
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজায় আটক বাকি জিম্মিদের শিগগির মুক্তি না দেওয়া হলে হামাসকে ধ্বংস করে দেওয়া হবে। এর আগেও, ট্রাম্প হামাসকে উদ্দেশ্য করে এমন কড়া হুমকি দিয়েছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বেশ খোলামেলাভাবেই এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেন, ‘শালোম হামাস—শালোমের অর্থ শান্তি অথবা বিদায়—দুটোই হতে পারে। তোমরা (হামাস) কোনটি শুনতে চাও—তা তোমাদের ওপরই নির্ভর করছে। যাদের তোমরা হত্যা করেছ, তাদের সবার মরদেহ এবং জিম্মিদের এখনই মুক্তি দাও, পরে নয়। আর না হয় তোমরা শেষ।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটাই তোমাদের শেষ সতর্কবার্তা! সুযোগ থাকতে থাকতে, গাজা ছেড়ে যাও।’
পোস্টটিতে গাজার জনগণের উদ্দেশেও বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লিখেছেন, ‘আপনাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। তবে আপনারা যদি জিম্মিদের আটকে রাখেন, তাহলে ধ্বংস হয়ে যাবেন! স্মার্ট সিদ্ধান্ত নিন–এখনই জিম্মিদের মুক্তি দিন, নয়তো পরে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’
এর আগে, গতকাল বুধবার গাজায় হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে সাক্ষাৎ করেন ডোনাল্ড ট্রাম্প। আর তারপরই হামাসকে হুঁশিয়ারি দিয়ে এই পোস্ট করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তি নিশ্চিতে যা প্রয়োজন, সব করছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প বলেছেন, ‘জিম্মিদের ফিরিয়ে আনতে যা কিছু প্রয়োজন সব পাঠানো হচ্ছে ইসরায়েলে। হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারবে।’ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, এরই মধ্যে ইসরায়েলকে ১১ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র সহায়তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
এর আগে, গত ১১ ফেব্রুয়ারি ট্রাম্প হামাসকে হুমকি দিয়ে বলেন, জিম্মিদের মুক্তি না দিলে গাজায় নরক ভেঙে পড়লেও তাঁর কিছু করার থাকবে না।
এদিকে, আরব বিশ্বের দেশগুলোর নেতারা ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত হয়ে যাওয়া ফিলিস্তিনি ভূখণ্ড গাজা পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা অনুমোদন করেছেন। ভবিষ্যতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরায়’ পরিণত করার পরিকল্পনার বিকল্প হিসেবে এই প্রস্তাব দেওয়া হয়েছে।
ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনি জনগণকে নিজ ভূখণ্ড থেকে সরিয়ে ফেলার কথা বলা হয়েছিল। ফিলিস্তিনি ও আরব নেতারা ট্রাম্পের এই প্রস্তাবকে জাতিগত নিধনের সমতুল্য বলে আখ্যা দিয়েছেন।
মিসর উত্থাপিত ও আরব দেশগুলোর গৃহীত প্রস্তাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কথা বলা হলেও পিএ-এর অধীনে গাজার শাসনব্যবস্থা এখনো অনিশ্চিত। কারণ, ইসরায়েল ভবিষ্যতে পিএর কোনো ভূমিকা নাকচ করে দিয়েছে এবং ট্রাম্প তাঁর প্রথম দফায় ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) ওয়াশিংটন অফিস বন্ধ করে দিয়েছিলেন। পাশাপাশি ইসরায়েলের প্রতি সমর্থনও বাড়িয়েছিলেন।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজায় আটক বাকি জিম্মিদের শিগগির মুক্তি না দেওয়া হলে হামাসকে ধ্বংস করে দেওয়া হবে। এর আগেও, ট্রাম্প হামাসকে উদ্দেশ্য করে এমন কড়া হুমকি দিয়েছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বেশ খোলামেলাভাবেই এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেন, ‘শালোম হামাস—শালোমের অর্থ শান্তি অথবা বিদায়—দুটোই হতে পারে। তোমরা (হামাস) কোনটি শুনতে চাও—তা তোমাদের ওপরই নির্ভর করছে। যাদের তোমরা হত্যা করেছ, তাদের সবার মরদেহ এবং জিম্মিদের এখনই মুক্তি দাও, পরে নয়। আর না হয় তোমরা শেষ।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটাই তোমাদের শেষ সতর্কবার্তা! সুযোগ থাকতে থাকতে, গাজা ছেড়ে যাও।’
পোস্টটিতে গাজার জনগণের উদ্দেশেও বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লিখেছেন, ‘আপনাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। তবে আপনারা যদি জিম্মিদের আটকে রাখেন, তাহলে ধ্বংস হয়ে যাবেন! স্মার্ট সিদ্ধান্ত নিন–এখনই জিম্মিদের মুক্তি দিন, নয়তো পরে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’
এর আগে, গতকাল বুধবার গাজায় হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে সাক্ষাৎ করেন ডোনাল্ড ট্রাম্প। আর তারপরই হামাসকে হুঁশিয়ারি দিয়ে এই পোস্ট করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তি নিশ্চিতে যা প্রয়োজন, সব করছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প বলেছেন, ‘জিম্মিদের ফিরিয়ে আনতে যা কিছু প্রয়োজন সব পাঠানো হচ্ছে ইসরায়েলে। হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারবে।’ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, এরই মধ্যে ইসরায়েলকে ১১ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র সহায়তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
এর আগে, গত ১১ ফেব্রুয়ারি ট্রাম্প হামাসকে হুমকি দিয়ে বলেন, জিম্মিদের মুক্তি না দিলে গাজায় নরক ভেঙে পড়লেও তাঁর কিছু করার থাকবে না।
এদিকে, আরব বিশ্বের দেশগুলোর নেতারা ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত হয়ে যাওয়া ফিলিস্তিনি ভূখণ্ড গাজা পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা অনুমোদন করেছেন। ভবিষ্যতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরায়’ পরিণত করার পরিকল্পনার বিকল্প হিসেবে এই প্রস্তাব দেওয়া হয়েছে।
ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনি জনগণকে নিজ ভূখণ্ড থেকে সরিয়ে ফেলার কথা বলা হয়েছিল। ফিলিস্তিনি ও আরব নেতারা ট্রাম্পের এই প্রস্তাবকে জাতিগত নিধনের সমতুল্য বলে আখ্যা দিয়েছেন।
মিসর উত্থাপিত ও আরব দেশগুলোর গৃহীত প্রস্তাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কথা বলা হলেও পিএ-এর অধীনে গাজার শাসনব্যবস্থা এখনো অনিশ্চিত। কারণ, ইসরায়েল ভবিষ্যতে পিএর কোনো ভূমিকা নাকচ করে দিয়েছে এবং ট্রাম্প তাঁর প্রথম দফায় ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) ওয়াশিংটন অফিস বন্ধ করে দিয়েছিলেন। পাশাপাশি ইসরায়েলের প্রতি সমর্থনও বাড়িয়েছিলেন।

রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ মিনিট আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৩ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৫ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৬ ঘণ্টা আগে