
হামাস-ইসরায়েল সংঘাতের মধ্যে বারবার ঘুরেফিরে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম। গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেও আবার সেই ঘোষণা প্রত্যাহার করেন। তারপরও বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, পরিস্থিতি ঘোলাটে হলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে হিজবুল্লাহ। তবে প্রশ্ন হলো, যুদ্ধে জড়িয়ে পড়লে গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে কী কী অস্ত্র ব্যবহার করবে বা তাদের ভান্ডারে কী কী অস্ত্র-গোলাবারুদ রয়েছে—যা দিয়ে তারা ইসরায়েলকে পর্যুদস্ত করার চেষ্টা করবে।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপকভাবে লড়াই করেছিল। এরপর দীর্ঘ ১৭ বছরের বিরতির পর গত অক্টোবর শুরু থেকে লেবানন-ইসরায়েল সীমান্ত অঞ্চল ইসরায়েলি বাহিনীর সঙ্গে একপ্রকার নিয়মিত যুদ্ধ করছে। বিশ্বের যত সশস্ত্র গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে হিজবুল্লাহকেই সবচেয়ে বেশি সশস্ত্র ও প্রশিক্ষিত বিবেচনা করা হয়। এই গোষ্ঠী এককভাবে কাজ করলেও ফিলিস্তিনের হামাস, ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। পশ্চিমা বিশ্বের দাবি, ইরান হিজবুল্লাহর সবচেয়ে বড় পৃষ্ঠপোষক।
হিজবুল্লাহর ঠিক কতসংখ্যক সেনা রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে হাসান নাসরুল্লাহর দাবি, তাঁদের অন্তত এক লাখ যোদ্ধা রয়েছেন। কেবল সেনাই নয়, হিজবুল্লাহর রয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। এসবে রয়েছে বিপুল বৈচিত্র্যও।
হিজবুল্লাহর সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের অস্ত্রাগারে মজুত বিপুল পরিমাণ রকেট। হিজবুল্লাহ বিশেষজ্ঞদের দাবি, গোষ্ঠীটির কাছে এক লাখের বেশি রকেট রয়েছে। গোষ্ঠীটি দাবি করেছে, তাদের রকেট ইসরায়েলের যেকোনো স্থানে আঘাত হানতে পারে। তবে এসব রকেটের অধিকাংশ আনগাইডেড বা নির্ভুল লক্ষ্যমাত্রার নয়। তবে গোষ্ঠীটির কাছে বিপুল পরিমাণে উচ্চ নির্ভুল লক্ষ্যমাত্রার রকেট রয়েছে।
হিজবুল্লাহর অস্ত্রাগারে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র বা রকেট রয়েছে। তবে গোষ্ঠীটির কাছে সবচেয়ে বেশি রকেট রয়েছে ইরানের। যেমন রাদ বা বজ্র, ফজর বা ভোর, জিলজাল বা ভূমিকম্প মডেলের রকেট আছে হিজবুল্লাহর কাছে। এই রকেটগুলোর বাইরে হিজবুল্লাহ নিজেও রকেট তৈরিতে সক্ষম বলে জানিয়েছিলেন হাসান নাসরুল্লাহ। ২০১৬ সালে হাসান নাসরুল্লাহ এক ভিডিও বার্তায় ইসরায়েলকে হুমকি দিয়ে বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করলে হাইফা বন্দরের কাছে অবস্থিত অ্যামোনিয়া ডিপোতে রকেট হামলা চালানো হবে। সেই হামলা বাস্তবে ঘটলে তা হতো একটি পারমাণবিক বোমার বিস্ফোরণের সমান।
কেবল সাধারণ রকেট নয়, হিজবুল্লাহর ভান্ডারে গাইডেড অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রও রয়েছে। যার প্রমাণ দেখা গেছে ২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের সময়। এমনকি চলতি সংঘাতের মধ্যেও হিজবুল্লাহ সেই রকেট ব্যবহার করেছে। ইসরায়েলি বাহিনীও বিষয়টি স্বীকার করেছে।
লেবাননের এই গোষ্ঠীর কাছে আছে অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রও। গত ২৯ অক্টোবর হিজবুল্লাহ একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে। তবে গোষ্ঠীটি এই প্রথম এমন অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তার মাত্র এক দিন আগে ইসরায়েল জানায়, তারা হিজবুল্লাহর ছোড়া একটি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি একটি ড্রোনকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। বিশ্লেষকদের অনুমান, হিজবুল্লাহর কাছে কাঁধ থেকে ছোড়া যায় এমন সহজে বহনযোগ্য অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রও রয়েছে।
হিজবুল্লাহ প্রথমবারের মতো অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ২০০৬ সালে। সেই সময় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয় এবং যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এর বাইরে হিজবুল্লাহর কাছে রয়েছে বিপুল পরিমাণ ড্রোন। যার আবার বেশ কটিই নিজস্ব প্রযুক্তিতে তৈরি। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনগুলোর মধ্যে আয়ুব ও মেরসাদ সিরিজের ড্রোন অন্যতম। সাধারণত এসব ড্রোন পর্যবেক্ষণ ও নজরদারির কাজে ব্যবহার করা হয়। তবে এতে সামান্য পরিমাণে হলেও বিস্ফোরক দ্রব্য বহন করা যায়। ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহর কাছে ইরানের তৈরি অ্যাটাক ড্রোনও থাকতে পারে।
রয়টার্স থেকে অনূদিত

