আজকের পত্রিকা ডেস্ক

ইসরায়েল ফের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার যে দাবি করেছে, সেটি ভুয়া বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। পাশাপাশি দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানের ইসনা (আইএসএনএ) সংবাদ সংস্থা ইরানের সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে—এমন খবর ভুল। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যার কারণে উত্তর ইসরায়েলে সাইরেন বাজানো হয়।
এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, জায়নবাদী শত্রু (ইসরায়েল) ও তার নিকৃষ্ট সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধ থামানোর জাতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, শত্রুর বর্বরতার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ‘লজ্জাজনক ও দৃষ্টান্তমূলক প্রতিশোধ’ নিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাতে কাতারে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয় এবং ভোরে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হয়।
পরিষদ আরও জানায়, ইরানের ভূখণ্ডে হামলার জবাব দেওয়া হয়েছে সময়োপযোগী ও সমান মাত্রায়। এর ফলে শত্রু আফসোসের পরাজয় মেনে নিতে এবং একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছে। এতে আরও বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর কথায় কোনো আস্থা রাখে না এবং ট্রিগারে আঙুল রেখে শত্রুর যেকোনো আইন লঙ্ঘনের কঠোর ও প্রতিরোধমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ইসরায়েল ফের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার যে দাবি করেছে, সেটি ভুয়া বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। পাশাপাশি দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানের ইসনা (আইএসএনএ) সংবাদ সংস্থা ইরানের সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে—এমন খবর ভুল। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যার কারণে উত্তর ইসরায়েলে সাইরেন বাজানো হয়।
এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, জায়নবাদী শত্রু (ইসরায়েল) ও তার নিকৃষ্ট সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধ থামানোর জাতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, শত্রুর বর্বরতার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ‘লজ্জাজনক ও দৃষ্টান্তমূলক প্রতিশোধ’ নিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাতে কাতারে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয় এবং ভোরে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হয়।
পরিষদ আরও জানায়, ইরানের ভূখণ্ডে হামলার জবাব দেওয়া হয়েছে সময়োপযোগী ও সমান মাত্রায়। এর ফলে শত্রু আফসোসের পরাজয় মেনে নিতে এবং একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছে। এতে আরও বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর কথায় কোনো আস্থা রাখে না এবং ট্রিগারে আঙুল রেখে শত্রুর যেকোনো আইন লঙ্ঘনের কঠোর ও প্রতিরোধমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তির লক্ষ্যমাত্রা থেকে তাঁর দেশ আর মাত্র ‘১০ শতাংশ’ দূরে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত এবং মস্কোকে পুরস্কৃত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১৫ ঘণ্টা আগে