
দাবি আদায় না হওয়া পর্যন্ত সমর্থকদের পার্লামেন্টের ভেতরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদর। তাঁর দাবিগুলো হলো—পার্লামেন্টের বিলুপ্তি ও আগাম নির্বাচন দেওয়া।
আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, বুধবার (৩ আগস্ট) নাজাফ শহর থেকে দেওয়া টেলিভিশন ভাষণে এই প্রভাবশালী শিয়া নেতা এমন আহ্বান জানান। তাঁর এমন পদক্ষেপ দেশটিতে চলমান অচলাবস্থাকে আরও দীর্ঘায়িত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ১০ মাস কেটে গেছে দেশটিতে নির্বাচিত কোনো সরকার নেই।
আল-সদরের সমর্থকেরা গত শনিবার দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে বিক্ষোভ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের। এতে শতাধিক বিক্ষোভকারী আহতও হন। এর আগে গত বুধবারও শত শত বিক্ষোভকারী কঠোর নিরাপত্তাবলয় ভেঙে দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। শিয়া এই নেতার সমর্থকেরা পার্লামেন্ট ভবনের চারপাশে তাঁবু খাটানো ও খাবার স্টল তৈরি করে একটি ক্যাম্প বানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ইরাকের চলমান স্থবিরতা আরও বেড়েছে।
গত বছরের অক্টোবরে নির্বাচনে আল-সদর সবচেয়ে বেশি আসন পান। তবে ইরান-সমর্থিত তাঁর প্রতিদ্বন্দ্বীদের বাদ দিয়ে সরকার গঠন করতে ব্যর্থ হন। প্রতিক্রিয়ায় পার্লামেন্ট থেকে নিজের দলের আইনপ্রণেতাদের প্রত্যাহার করে নেন তিনি। প্রতিবাদ ও অবস্থান ধর্মঘট করার মাধ্যমে চাপ প্রয়োগ করে যাচ্ছেন এই শিয়া নেতা। আর এতে সমর্থক হিসেবে লাখ লাখ শ্রমজীবী শিয়া ইরাকিকে কাজে লাগাচ্ছেন তিনি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত সমর্থকদের পার্লামেন্টের ভেতরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদর। তাঁর দাবিগুলো হলো—পার্লামেন্টের বিলুপ্তি ও আগাম নির্বাচন দেওয়া।
আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, বুধবার (৩ আগস্ট) নাজাফ শহর থেকে দেওয়া টেলিভিশন ভাষণে এই প্রভাবশালী শিয়া নেতা এমন আহ্বান জানান। তাঁর এমন পদক্ষেপ দেশটিতে চলমান অচলাবস্থাকে আরও দীর্ঘায়িত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ১০ মাস কেটে গেছে দেশটিতে নির্বাচিত কোনো সরকার নেই।
আল-সদরের সমর্থকেরা গত শনিবার দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে বিক্ষোভ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের। এতে শতাধিক বিক্ষোভকারী আহতও হন। এর আগে গত বুধবারও শত শত বিক্ষোভকারী কঠোর নিরাপত্তাবলয় ভেঙে দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। শিয়া এই নেতার সমর্থকেরা পার্লামেন্ট ভবনের চারপাশে তাঁবু খাটানো ও খাবার স্টল তৈরি করে একটি ক্যাম্প বানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ইরাকের চলমান স্থবিরতা আরও বেড়েছে।
গত বছরের অক্টোবরে নির্বাচনে আল-সদর সবচেয়ে বেশি আসন পান। তবে ইরান-সমর্থিত তাঁর প্রতিদ্বন্দ্বীদের বাদ দিয়ে সরকার গঠন করতে ব্যর্থ হন। প্রতিক্রিয়ায় পার্লামেন্ট থেকে নিজের দলের আইনপ্রণেতাদের প্রত্যাহার করে নেন তিনি। প্রতিবাদ ও অবস্থান ধর্মঘট করার মাধ্যমে চাপ প্রয়োগ করে যাচ্ছেন এই শিয়া নেতা। আর এতে সমর্থক হিসেবে লাখ লাখ শ্রমজীবী শিয়া ইরাকিকে কাজে লাগাচ্ছেন তিনি।

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৭ মিনিট আগে
চলতি মাসের শুরুতে জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে চার পাতার একটি ফরম বিতরণ করা হয়। এর শিরোনাম ছিল—‘মসজিদের প্রোফাইলিং’। কিন্তু ভারত সরকারের এই উদ্যোগ কাশ্মীরের মুসলিম-অধ্যুষিত অঞ্চলগুলোর মানুষের মধ্যে তৈরি করেছে একধরনের উদ্বেগ।
১ ঘণ্টা আগে
ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হলো। খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (নাতির ছেলে) চন্দ্র বসুকে নাগরিকত্বের প্রমাণ যাচাইয়ের জন্য ‘এসআইআর’ শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই নোটিস পাওয়া মাত্রই তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই বিজেপি নেতা।
৩ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
৬ ঘণ্টা আগে