আজকের পত্রিকা ডেস্ক

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে ইরানের শীর্ষ নীতিনির্ধারণী সংস্থা জাতীয় নিরাপত্তা পরিষদ। এ ছাড়া দেশটির অন্যান্য শীর্ষ ব্যক্তিত্ব ও সংস্থাও বিষয়টি নিশ্চিত করেছে। তবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, খামেনি এখনো বিষয়টির স্বীকৃতি দেননি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবারই ইরানের প্রেসিডেন্টসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও প্রতিষ্ঠান ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলে পরিচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
ইরানের সব ধরনের রাষ্ট্রীয় বিষয়ে সাধারণত শেষ সিদ্ধান্ত দেন খামেনিই। তাই তাঁর পক্ষ থেকে কবে, কী ধরনের বক্তব্য আসবে, সেটির দিকেই এখন নজর রাখছে ইরানসহ গোটা বিশ্ব। গুজব, খামেনি রাজধানী তেহরানের তাঁর নিয়মিত বাসভবন ছেড়ে এখন একটি নিরাপদ বাংকারে আশ্রয় নিয়েছেন। যদিও ইরানের পক্ষ থেকে এ খবরের আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
খামেনিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গেছে ১৮ জুন। সেদিন রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আগে ধারণ করা এক বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আত্মসমর্পণে’র আহ্বান উড়িয়ে দেন।
যুদ্ধবিরতির আগপর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁর অফিশিয়াল অ্যাকাউন্টগুলো সক্রিয় ছিল। তবে ১৩ জুন ইসরায়েলের ইরানে হামলার পর তিনি আর জনসমক্ষে আসেননি। ওই হামলার পরও একটি আগে ধারণ করা বার্তা সম্প্রচার করেছিল ইরান। খামেনির সর্বশেষ জনসমাগমের ছবি পাওয়া যায় ১১ জুন। সেদিন তিনি ইরানের পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়েছিলেন।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে ইরানের শীর্ষ নীতিনির্ধারণী সংস্থা জাতীয় নিরাপত্তা পরিষদ। এ ছাড়া দেশটির অন্যান্য শীর্ষ ব্যক্তিত্ব ও সংস্থাও বিষয়টি নিশ্চিত করেছে। তবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, খামেনি এখনো বিষয়টির স্বীকৃতি দেননি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবারই ইরানের প্রেসিডেন্টসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও প্রতিষ্ঠান ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলে পরিচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
ইরানের সব ধরনের রাষ্ট্রীয় বিষয়ে সাধারণত শেষ সিদ্ধান্ত দেন খামেনিই। তাই তাঁর পক্ষ থেকে কবে, কী ধরনের বক্তব্য আসবে, সেটির দিকেই এখন নজর রাখছে ইরানসহ গোটা বিশ্ব। গুজব, খামেনি রাজধানী তেহরানের তাঁর নিয়মিত বাসভবন ছেড়ে এখন একটি নিরাপদ বাংকারে আশ্রয় নিয়েছেন। যদিও ইরানের পক্ষ থেকে এ খবরের আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
খামেনিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গেছে ১৮ জুন। সেদিন রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আগে ধারণ করা এক বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আত্মসমর্পণে’র আহ্বান উড়িয়ে দেন।
যুদ্ধবিরতির আগপর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁর অফিশিয়াল অ্যাকাউন্টগুলো সক্রিয় ছিল। তবে ১৩ জুন ইসরায়েলের ইরানে হামলার পর তিনি আর জনসমক্ষে আসেননি। ওই হামলার পরও একটি আগে ধারণ করা বার্তা সম্প্রচার করেছিল ইরান। খামেনির সর্বশেষ জনসমাগমের ছবি পাওয়া যায় ১১ জুন। সেদিন তিনি ইরানের পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়েছিলেন।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর একাধিক পরামর্শমূলক গ্রুপে অংশগ্রহণ কমানোর পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক কর্মকর্তার মতে, ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ধীরে ধীরে কমিয়ে আনার যে উদ্যোগ ট্রাম্প প্রশাসন নিয়েছে, এটি তারই সর্বশেষ ইঙ্গিত।
১ ঘণ্টা আগে
এক প্রতিবেদনে দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নির্বাচন কমিশন আগামী ৫ মার্চের নির্বাচনের জন্য ২০ জানুয়ারিকে প্রার্থী নিবন্ধনের শেষ সময়সীমা নির্ধারণ করেছে। প্রচলিত আইন অনুযায়ী, কোনো নির্বাচিত প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাঁকে অবশ্যই আগে পদত্যাগ করতে হবে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় নেতানিয়াহুর দপ্তর জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে...
২ ঘণ্টা আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে