অনলাইন ডেস্ক
টানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি। আজ রোববার গাজার স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে চুক্তি কার্যকর হয়। এ ঘোষণার পরই ইসরায়েলে নেতানিয়াহুর জোট সরকার থেকে পদত্যাগ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যুদ্ধবিরতি আলোচনার শুরু থেকে সবসময় যেকোনো ধরনের যুদ্ধবিরতির বিরোধিতা করেছেন বেন-গাভি। তাঁর সমর্থনে ছিলেন অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচও। এমনকি পদত্যাগের হুমকিও দিয়েছিলেন তাঁরা। এবার বেন-গাভি পদত্যাগ করলেন।
এর আগে বেন-গাভির বলেছিলেন, ‘এই চুক্তির (যুদ্ধবিরতি) অর্থ হলো যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য পরিত্যাগ করা। এটি একটি বেপরোয়া চুক্তি, যা সন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’
ডানপন্থী বেন গাভি ও স্মটরিচ মনে করেন, যুদ্ধের লক্ষ্য এখনো পূরণ হয়নি। গাজায় পুনর্দখল এবং ইসরায়েলিদের পুনর্বাসন ও অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার দিকে তাঁরা বারবার ইঙ্গিত দিয়েছেন। এজন্য যুদ্ধবিরতি আলোচনায় প্রতিবারই বিরোধিতা করেছেন তাঁরা।
মধ্যপ্রাচ্যের রাজনীতি বিশ্লেষকেরা এবং অনেক ইসরায়েলি নাগরিক বিশ্বাস করেন, এই দুই নেতার সরকার ছাড়ার হুমকির কারণেই গত ১৫ মাস ধরে কোনো চুক্তি এগিয়ে নিতে দেরি করেছেন নেতানিয়াহু। এই দুই নেতার পদত্যাগ মানে, ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পতন, নেতানিয়াহুর প্রধানমন্ত্রীত্বের অবসান এবং অবিলম্বে নতুন নির্বাচন।
তবে ধারণা করা হচ্ছে, বেন-গাভিরের পদত্যাগ সরকারের পতনের কারণ হবে না। কারণ তিনি বলেছেন, প্রথম পর্যায়ের পর যদি যুদ্ধ আবার শুরু হয়, তিনি জোটে পুনরায় যোগ দেবেন।
গত শুক্রবার কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে যুদ্ধবিরতি শুরুর কথা থাকলেও মুক্তি পেতে যাওয়া তিন জিম্মির নাম প্রকাশ নিয়ে বিলম্বিত হয়ে চুক্তি কার্যকরের সময় পিছিয়ে যায় কয়েক ঘণ্টা।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। এই সময়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ৪৭ হাজার ফিলিস্তিনি।
টানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি। আজ রোববার গাজার স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে চুক্তি কার্যকর হয়। এ ঘোষণার পরই ইসরায়েলে নেতানিয়াহুর জোট সরকার থেকে পদত্যাগ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যুদ্ধবিরতি আলোচনার শুরু থেকে সবসময় যেকোনো ধরনের যুদ্ধবিরতির বিরোধিতা করেছেন বেন-গাভি। তাঁর সমর্থনে ছিলেন অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচও। এমনকি পদত্যাগের হুমকিও দিয়েছিলেন তাঁরা। এবার বেন-গাভি পদত্যাগ করলেন।
এর আগে বেন-গাভির বলেছিলেন, ‘এই চুক্তির (যুদ্ধবিরতি) অর্থ হলো যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য পরিত্যাগ করা। এটি একটি বেপরোয়া চুক্তি, যা সন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’
ডানপন্থী বেন গাভি ও স্মটরিচ মনে করেন, যুদ্ধের লক্ষ্য এখনো পূরণ হয়নি। গাজায় পুনর্দখল এবং ইসরায়েলিদের পুনর্বাসন ও অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার দিকে তাঁরা বারবার ইঙ্গিত দিয়েছেন। এজন্য যুদ্ধবিরতি আলোচনায় প্রতিবারই বিরোধিতা করেছেন তাঁরা।
মধ্যপ্রাচ্যের রাজনীতি বিশ্লেষকেরা এবং অনেক ইসরায়েলি নাগরিক বিশ্বাস করেন, এই দুই নেতার সরকার ছাড়ার হুমকির কারণেই গত ১৫ মাস ধরে কোনো চুক্তি এগিয়ে নিতে দেরি করেছেন নেতানিয়াহু। এই দুই নেতার পদত্যাগ মানে, ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পতন, নেতানিয়াহুর প্রধানমন্ত্রীত্বের অবসান এবং অবিলম্বে নতুন নির্বাচন।
তবে ধারণা করা হচ্ছে, বেন-গাভিরের পদত্যাগ সরকারের পতনের কারণ হবে না। কারণ তিনি বলেছেন, প্রথম পর্যায়ের পর যদি যুদ্ধ আবার শুরু হয়, তিনি জোটে পুনরায় যোগ দেবেন।
গত শুক্রবার কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে যুদ্ধবিরতি শুরুর কথা থাকলেও মুক্তি পেতে যাওয়া তিন জিম্মির নাম প্রকাশ নিয়ে বিলম্বিত হয়ে চুক্তি কার্যকরের সময় পিছিয়ে যায় কয়েক ঘণ্টা।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। এই সময়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ৪৭ হাজার ফিলিস্তিনি।
চতুর্থবারের মতো দিল্লির শাসনক্ষমতায় বসতে চাইছে, অন্যদিকে বিজেপি দিল্লিতে নতুন এক শুরুর প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে। অন্যদিকে কংগ্রেস তাঁর ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য লড়াই করছে। এর মধ্যে এই নির্বাচনের ফল নিয়ে চাণক্য স্ট্রাটেজিস পূর্বাভাসে বলা হয়, আপ ২৫-২৮টি আসন পাবে, বিজেপি পাবে ৩৯-৪৪টি আসন এবং কংগ্রেস ৩টি
১২ মিনিট আগেসর্বশেষ ৩২ বছর আগে ১৯৯৩ সালে দিল্লির বিধানসভা ভোটে জয়ের মুখ দেখেছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ শনিবার দুপুর ১টায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ভোট গণনা সরাসরি সম্প্রচার থেকে দেখা যায়, দিল্লির মসনদে বসার লড়াইয়ে পাল্লা ভারী বিজেপির। ৭০ আসনের মধ্যে বিজেপি ৪৮টি আসনে এগিয়ে আছে এবং আম আদমি পার্টি (আপ)
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ইলন মাস্কের ক্ষমতা বৃদ্ধি নিয়ে বিতর্কের মধ্যেই টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক প্রচ্ছদ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ম্যাগাজিনের প্রচ্ছদে ইলন মাস্ককে হোয়াইট হাউসের রেজলুট ডেস্কের পেছনে বসানো হয়েছে। এই প্রচ্ছদ ট্রাম্পকে ক্ষুব্ধ করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডির ২ হাজার ২০০ কর্মীকে সবেতনে ছুটিতে পাঠানোর যে পরিকল্পনা করেছিলেন, তা কার্যকর হওয়ার কিছু ঘণ্টা আগে স্থগিত করে দিয়েছেন এক বিচারক। গতকাল শুক্রবার বিচারক কার্ল নিকোলস এই পরিকল্পনার ওপর সাময়িক বিরতির আদেশ দেন। আজ শনিবার বিবিসি
৩ ঘণ্টা আগে