
সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দেশটির দীর্ঘদিনের ডি-ফ্যাক্টো শাসক হিসেবে পরিচিত এই সাবেক যুবরাজ তাঁর ভাই শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর মাত্র এক দিন পর দেশটির শাসক নির্বাচিত হলেন। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে দেশটির রাষ্ট্রপতি বলে চূড়ান্তভাবে নির্বাচিত করেছে। সংযুক্ত আবর আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি (ডব্লিউএএম) এই তথ্য জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সাতটি স্বায়ত্তশাসিত অঞ্চলের শাসকেরা এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন।
শেখ মোহাম্মদ বিন জায়েদ যিনি এমবিজেড নামে ব্যাপকভাবে পরিচিত আরব বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা। তিনি ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টের একজন গ্র্যাজুয়েট। তিনি একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের অন্যতম সুসজ্জিত সেনাবাহিনীর নেতাও বটে।
এর আগে গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মৃত্যুতে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় বিষয়ক মন্ত্রণালয় জাতীয় পতাকা অর্ধনমিত করা এবং ৪০ দিনের সরকারি শোক পালনের ঘোষণা দেয় এবং ফেডারেল ও আঞ্চলিক পর্যায়ে এবং বেসরকারি সেক্টরসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলো তিন দিন বন্ধের ঘোষণা দেয়।
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বেশ কয়েক বছর অসুস্থতায় ভুগছিলেন।

সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দেশটির দীর্ঘদিনের ডি-ফ্যাক্টো শাসক হিসেবে পরিচিত এই সাবেক যুবরাজ তাঁর ভাই শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর মাত্র এক দিন পর দেশটির শাসক নির্বাচিত হলেন। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে দেশটির রাষ্ট্রপতি বলে চূড়ান্তভাবে নির্বাচিত করেছে। সংযুক্ত আবর আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি (ডব্লিউএএম) এই তথ্য জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সাতটি স্বায়ত্তশাসিত অঞ্চলের শাসকেরা এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন।
শেখ মোহাম্মদ বিন জায়েদ যিনি এমবিজেড নামে ব্যাপকভাবে পরিচিত আরব বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা। তিনি ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টের একজন গ্র্যাজুয়েট। তিনি একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের অন্যতম সুসজ্জিত সেনাবাহিনীর নেতাও বটে।
এর আগে গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মৃত্যুতে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় বিষয়ক মন্ত্রণালয় জাতীয় পতাকা অর্ধনমিত করা এবং ৪০ দিনের সরকারি শোক পালনের ঘোষণা দেয় এবং ফেডারেল ও আঞ্চলিক পর্যায়ে এবং বেসরকারি সেক্টরসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলো তিন দিন বন্ধের ঘোষণা দেয়।
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বেশ কয়েক বছর অসুস্থতায় ভুগছিলেন।

যুক্তরাষ্ট্রের আগ্রাসী বৈদেশিক নীতির কড়া সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং গ্রিনল্যান্ড দখলের হুমকির মতো ঘটনাগুলোকে ইঙ্গিত করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন আর বিশ্ব ব্যবস্থার রক্ষক নয়; বরং তা ধ্বংসকারী হিসেবে আবির্ভূত
৫ মিনিট আগে
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের (ওইউপি) ভারতীয় শাখা প্রায় দুই দশক আগে প্রকাশিত একটি বইয়ে সপ্তদশ শতকের মারাঠা যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজিকে নিয়ে বিতর্কিত ও যাচাইহীন তথ্য উপস্থাপনের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। ‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ শিরোনামের ওই বইটি ২০০৩ সালে মার্কিন লেখক জেমস
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার ওপর হোয়াইট হাউস কত দিন সরাসরি নজরদারি বজায় রাখবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা সময়ই বলে দেবে।’ এক বছরের বেশি সময় হবে কি না, জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি বলব, তার চেয়েও অনেক বেশি।’
১ ঘণ্টা আগে
এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্দেশীয় অপরাধচক্রের প্রধান হিসেবে অভিযুক্ত ‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে শেষ পর্যন্ত নিজ দেশ চীনে বিচারের মুখোমুখি করা হচ্ছে। ব্রিটেন ও যুক্তরাষ্ট্র গত বছর তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার তিন মাসের মাথায় তাঁকে গ্রেপ্তার করে চীনের কাছে হস্তান্তর করেছে কম্বোডিয়া।
১ ঘণ্টা আগে