
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অভিযোগ করেছেন, গাজায় একটি যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে একমাত্র বাধা খোদ হামাস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার অ্যারিজোনায় এই অভিযোগ করেন। এদিকে, তিনি এমন এক সময়ে এই অভিযোগ করলেন, যখন যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে হামাসের প্রতিনিধিদল মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার ব্লিঙ্কেন বলেছেন, ‘আমরা অপেক্ষা করছি যে, কার্যত তারা (হামাস) যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে হ্যাঁ-সূচক উত্তর দেয় কি না। এই মুহূর্তে বাস্তবতা হলো, গাজার জনগণ ও যুদ্ধবিরতির মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র বিষয়টিই হলো হামাস।’
হামাসকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে এবং ইসরায়েলও এই গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে চায়। ফলে যুদ্ধবিরতির আলোচনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে না। বিষয়টিকে যুদ্ধবিরতি আলোচনার জন্য কঠিন একটি পরিস্থিতি বলে মনে করেন ব্লিঙ্কেন।
এ বিষয়ে ব্লিঙ্কেন বলেন, ‘হামাসের যেসব নেতার সঙ্গে আমরা পরোক্ষভাবে জড়িত কাতার ও মিসরের মাধ্যমে, তাঁরা সবাই গাজার বাইরে বসবাস করছেন। আসলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী তো হলেন সেই সব লোক, যাঁরা আসলে গাজাতেই আছেন, কিন্তু তাঁদের সঙ্গে আমাদের কারও কোনো সরাসরি যোগাযোগ নেই।’
এদিকে, হামাস জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবার সকালে তাদের প্রতিনিধিদলের কায়রোয় পৌঁছানোর কথা আছে। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল-হাইয়্যা। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গোষ্ঠীটি সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে বিবেচনা করছে।
ব্লিঙ্কেন যুদ্ধবিরতি বাস্তবায়িত না হওয়ার পেছনে হামাসকে দায়ী করলেও গোষ্ঠীটির শীর্ষ নেতারা মনে করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই যুদ্ধবিরতি আলোচনাকে পথচ্যুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে হামাস নেতা হোসসাম বাদরান এএফপিকে বলেন, ‘এর আগের দফার (যুদ্ধবিরতি) আলোচনায়ও নেতানিয়াহু বাধা হিসেবে হাজির ছিলেন...এবং এটা পরিষ্কার যে, এখনো তিনিই বাধা হিসেবে হাজির।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অভিযোগ করেছেন, গাজায় একটি যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে একমাত্র বাধা খোদ হামাস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার অ্যারিজোনায় এই অভিযোগ করেন। এদিকে, তিনি এমন এক সময়ে এই অভিযোগ করলেন, যখন যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে হামাসের প্রতিনিধিদল মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার ব্লিঙ্কেন বলেছেন, ‘আমরা অপেক্ষা করছি যে, কার্যত তারা (হামাস) যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে হ্যাঁ-সূচক উত্তর দেয় কি না। এই মুহূর্তে বাস্তবতা হলো, গাজার জনগণ ও যুদ্ধবিরতির মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র বিষয়টিই হলো হামাস।’
হামাসকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে এবং ইসরায়েলও এই গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে চায়। ফলে যুদ্ধবিরতির আলোচনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে না। বিষয়টিকে যুদ্ধবিরতি আলোচনার জন্য কঠিন একটি পরিস্থিতি বলে মনে করেন ব্লিঙ্কেন।
এ বিষয়ে ব্লিঙ্কেন বলেন, ‘হামাসের যেসব নেতার সঙ্গে আমরা পরোক্ষভাবে জড়িত কাতার ও মিসরের মাধ্যমে, তাঁরা সবাই গাজার বাইরে বসবাস করছেন। আসলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী তো হলেন সেই সব লোক, যাঁরা আসলে গাজাতেই আছেন, কিন্তু তাঁদের সঙ্গে আমাদের কারও কোনো সরাসরি যোগাযোগ নেই।’
এদিকে, হামাস জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবার সকালে তাদের প্রতিনিধিদলের কায়রোয় পৌঁছানোর কথা আছে। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল-হাইয়্যা। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গোষ্ঠীটি সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে বিবেচনা করছে।
ব্লিঙ্কেন যুদ্ধবিরতি বাস্তবায়িত না হওয়ার পেছনে হামাসকে দায়ী করলেও গোষ্ঠীটির শীর্ষ নেতারা মনে করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই যুদ্ধবিরতি আলোচনাকে পথচ্যুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে হামাস নেতা হোসসাম বাদরান এএফপিকে বলেন, ‘এর আগের দফার (যুদ্ধবিরতি) আলোচনায়ও নেতানিয়াহু বাধা হিসেবে হাজির ছিলেন...এবং এটা পরিষ্কার যে, এখনো তিনিই বাধা হিসেবে হাজির।’

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৯ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৯ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
১০ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
১১ ঘণ্টা আগে