হামাস-ইসরায়েল সংঘাতের মধ্যে বারবার ঘুরেফিরে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম। গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেও আবার সেই ঘোষণা প্রত্যাহার করেন। তারপরও বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, পরিস্থিতি ঘোলাটে হলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে হিজবুল্লাহ। তবে প্রশ্ন হলো, যুদ্ধে জড়িয়ে পড়লে গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে কী কী অস্ত্র ব্যবহার করবে বা তাদের ভান্ডারে কী কী অস্ত্র-গোলাবারুদ রয়েছে—যা দিয়ে তারা ইসরায়েলকে পর্যুদস্ত করার চেষ্টা করবে।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপকভাবে লড়াই করেছিল। এরপর দীর্ঘ ১৭ বছরের বিরতির পর গত অক্টোবর শুরু থেকে লেবানন-ইসরায়েল সীমান্ত অঞ্চল ইসরায়েলি বাহিনীর সঙ্গে একপ্রকার নিয়মিত যুদ্ধ করছে। বিশ্বের যত সশস্ত্র গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে হিজবুল্লাহকেই সবচেয়ে বেশি সশস্ত্র ও প্রশিক্ষিত বিবেচনা করা হয়। এই গোষ্ঠী এককভাবে কাজ করলেও ফিলিস্তিনের হামাস, ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। পশ্চিমা বিশ্বের দাবি, ইরান হিজবুল্লাহর সবচেয়ে বড় পৃষ্ঠপোষক।
হিজবুল্লাহর ঠিক কতসংখ্যক সেনা রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে হাসান নাসরুল্লাহর দাবি, তাঁদের অন্তত এক লাখ যোদ্ধা রয়েছেন। কেবল সেনাই নয়, হিজবুল্লাহর রয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। এসবে রয়েছে বিপুল বৈচিত্র্যও।
হিজবুল্লাহর সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের অস্ত্রাগারে মজুত বিপুল পরিমাণ রকেট। হিজবুল্লাহ বিশেষজ্ঞদের দাবি, গোষ্ঠীটির কাছে এক লাখের বেশি রকেট রয়েছে। গোষ্ঠীটি দাবি করেছে, তাদের রকেট ইসরায়েলের যেকোনো স্থানে আঘাত হানতে পারে। তবে এসব রকেটের অধিকাংশ আনগাইডেড বা নির্ভুল লক্ষ্যমাত্রার নয়। তবে গোষ্ঠীটির কাছে বিপুল পরিমাণে উচ্চ নির্ভুল লক্ষ্যমাত্রার রকেট রয়েছে।
হিজবুল্লাহর অস্ত্রাগারে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র বা রকেট রয়েছে। তবে গোষ্ঠীটির কাছে সবচেয়ে বেশি রকেট রয়েছে ইরানের। যেমন রাদ বা বজ্র, ফজর বা ভোর, জিলজাল বা ভূমিকম্প মডেলের রকেট আছে হিজবুল্লাহর কাছে। এই রকেটগুলোর বাইরে হিজবুল্লাহ নিজেও রকেট তৈরিতে সক্ষম বলে জানিয়েছিলেন হাসান নাসরুল্লাহ। ২০১৬ সালে হাসান নাসরুল্লাহ এক ভিডিও বার্তায় ইসরায়েলকে হুমকি দিয়ে বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করলে হাইফা বন্দরের কাছে অবস্থিত অ্যামোনিয়া ডিপোতে রকেট হামলা চালানো হবে। সেই হামলা বাস্তবে ঘটলে তা হতো একটি পারমাণবিক বোমার বিস্ফোরণের সমান।
কেবল সাধারণ রকেট নয়, হিজবুল্লাহর ভান্ডারে গাইডেড অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রও রয়েছে। যার প্রমাণ দেখা গেছে ২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের সময়। এমনকি চলতি সংঘাতের মধ্যেও হিজবুল্লাহ সেই রকেট ব্যবহার করেছে। ইসরায়েলি বাহিনীও বিষয়টি স্বীকার করেছে।
লেবাননের এই গোষ্ঠীর কাছে আছে অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রও। গত ২৯ অক্টোবর হিজবুল্লাহ একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে। তবে গোষ্ঠীটি এই প্রথম এমন অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তার মাত্র এক দিন আগে ইসরায়েল জানায়, তারা হিজবুল্লাহর ছোড়া একটি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি একটি ড্রোনকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। বিশ্লেষকদের অনুমান, হিজবুল্লাহর কাছে কাঁধ থেকে ছোড়া যায় এমন সহজে বহনযোগ্য অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রও রয়েছে।
হিজবুল্লাহ প্রথমবারের মতো অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ২০০৬ সালে। সেই সময় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয় এবং যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এর বাইরে হিজবুল্লাহর কাছে রয়েছে বিপুল পরিমাণ ড্রোন। যার আবার বেশ কটিই নিজস্ব প্রযুক্তিতে তৈরি। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনগুলোর মধ্যে আয়ুব ও মেরসাদ সিরিজের ড্রোন অন্যতম। সাধারণত এসব ড্রোন পর্যবেক্ষণ ও নজরদারির কাজে ব্যবহার করা হয়। তবে এতে সামান্য পরিমাণে হলেও বিস্ফোরক দ্রব্য বহন করা যায়। ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহর কাছে ইরানের তৈরি অ্যাটাক ড্রোনও থাকতে পারে।
রয়টার্স থেকে অনূদিত

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৬ ঘণ্টা আগে