
অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে ৩৩৯ দিন ধরে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার হামলায় হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৬ হাজারে। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয় গত বছরের ৭ অক্টোবর। সেদিন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলি সীমান্ত পেরিয়ে দেশটির অভ্যন্তরে হামলা চালায়। এতে ১ হাজার ১৫০ জনের মতো নিহত হয়। এ সময় গোষ্ঠীটি ২৫০ জনের মতো ইসরায়েলিকে জিম্মি করে আনে। এর প্রতিক্রিয়ায় সেদিনই ইসরায়েল গাজায় হামলা চালায়, যা এখনো চলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০ হাজার ৯৮৮ জন নিহত হয়েছে, যার বেশির ভাগই শিশু ও নারী। এ ছাড়া এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৯৪ হাজার ৮২৫ জন। সব মিলিয়ে হতাহতের সংখ্যা প্রায় ১ লাখ ৩৬ হাজার।
এদিকে, জাতিসংঘের অঙ্গ সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, গাজায় জরুরি ভিত্তিতে ২২ লাখ মানুষের জন্য খাদ্যসহায়তা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে সংস্থাটি বলেছে, ‘গাজায় যুদ্ধের ১১ মাস চলছে এবং এখনো এখানকার ২২ লাখ মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সহায়তা প্রয়োজন।’
টুইটে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আরও বলেছেন, ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নিরবচ্ছিন্ন চেষ্টার পরও বারবার স্থানীয়দের সরে যাওয়ার আদেশ দেওয়ার কারণে সহায়তা দেওয়ার বিষয়টি বাধাগ্রস্ত হচ্ছে এবং মানুষের প্রয়োজন ক্রমেই বেড়ে চলেছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন।’

অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে ৩৩৯ দিন ধরে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার হামলায় হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৬ হাজারে। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয় গত বছরের ৭ অক্টোবর। সেদিন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলি সীমান্ত পেরিয়ে দেশটির অভ্যন্তরে হামলা চালায়। এতে ১ হাজার ১৫০ জনের মতো নিহত হয়। এ সময় গোষ্ঠীটি ২৫০ জনের মতো ইসরায়েলিকে জিম্মি করে আনে। এর প্রতিক্রিয়ায় সেদিনই ইসরায়েল গাজায় হামলা চালায়, যা এখনো চলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০ হাজার ৯৮৮ জন নিহত হয়েছে, যার বেশির ভাগই শিশু ও নারী। এ ছাড়া এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৯৪ হাজার ৮২৫ জন। সব মিলিয়ে হতাহতের সংখ্যা প্রায় ১ লাখ ৩৬ হাজার।
এদিকে, জাতিসংঘের অঙ্গ সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, গাজায় জরুরি ভিত্তিতে ২২ লাখ মানুষের জন্য খাদ্যসহায়তা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে সংস্থাটি বলেছে, ‘গাজায় যুদ্ধের ১১ মাস চলছে এবং এখনো এখানকার ২২ লাখ মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সহায়তা প্রয়োজন।’
টুইটে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আরও বলেছেন, ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নিরবচ্ছিন্ন চেষ্টার পরও বারবার স্থানীয়দের সরে যাওয়ার আদেশ দেওয়ার কারণে সহায়তা দেওয়ার বিষয়টি বাধাগ্রস্ত হচ্ছে এবং মানুষের প্রয়োজন ক্রমেই বেড়ে চলেছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
১২ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
৩ ঘণ্টা আগে