
দক্ষিণ গাজার গাজার রাফাহ শহরের নিচের এক সুড়ঙ্গ থেকে এক মার্কিন নাগরিকসহ ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইলি সেনাবাহিনী। আজ রোববার উদ্ধারের খুব কাছাকাছি সময়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে সেনাবাহিনীর দাবি।
এদের মধ্যে হার্শ গোল্ডবার্গ-পোলিন নামে যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। মার্কিন নাগরিকের মৃত্যুর খবরে হামাসের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি গোল্ডবার্গ-পোলিনের মা-বাবার কাছে গভীর শোক প্রকাশ করেন।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা, আমরা পৌঁছানোর কিছুক্ষণ আগে হামাসের সন্ত্রাসীরা তাঁদের নির্মমভাবে হত্যা করে।’
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, নিহতেরা হলেন— কারমেল গ্যাট, হার্শ গোল্ডবার্গ-পোলিন, ইডেন ইরেশালমি, আলেকজান্ডার লোবানভ, আলমোগ সারুসি এবং ওরি দানিনো।
ড্যানিয়েল হাগারি বলেন, রাফাহ শহরে মাটির নিচে তাঁদের মৃতদেহ পাওয়া গেছে। এরই মধ্যে মরদেহ ইসরায়েলে পৌঁছেছে।
জিম্মিদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমাপ্রার্থনা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য দেশে-বিদেশে চাপের মধ্যে আছেন তিনি। এদিকে অভিযোগের বিষয়ে হামাসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমি বিধ্বস্ত ও ক্ষুব্ধ।’
কয়েক দিন আগে দক্ষিণ ইসরায়েলের বেদুইন সম্প্রদায়ের সদস্য জিম্মি কায়েদ ফারহান আলকাদিকে প্রায় এক কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়। এরপর ওই এলাকায় আরো জিম্মি থাকতে পারে বলে ইসরায়েলি বাহিনীকে সতর্ক করা হয়।
এর মধ্যেই শনিবার ইসরায়েলি হামলায় গাজায় কয়েক ডজন লোক নিহত হয়েছে। এজন্য ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এই অঞ্চলের ঝুঁকির কথা বলে আসছিল।

দক্ষিণ গাজার গাজার রাফাহ শহরের নিচের এক সুড়ঙ্গ থেকে এক মার্কিন নাগরিকসহ ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইলি সেনাবাহিনী। আজ রোববার উদ্ধারের খুব কাছাকাছি সময়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে সেনাবাহিনীর দাবি।
এদের মধ্যে হার্শ গোল্ডবার্গ-পোলিন নামে যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। মার্কিন নাগরিকের মৃত্যুর খবরে হামাসের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি গোল্ডবার্গ-পোলিনের মা-বাবার কাছে গভীর শোক প্রকাশ করেন।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা, আমরা পৌঁছানোর কিছুক্ষণ আগে হামাসের সন্ত্রাসীরা তাঁদের নির্মমভাবে হত্যা করে।’
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, নিহতেরা হলেন— কারমেল গ্যাট, হার্শ গোল্ডবার্গ-পোলিন, ইডেন ইরেশালমি, আলেকজান্ডার লোবানভ, আলমোগ সারুসি এবং ওরি দানিনো।
ড্যানিয়েল হাগারি বলেন, রাফাহ শহরে মাটির নিচে তাঁদের মৃতদেহ পাওয়া গেছে। এরই মধ্যে মরদেহ ইসরায়েলে পৌঁছেছে।
জিম্মিদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমাপ্রার্থনা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য দেশে-বিদেশে চাপের মধ্যে আছেন তিনি। এদিকে অভিযোগের বিষয়ে হামাসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমি বিধ্বস্ত ও ক্ষুব্ধ।’
কয়েক দিন আগে দক্ষিণ ইসরায়েলের বেদুইন সম্প্রদায়ের সদস্য জিম্মি কায়েদ ফারহান আলকাদিকে প্রায় এক কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়। এরপর ওই এলাকায় আরো জিম্মি থাকতে পারে বলে ইসরায়েলি বাহিনীকে সতর্ক করা হয়।
এর মধ্যেই শনিবার ইসরায়েলি হামলায় গাজায় কয়েক ডজন লোক নিহত হয়েছে। এজন্য ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এই অঞ্চলের ঝুঁকির কথা বলে আসছিল।

ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
১ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
১ ঘণ্টা আগে
তাঁর এই মন্তব্য শুধু সংবেদনশীল সময়ে বিজয়ের পাশে দাঁড়ানোই নয়, একই সঙ্গে জল্পনা আরও জোরদার করেছে যে—রাজ্যে ক্ষমতাসীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও কংগ্রেস হয়তো বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গম বা টিভিকের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথ খোলা রাখছে।
২ ঘণ্টা আগে
অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শিক্ষার্থী ভিসা রয়েছে প্রায় ৮ হাজারের বেশি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়...
৫ ঘণ্টা আগে