
ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলার এক বছর পূর্তির দিনে এই হামলা চালাল হিজবুল্লাহ। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের বন্দরনগরী হাইফার কারমেল সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া রকেট ও শ্র্যাপনেল শহরের বিভিন্ন অংশে আঘাত হেনেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, দুটি এলাকায় পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ধ্বংসাবশেষ এবং শ্র্যাপনেলের খবর পাওয়া গেছে।
হাইফার রামবাম হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রকেট হামলায় আহত ৬ জনকে চিকিৎসা দিয়েছে। আহতদের মধ্যে ১ খুবই সামান্য আঘাত পেয়েছেন। বাকি ৫ জনের মধ্যে ৪ জন বেশ খানিকটা আঘাত পেয়েছেন। অপর একজনকে মানসিক আঘাতের চিকিৎসা দেওয়া হয়েছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাজেন ডেভিড অ্যাডাম ইমারজেন্সি সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলেই দুজনকে চিকিৎসার দিয়েছে। তাদের একজন ১৩ বছরের বালক, যার মাথায় শ্র্যাপনেলের আঘাত লেগেছে। অপর একজন ২২ বছরের তরুণ। সে একটি রকেট বিস্ফোরণের সময় একটি জানালার পাশা থাকায় সেটির ভাঙা কাচ দিয়ে আঘাত পায়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা পাঁচটি রকেট দেখতে পায় শহরের আকাশে। কিন্তু বাধা দেওয়ার আগেই সেগুলো শহরে আঘাত হানে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহ গত রোববার শতাধিক রকেট নিক্ষেপ করেছে।
এদিকে, ইসরায়েল লেবাননের দক্ষিণ বৈরুত ও এর আশপাশের এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের কর্তৃপক্ষের মতে, গত দুই সপ্তাহে ইসরায়েলি হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছে।

ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলার এক বছর পূর্তির দিনে এই হামলা চালাল হিজবুল্লাহ। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের বন্দরনগরী হাইফার কারমেল সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া রকেট ও শ্র্যাপনেল শহরের বিভিন্ন অংশে আঘাত হেনেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, দুটি এলাকায় পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ধ্বংসাবশেষ এবং শ্র্যাপনেলের খবর পাওয়া গেছে।
হাইফার রামবাম হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রকেট হামলায় আহত ৬ জনকে চিকিৎসা দিয়েছে। আহতদের মধ্যে ১ খুবই সামান্য আঘাত পেয়েছেন। বাকি ৫ জনের মধ্যে ৪ জন বেশ খানিকটা আঘাত পেয়েছেন। অপর একজনকে মানসিক আঘাতের চিকিৎসা দেওয়া হয়েছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাজেন ডেভিড অ্যাডাম ইমারজেন্সি সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলেই দুজনকে চিকিৎসার দিয়েছে। তাদের একজন ১৩ বছরের বালক, যার মাথায় শ্র্যাপনেলের আঘাত লেগেছে। অপর একজন ২২ বছরের তরুণ। সে একটি রকেট বিস্ফোরণের সময় একটি জানালার পাশা থাকায় সেটির ভাঙা কাচ দিয়ে আঘাত পায়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা পাঁচটি রকেট দেখতে পায় শহরের আকাশে। কিন্তু বাধা দেওয়ার আগেই সেগুলো শহরে আঘাত হানে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহ গত রোববার শতাধিক রকেট নিক্ষেপ করেছে।
এদিকে, ইসরায়েল লেবাননের দক্ষিণ বৈরুত ও এর আশপাশের এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের কর্তৃপক্ষের মতে, গত দুই সপ্তাহে ইসরায়েলি হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছে।

ভারতে আফগানিস্তানের দূতাবাসের দায়িত্ব নিতে দিল্লিতে পৌঁছেছেন তালেবান নিয়োগপ্রাপ্ত প্রথম কূটনীতিক। মুফতি নূর আহমদ নূর নামের এই জ্যেষ্ঠ তালেবান নেতা দিল্লিস্থ আফগান মিশনে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
১৭ মিনিট আগে
ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে বন্দী করার পর এবার প্রতিবেশী কিউবার দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি কিউবাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন।
২০ মিনিট আগে
মুম্বাইকে কথিত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের হাত থেকে ‘মুক্ত’ করার অঙ্গীকার করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। আজ রোববার মুম্বাই পৌরসভা (বিএমসি) নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন ‘মহায়ুতি’ জোটের নির্বাচনী ইশতেহার প্রকাশকালে তিনি এই ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী সংঘাত আরও তীব্র হচ্ছে। গত দুই সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরব অবস্থান ও হামলার প্রচ্ছন্ন হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান।
১ ঘণ্টা আগে