আজকের পত্রিকা ডেস্ক

গাজাজুড়ে সাংবাদিকদের মানবিক দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি, এপি, রয়টার্স এবং এএফপি। এক যৌথ বিবৃতিতে সংবাদমাধ্যমগুলো বলছে, ‘গাজার সাংবাদিকদের অবস্থা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। নিজের এবং পরিবারের জন্য সামান্যতম খাবার জোগাড় করার সক্ষমতাও তাঁরা হারিয়ে ফেলেছেন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকদের গাজা থেকে বের হতে দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। ওই বিবৃতিতে সংবাদমাধ্যমগুলো বলে, ‘বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশ নিষিদ্ধ হওয়ার পর থেকে ফিলিস্তিনি সাংবাদিকেরাই যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির পরিস্থিতি বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন। বহু মাস ধরে এই ফ্রিল্যান্স সাংবাদিকেরাই গাজার মাটিতে বিশ্ববাসীর চোখ ও কান হয়ে থেকেছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘গাজাবাসীর যেসব দুর্দশার কথা তারা রিপোর্ট করেন, তারা নিজেরাও সেই সব দুর্দশার শিকার। যুদ্ধক্ষেত্রে সাংবাদিকেরা নানা ধরনের কষ্ট ও বঞ্চনার মধ্যে দিয়ে যান, কিন্তু এখন অনাহারের ঝুঁকি তাদের জন্য নতুন এক ভয়াবহ বিপদ হয়ে দেখা দিয়েছে। আমরা আবারও ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই—বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশ করার এবং স্থানীয় সাংবাদিকদের সেখান থেকে বের হওয়ার সুযোগ দিন। পাশাপাশি, সেখানে পর্যাপ্ত খাদ্যসহায়তা নিশ্চিত করুন।’
গত কয়েক মাস ধরেই গাজায় সাংবাদিকদের চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আসছে এই সংবাদ সংস্থাগুলো। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় তাদের আবেদন আরও জোরালো হয়ে উঠেছে।
চলতি সপ্তাহেই গাজা থেকে নিজেদের ফ্রিল্যান্স সাংবাদিকদের সরিয়ে নিতে ইসরায়েলকে আলাদাভাবে অনুরোধ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য কাজ করা ফ্রিল্যান্স সাংবাদিকেরা সতর্ক করে জানিয়েছেন, খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অসুস্থতা ও দুর্বলতা বাড়ছে। এএফপির হয়ে কাজ করা সাংবাদিকদের একটি দল এ সপ্তাহে জানায়, তাৎক্ষণিক হস্তক্ষেপ না হলে গাজায় যে শেষ কয়েকজন রিপোর্টার রয়েছেন, তারাও মারা যাবেন।
এএফপির এক ফটোসাংবাদিক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লেখেন, ‘সংবাদমাধ্যমের জন্য কাজ করার শক্তি আর নেই আমার। আমার শরীর এখন হাড় জিরজিরে হয়ে গেছে। আমি আর কাজ চালিয়ে যেতে পারছি না।’
এএফপির সাংবাদিকদের সংগঠন ‘সোসাইটি অব জার্নালিস্টস’ ১৯৪৪ সালে এএফপির প্রতিষ্ঠার পর থেকে কখনো তাদের কোনো সাংবাদিকের অনাহারে মৃত্যুর দৃষ্টান্ত তৈরি হয়নি। বিবৃতিতে তারা বলেছে, ‘এএফপির প্রতিষ্ঠার পর থেকে অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি। নানাভাবে নিহত হয়েছেন তাঁরা। কেউ আহত হয়েছেন, কাউকে বন্দী করা হয়েছে। কিন্তু না খেতে পেয়ে ধুঁকে ধুঁকে কেউ মারা যায়নি। এমন নির্মমতার সাক্ষী কখনো হতে হয়নি আমাদের।’

গাজাজুড়ে সাংবাদিকদের মানবিক দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি, এপি, রয়টার্স এবং এএফপি। এক যৌথ বিবৃতিতে সংবাদমাধ্যমগুলো বলছে, ‘গাজার সাংবাদিকদের অবস্থা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। নিজের এবং পরিবারের জন্য সামান্যতম খাবার জোগাড় করার সক্ষমতাও তাঁরা হারিয়ে ফেলেছেন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকদের গাজা থেকে বের হতে দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। ওই বিবৃতিতে সংবাদমাধ্যমগুলো বলে, ‘বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশ নিষিদ্ধ হওয়ার পর থেকে ফিলিস্তিনি সাংবাদিকেরাই যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির পরিস্থিতি বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন। বহু মাস ধরে এই ফ্রিল্যান্স সাংবাদিকেরাই গাজার মাটিতে বিশ্ববাসীর চোখ ও কান হয়ে থেকেছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘গাজাবাসীর যেসব দুর্দশার কথা তারা রিপোর্ট করেন, তারা নিজেরাও সেই সব দুর্দশার শিকার। যুদ্ধক্ষেত্রে সাংবাদিকেরা নানা ধরনের কষ্ট ও বঞ্চনার মধ্যে দিয়ে যান, কিন্তু এখন অনাহারের ঝুঁকি তাদের জন্য নতুন এক ভয়াবহ বিপদ হয়ে দেখা দিয়েছে। আমরা আবারও ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই—বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশ করার এবং স্থানীয় সাংবাদিকদের সেখান থেকে বের হওয়ার সুযোগ দিন। পাশাপাশি, সেখানে পর্যাপ্ত খাদ্যসহায়তা নিশ্চিত করুন।’
গত কয়েক মাস ধরেই গাজায় সাংবাদিকদের চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আসছে এই সংবাদ সংস্থাগুলো। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় তাদের আবেদন আরও জোরালো হয়ে উঠেছে।
চলতি সপ্তাহেই গাজা থেকে নিজেদের ফ্রিল্যান্স সাংবাদিকদের সরিয়ে নিতে ইসরায়েলকে আলাদাভাবে অনুরোধ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য কাজ করা ফ্রিল্যান্স সাংবাদিকেরা সতর্ক করে জানিয়েছেন, খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অসুস্থতা ও দুর্বলতা বাড়ছে। এএফপির হয়ে কাজ করা সাংবাদিকদের একটি দল এ সপ্তাহে জানায়, তাৎক্ষণিক হস্তক্ষেপ না হলে গাজায় যে শেষ কয়েকজন রিপোর্টার রয়েছেন, তারাও মারা যাবেন।
এএফপির এক ফটোসাংবাদিক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লেখেন, ‘সংবাদমাধ্যমের জন্য কাজ করার শক্তি আর নেই আমার। আমার শরীর এখন হাড় জিরজিরে হয়ে গেছে। আমি আর কাজ চালিয়ে যেতে পারছি না।’
এএফপির সাংবাদিকদের সংগঠন ‘সোসাইটি অব জার্নালিস্টস’ ১৯৪৪ সালে এএফপির প্রতিষ্ঠার পর থেকে কখনো তাদের কোনো সাংবাদিকের অনাহারে মৃত্যুর দৃষ্টান্ত তৈরি হয়নি। বিবৃতিতে তারা বলেছে, ‘এএফপির প্রতিষ্ঠার পর থেকে অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি। নানাভাবে নিহত হয়েছেন তাঁরা। কেউ আহত হয়েছেন, কাউকে বন্দী করা হয়েছে। কিন্তু না খেতে পেয়ে ধুঁকে ধুঁকে কেউ মারা যায়নি। এমন নির্মমতার সাক্ষী কখনো হতে হয়নি আমাদের।’

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
১০ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩৮ মিনিট আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে