়ার একমাত্র পথ গাজা ক্রসিং বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তিনটি রকেট ছোড়ার অভিযোগে এনে গাজা ক্রসিং বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র রমজান মাসজুড়ে আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ফিলিস্তিনি মুসলমান ও ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার জের ধরে অবরুদ্ধ গাজা থেকে শুক্রবার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়েছে বলে অভিযোগ আনে ইসরায়েল। এই অভিযোগের জেরেই গাজা উপত্যকা থেকে মূল ভূখণ্ডে আগত ফিলিস্তিনি শ্রমিকদের জন্য একমাত্র ক্রসিংটি বন্ধ করে দেবে ইসরায়েল।
শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা উপত্যকা শাসনকারী সশস্ত্র গোষ্ঠী হামাস শুক্রবার গভীর রাতে ইসরায়েলে তিনটি রকেট নিক্ষেপ করেছে। এসব রকেটের একটি ইসরায়েলের অভ্যন্তরে একটি খোলা মাঠে, অন্যটি ফিলিস্তিনি ভূখণ্ডের ভেতরেই পড়েছিল। তবে ইসরায়েলি সেনাবাহিনী তৃতীয়টি রকেটটির বিস্তারিত জানাতে পারেনি।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফিলিস্তিনের বেসামরিক বিষয়ক এক ইউনিটের বিবৃতিতে বলা হয়েছে, ‘গত শুক্রবার রাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ছোড়ার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে—এরেজ ক্রসিং দিয়ে গাজার ব্যবসায়ী ও শ্রমিকদের ইসরায়েলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই নিষেধাজ্ঞা আগামী রোববার থেকে কার্যকর হবে।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে চলতি সপ্তাহের শুরুতে, গাজা থেকে ইসরায়েলের দিকে চারটি রকেট ছোড়া হয়েছিল কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আকাশেই ধ্বংস করে দিয়েছে। এ ছাড়া, ইসরায়েল গত সপ্তাহে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অন্তত দুইবার বিমান হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের যুদ্ধবিমান কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যৌথ সামরিক কমান্ড নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, খুব শিগগিরই তাদের বিমান যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে পৌঁছাবে। গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এসব কার্যক্রম আগে থেকেই পরিকল্পিত ছিল।
৫ মিনিট আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দৃঢ়ভাবে বলেছেন যে, তুরস্ক ও কাতারের কোনো সেনাকে তিনি গাজায় পা রাখতে দেবেন না। এর কয়েক দিন আগেই হোয়াইট হাউস ঘোষণা দেয়, গাজার যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা তদারকির জন্য গঠিত একটি গুরুত্বপূর্ণ কমিটিতে এই দুই দেশের কর্মকর্তারা থাকবেন।
২৪ মিনিট আগে
ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিহারের বিধায়ক নীতিন নবীন। এর আগে, তিনি বিজেপির ভারপ্রাপ্ত জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার নীতিন নতুন জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন।
১ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটক রাজ্যের পুলিশ ডিরেক্টর জেনারেল (সিভিল রাইটস এনফোর্সমেন্ট–ডিজিপি) রামচন্দ্র রাওকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে তাঁর আপত্তিকর অবস্থার একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে